লালকৃষ্ণ আডবাণীর প্রস্তাবকেই বিজেপি তথা এনডিএ-কে চাপে ফেলার অস্ত্র করতে চাইছে কংগ্রেস। কেন্দ্রের ইউপিএ সরকারের ‘দুর্নীতির’ বিরুদ্ধে তাঁর ভারত চেতনা যাত্রার শেষে কালই আডবাণী ঘোষণা করেছেন, সংসদের অধিবেশন শুরু হলে এনডিএ-র সব সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান ও লোকসভার স্পিকারের কাছে হলফনামা পেশ করবেন যে বিদেশের কোনও ব্যাঙ্কে তাঁদের কালো টাকা নেই। কালো টাকা উদ্ধার নিয়ে কেন্দ্র তথা কংগ্রেসকে চাপে ফেলাই ছিল আডবাণীর কৌশল। সেটাকেই ব্যুমেরাংয়ে পরিণত করতে কংগ্রেস মুখপাত্র মণীশ তিওয়ারি আজ বলেন, আডবাণী সাধু প্রস্তাব দিয়েছেন। তবে বিদেশে কালো টাকা নেই বলে যেন থেমে না থাকেন এনডিএ সাংসদরা। বরং হলফনামায় এটাও জানান যে, দেশেও তাঁদের কোনও কালো টাকা নেই।” |
নয়াদিল্লিতে এনডিএর বৈঠকে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে আহ্বায়ক শরদ যাদব (মাঝে)। সোমবার। ছবি: পি টি আই |
কংগ্রেস সূত্রের খবর, এনডিএ সাংসদরা সত্যিই হলফনামা পেশ করতে গেলে ‘দেশেও কালো টাকা নেই’ বলে ঘোষণা করার জন্য সংসদে চাপ সৃষ্টি করবে কংগ্রেস। এনডিএ সাংসদরা রাজি না হলে সেটাকেই প্রচারের হাতিয়ার করবে কংগ্রেস।
সংসদের শীতকালীন অধিবেশন যে কালো টাকা উদ্ধারের প্রশ্নে উত্তপ্ত থাকবে তা আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সম্প্রতি বিদেশের একটি ব্যাঙ্কে ৭০০ জন ভারতীয়ের কালো টাকা রাখা নিয়ে একটি তালিকা কেন্দ্রের হাতে এসেছে। তাতে দুই কংগ্রেস নেতার নাম রয়েছে বলে প্রচার হয়েছে কিছু মহলে। বিজেপি ওই তালিকা প্রকাশের দাবি তুললেও সরকারের বক্তব্য, তাতে আন্তর্জাতিক চুক্তি ভাঙা হবে। তালিকা প্রকাশ করলে কোনও দেশই আর তথ্য দেবে না। আডবাণীরা তবু হলফনামা-অস্ত্রে চাপ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস পাল্টা কৌশল নেওয়ায় বিজেপি কী করে সেটাই দেখার। |