টুকরো খবর |
রেশনে নিম্নমানের চাল-গম, গ্রেফতার ১
নিজস্ব সংবাদদাতা • শ্যামপুর |
সোমবার দুপুরে হাওড়ার শ্যামপুরের মৌল গ্রাম থেকে একজন রেশন ডিস্ট্রিবিউটরকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম পিন্টু পোল্যে। পুলিশ জানিয়েছে, তিনি শ্যামপুর ১ এবং ২ ব্লকের বিভিন্ন এলাকায় রেশন ডিলারদের রেশনের পণ্য জোগান দিতেন। মৌল স্কুলের কাছে পিন্টুবাবুর গুদামঘর রয়েছে। এখানেই তিনি খাদ্য ও সরবরাহ দফতর থেকে চাল, গম প্রভৃতি এনে রেখে দিতেন। গ্রামবাসীরা জানান, গত কয়েক দিন ধরে রেশন দোকান থেকে তাঁরা যে চাল ও গম পাচ্ছিলেন তার মান ছিল অতি নিম্ন। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তাঁরা রেশন ডিলারদের কাছে গেলে তাঁরা জানান তাঁদের কিছু করার নেই, ডিস্ট্রিবিউটরই নিম্ন মানের চাল-গম দিচ্ছেন। সোমবার মৌল গ্রামে পিন্টুবাবুর গুদামে যখন ভ্যান-রিকশায় করে চাল ও গম ঢুকছিল তখন এক দল গ্রামবাসী হাজির হন। তাঁরা বস্তা খুলে দেখেন চাল ও গম নিম্ন মানের। তাঁরা ভ্যান রিকশাগুলি আটক করেন। ঘেরাও করে রাখেন পিন্টুবাবুকে। তাঁরা ব্লক প্রশাসনকে খবর দেন। সেখান থেকে ঘটনাস্থলে পাঠানো হয় খাদ্য দফতরের শ্যামপুর ২ ব্লকের পরিদর্শককে। তাঁর কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ পিন্টুবাবুকে গ্রেফতার করে।
|
জুটমিলের একটি ইউনিটে কাজ বন্ধের নোটিস, ক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরের ইন্ডিয়া জুটমিলের কটন বিভাগের ‘ফাইন ইয়ার্ন ইউনিট’-এ সোমবার ‘সাসপেনশন অব ওয়ার্ক’-এর নোটিস ঝোলালেন কর্তৃপক্ষ। এর জেরে ওই ইউনিটের অন্তত ১৬০ জন শ্রমিক সমস্যায় পড়লেন। কর্তৃপক্ষের ওই সিদ্ধান্তের প্রতিবাদে সংশ্লিষ্ট বিভাগের ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। মিল সূত্রের খবর, কিছুদিন আগে ‘ফাইন ইয়ার্ন ইউনিট’-এ আগুন লাগে। তার জেরে সেখানের সব শ্রমিক কাজ পাচ্ছিলেন না। ফলে, মিলছিল না মজুরি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছিল। মিল কর্তৃপক্ষ জানিয়ে ছিলেন, ইউনিটের পোড়া অংশের মেরামতির কাজ সম্পূর্ণ হলে সবাইকে এক সঙ্গে কাজ দেওয়া সম্ভব। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান শ্রমিকদের একাংশ। মিল কর্তৃপক্ষের অবশ্য অভিযোগ, শ্রমিকেরা ‘ধীরে চলো’ নীতিতে কাজ করায় ইউনিটের উৎপাদন ব্যাহত হচ্ছিল।
শ্রমিকেরা অবশ্য তাঁদের আন্দোলন চালিয়েই যাচ্ছিলেন। সোমবার সকালে মিলের গেটে ওই নোটিস দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রমিকেরা। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
|
বরযাত্রীদের মার, লরিচালক খালাসি জখম
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এক লরিচালক ও খালাসিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বরযাত্রীদের বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বালি থানা এলাকায় দু’নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় লরিচালক আপ্পু যাদবকে কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে খালাসি অশোক তিওয়ারিকে। পুলিশি সূত্রের খবর, লরিটি নিবেদিতা