সংস্কৃতি যেখানে যেমন |
ব্যবসায়ী সমিতির অনুষ্ঠান বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্প্রতি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রা প্রতিযোগিতার আয়োজন করা হয়। যাত্রা প্রতিযোগিতায় প্রথম হয় শাঁড়াপুল যুব যাত্রা সমাজ। দ্বিতীয় স্বরূপনগরের নবদিগন্ত যাত্রা সংস্থা। তৃতীয় স্থান অধিকার করে বারাসতের শিল্পশ্রী যাত্রা সংস্থা। অনুষ্ঠানের দিনগুলিতে কীর্তন, কবিগান পরিবেশিত হয়। এ ছাড়া ছিল আতসবাজি প্রদর্শনী। শেষ দিনে ছিল বিচিত্রানুষ্ঠান হয়।
|
পুরাতন শিল্পী সংস্থার সঙ্গীতানুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
|
—নিজস্ব চিত্র। |
দুঃস্থ শিল্পীদের সাহায্যের জন্য প্রতি বছরের মতো এ বারেও বনগাঁর পুরাতন শিল্পী সংস্থার পক্ষ থেকে সম্প্রতি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। শহরে অস্থায়ী মঞ্চ তৈরি করে শিল্পীরা শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি-সহ পুরনো দিনের গান পরিবেশন করেন। অনুষ্ঠান এ বার ৭৫ বছরে পড়ল।
|
রবীন্দ্র-নজরুল স্মরণে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর স্মৃতি সংস্থার উদ্যোগে সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজি নজরুল ইসলাম স্মরণে অনুষ্ঠান হয়। দুই কবির গান ও কবিতা পরিবেশিত হয়। সংস্থার সভাপতি, সঙ্গীতশিল্পী নারায়ণ বিশ্বাস উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। গিটার-সহ অন্যান্য বাদ্যযন্ত্র বাজান শিল্পীরা।
|
কলেজে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বনগাঁর ন’হাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের উদ্যোগে শুক্র ও রবিবার নানা অনুষ্ঠান হয়। প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে আয়োজিত হয় ‘নবীনবরণ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে নাটক পরিবেশন করেন পড়ুয়ারা। উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ কামালউদ্দিন, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন দত্ত প্রমুখ।
|
অ্যাম্বুল্যান্স
নিজস্ব সংবাদদাতা • হাবরা |
অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করল হাবরা পুরসভা। শনিবার এক অনুষ্ঠানে ওই পরিষেবার সূচনা করেন বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদার। তাঁর সাংসদ তহবিলের টাকায় অ্যাম্বুল্যান্সটি কেনা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরার উপ-পুরপ্রধান তপন সেনগুপ্ত, অশোকনগর-কল্যাণগড়ের পুরপ্রধান সমীর দত্ত এবং কাউন্সিলররা।
|
‘কোথায় কী’ বিভাগে প্রকাশের জন্য অনুষ্ঠানসূচি
পাঠান এই ঠিকানায়
আনন্দবাজার পত্রিকা, জেলা দফতর,
৬, প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা- ৭০০ ০০১। |
|
|