|
|
|
|
বোলপুরে আগুন তৃণমূল কার্যালয়ে |
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
তৃণমূলের দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। বোলপুরের কঙ্কালিতলা পঞ্চায়েতের আসড়হরা গ্রামের ঘটনা। অভিযোগ অস্বীকার করে সিপিএমের দাবি, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরেই ওই অগ্নিসংযোগের ঘটনা।
আসড়হরা বাসস্টপ এলাকায় খড়ের চাল ও মাটির দেওয়ালের তৃণমূল কার্যালয়টিতে রবিবার গভীর রাতে আগুন ও ধোঁয়া দেখতে পান স্থানীয় ব্যবসায়ীরা। খবর পেয়ে বোলপুর থেকে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কঙ্কালিতলা অঞ্চল তৃণমূল সভাপতি কাশীনাথ ঘোষের অভিযোগ, “ওই এলাকায় তৃণমূলের সংগঠন বাড়ায় সিপিএম সমর্থন হারানোর আশঙ্কা থেকে আমাদের দালীয় কার্যালয় পুড়িয়ে দিয়েছে। দু’টি সাইকেল, নানা কাগজপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।” স্থানীয় সিপিএম নেতৃত্বের অবশ্য দাবি, বীরভূম জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। আসড়হরা এলাকাতেও তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদের জেরেই ওই ঘটনা ঘটেছে। |
|
ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
অন্য দিকে, একাধিক মামলায় অভিযুক্ত এক তৃণমূল নেতাকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছে বোলপুর আদালত। সরকারি আইনজীবী সুদীপ সরকার বলেন, “আগ্নেয়াস্ত্র নিয়ে খুনের চেষ্টা, মারপিট-সহ একাধিক মামলায় বোলপুরের নাজিবুল শেখকে রবিবার পুলিশ গ্রেফতার করে। এ দিন তাঁর জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে জেল হাজতে রাখার নির্দেশ দেয়।”
পুলিশ সূত্রের খবর, সপ্তাহখানেক আগে বোলপুরের বড়শিমুলিয়ায় ও বাহিরি এলাকায় তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানো ও মারধর করার অভিযোগ দায়ের হয়েছিল নাজিবুল-সহ ৩৫ জনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। দলের জেলা নেতৃত্ব অবশ্য ওই অভিযোগ মানেননি। |
|
|
|
|
|