সেতুতে উঠছিল। পাশেই আসছিল বরযাত্রীদের বাস। আচমকা লরির পিছনের চাকা ফেটে যাওয়ায় বাসটির সঙ্গে ধাক্কা লাগে। বাসটির সামান্যই ক্ষতি হয়। বাসটি উত্তরপাড়ার মাখলা থেকে জগদ্দলে বিয়েবাড়িতে যাচ্ছিল। পুলিশ জানায়, বাস থেকে কয়েক জন যুবক নেমে লরির চালক ও খালাসিকে টেনে নামিয়ে পেটায়। লরিটিও ভাঙচুর করা হয়। বয়স্ক, মহিলা-শিশুদের কথা ভেবে বাসটিকে তার গন্তব্যে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে বাসটির কাগজপত্র আটক করা হয়েছে।
|
সুরাঙ্গনের ‘বক্তৃতামালা’
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
শ্রীরামপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরাঙ্গন অভিজ্ঞানের ‘বক্তৃতামালা’ অনুষ্ঠান গত ৬ নভেম্বর থেকে আরম্ভ হয়েছে। দু’মাস ধরে সপ্তাহে এক দিন নানা বিষয়ে আলোচনা চলবে। ১৯৯২ সাল থেকে প্রতি বছর এই অনুষ্ঠান চলে আসছে। এ বার প্রথম দিন ‘কটূক্তিতে বিপর্যস্ত যশস্বী জীবন’ শীর্ষক আলোচনা হয়। ১৩ তারিখে আলোচনার বিষয়বস্তু ছিল ‘সার্ধশত বর্ষ, কী পেলাম’। আলোচনার আগে কুমকুম ভট্টাচার্য কর্তৃক সরলাদেবীর ‘শতগানে’র সংখ্যামাত্রিক স্বরলিপি হতে আকারমাত্রিক স্বরলিপিতে রূপান্তরিত ও সম্পাদিত সুবর্ণরেখা সংস্করণ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়। সংগঠকেরা জানান, ১৮ ডিসেম্বর রবীন্দ্রসঙ্গীত সম্মেলন এবং ২৫ ডিসেম্বর রবীন্দ্রচর্চা সম্মেলন হবে।
|
স্কুল ভোটে জয়ী বাম
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
ব্যান্ডেল কেওটা হাইস্কুলের পরিচালন সমিতিতে ক্ষমতা ধরে রাখল বামফ্রন্ট। এখানে রবিবার নির্বাচন হয়। ৬টি আসনের প্রত্যেকটিতেই তৃণমূল প্রার্থীদের হারিয়ে জয়ী হয় বামেরা। অন্য দিকে, শ্রীরামপুর মিশন উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে হেরে গেল বামফ্রন্ট। রবিবার এখানেও নির্বাচন হয়। বাম প্রার্থীদের হারিয়ে ৬টি আসনের প্রত্যেকটিতেই জয়ী হয় কংগ্রেস-তৃণমূল জোট। প্রশাসন সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই স্কুলে ক্ষমতায় রয়েছে সিপিএম।
|
বচসার জেরে যুবক খুন
নিজস্ব সংবাদদাতা • ডোমজুড় |
পিটিয়ে মারা হল এক যুবককে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া কবরপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ গৌস (৩০)। তিনি পেশায় দর্জি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মোবাইল ফোন রাখাকে কেন্দ্র করে গৌসের সঙ্গে কয়েক জনের বচসা বাধে। তারই জেরে কয়েক জন ওই যুবককে ধরে বেধড়ক পেটায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে রবিবার রাতে সেখানেই মারা যান গৌস। পুলিশ জানিয়েছে, তাঁকে পিটিয়ে মারার অভিযোগে ছ’জনের নামে অভিযোগ দায়ের হয়। এক মহিলা-সহ তিন জনকে ধরা হয়েছে। তাঁদের নাম, মইদুল মোল্লা, আমিনা বেগম ও মহম্মদ সেলিম।
|
জয়ী ফ্রেন্ডস ক্লাব
নিজস্ব সংবাদদাতা • বাগনান |
বাগনানের বাকসি প্রগতি সঙ্ঘ ফুটবল মাঠে মৃগেন্দ্র নাথ কোলে এবং বিশ্বনাথ হাজরা স্মৃতি ফরগুড কাপ ফুটবলের ফাইনাল খেলায় জিতল হিজলক ফ্রেন্ডস ক্লাব। তারা বাগনান রত্ন সঙ্ঘকে ১-০ গোলে হারায়। |
|