টুকরো খবর
মাইক বাজানো ঘিরে অশান্তি, উত্তপ্ত খুমলুঙ
পিকনিক করতে গিয়ে তীব্র স্বরে মাইক বাজানোর প্রতিবাদ ঘিরে উত্তপ্ত খুমলুঙ। স্থানীয় একটি ছাত্রাবাসের ছাত্রদের কাল বনভোজনে আসা বহিরাগতরা মারধর করে বলে অভিযোগ। সব মিলিয়ে ১৫ জন ছাত্রের আহত হওয়ার খবর মিলেছে পুলিশ সূত্রে। ফুলিরাম রিয়াং নামে এক ছাত্রের আঘাত গুরুতর। সে আগরতলার জি বি হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজও উত্তেজনা ছড়ায় খুমলুঙে। সকালে ছাত্ররা এখানে রাস্তা অবরোধ করে। তারা পার্শ্ববর্তী রাধাপুর থানা ঘেরাও করে রাখে দীর্ঘ সময়। শেষ পর্যন্ত উত্তেজিত ছাত্রদের হটাতে পুলিশ শূন্যে গুলি চালায়। তারপর মৃদু লাঠি চালিয়ে হটিয়ে দেয় ছাত্রদের। ঘেরাওকারীদের হাত থেকে মুক্ত করে থানা। স্থানীয় সূত্রে খবর, নাইক বাজানোর প্রতিবাদ করায় গত কাল মত্তাবস্থায় কয়েক জন যুবক ছাত্রাবাসের ভিতরে ঢুকেই ছাত্রদের পেটায়। ওই দলেএকজন পুলিশ কর্মী ছিল বলেও অভিযোগ। স্থানীয় বাসিন্দারা দাবি করেন, ওই পুলিশ কর্মীও ছাত্রদের উপর লাঠি চালিয়েছে। পশ্চিম জেলার পুলিশ আধিকারিক অনীশ প্রসাদ জানিয়েছন, ঘটনার তদন্ত চলছে।

হাসপাতালে করুণানিধি
মূত্রনালীতে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে ডিএমকে প্রধান করুণানিধিকে। আজ সকালেও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দুর্দশার জন্য জয়ললিতার অপশাসনের সমালোচনা করেন তিনি। বিকেলেই অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল জানায়, মূত্রনালীতে সংক্রমণ ঘটেছে। ডিএমকে সূত্রে জানানো হয়েছে ‘রুটিন চেক-আপ’-এর জন্য ভর্তি হয়েছেন।

গোয়ায় ফিল্মোৎসব সূচনায় শাহরুখ
‘গোটা বিশ্বই প্রকৃতপক্ষে একটি পরিবার’ গোয়ার আন্তর্জাতিক ফিল্মোৎসবের এটাই থিম। বুধবার শুরু হচ্ছে উৎসব। অন্তত আট হাজার প্রতিনিধি থাকছেন। উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে শাহরুখ খান, ঋতুপর্ণা সেনগুপ্তকেও। উৎসবের সূচনা করবেন কিং খান। আর ‘থালি গার্ল’ হিসেবে থাকবেন ঋতুপর্ণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি।

সংঘর্ষে হত জঙ্গি
ঝাড়খণ্ডে গুমলা জেলায় মাঝাটুলির জঙ্গলে আজ ভোরে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছে দলছুট মাওবাদী গেরিলা যোগেন্দ্র ওঁরাও, ওরফে যোগী ভকত (২৮)। যোগেন্দ্রর নেতৃত্বাধীন গেরিলা বাহিনী যোগী-টাইগার নামে পরিচিত ছিল। পুলিশ জানিয়েছে, এক দশক ধরে পরের পর নাশকতা এবং হত্যাকাণ্ড চালিয়েছে যোগী।

উঃ-পূর্বে ভূকম্প
ভূমিকম্পে কেঁপে উঠল অসম-সহ সমগ্র উত্তর-পূর্ব। শিলং মেটেরিওলজিক্যাল সেন্টার জানায়, রিখটার স্কেলে কম্পন মাত্রা ছিল ৫.৯। সকাল ৮টা ৪৭ মিনিটে কম্পনটি হয়। ভূমিকম্পের উৎসস্থল মায়ানমার।

এ বার কামরূপেও আইআইটি
আইআইটির ধাঁচেই অসমে স্থাপিত হতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনলজি (আইআইআইটি)। দিসপুরে এ কথা জানান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এস রামাদুরাই। সরকার ও বেসরকারি যৌথ উদ্যোগে কামরূপ জেলার মির্জায় আইআইআইটি-অসম তৈরি হবে। কেন্দ্র দেশে ২০টি আইআইআইটি গড়ছে। বর্তমানে, দিল্লি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, গাঁধীনগরে রয়েছে আইআইআইটি। গগৈ বলেন, “আন্তর্জাতিক পরিকাঠামোর এই শিক্ষা প্রতিষ্ঠানে শিল্প ও বাণিজ্যভিত্তিক গবেষণা, দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণের উপরে জোর দেওয়া হবে।” আইআইআইটি গড়তে, কেন্দ্র ৫৭.৫ শতাংশ, রাজ্য ৩৫ শতাংশ এবং টাটা, অয়েল ইন্ডিয়া লিমিটেড ও অ্যামট্রন বাকি সাড়ে ৭ শতাংশ ব্যয়ভার বহন করছে। রামাদুরাই জানান, ২০১২ সালের অগস্ট থেকেই, অসমের আইআইআইটিতে পঠনপাঠন শুরু করতে চায় কেন্দ্র। দ্বাদশের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আইআইআইটি তে যোগ দেওয়া যাবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.