টুকরো খবর
জমি দেখলেন সিআরপি কর্তা
মানচিত্র দেখছেন প্রশাসনিক কর্তারা।-নিজস্ব চিত্র।
সিআরপিএফ-এর ইউনিট স্থাপন ও জওয়ানদের পরিবারের জন্য আবাসন তৈরি করার জমি পছন্দ করতে রাজনগরে ঘুরে গেলেন এডিজি পি এম নায়ার। সঙ্গে ছিলেন ডিআইজি (সিআরপিএফ) অশোক প্রসাদ, ডিআইজি (র্যাফ) এস এস সিধু, বীরভূম জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা এবং অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিতাভা সেনগুপ্ত-সহ আরও অনেকে। সোমবার সকালে রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের আলিগড় এবং লাউবেড়িয়া সংলগ্ন চৌকিশাল মৌজায় প্রায় ১০০ একর জমির হাল খতিয়ে দেখেন তাঁরা। এডিজি বলেন, “সারা ভারতে সিআরপিএফ-এর প্রচুর জওয়ান ছড়িয়ে আছে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। কিন্তু সমস্ত জওয়ান ও তাঁদের পরিবারের থাকার নিজস্ব জায়গা নেই। বীরভূম জেলা প্রশাসনের তরফে আমাদের কাছে প্রস্তাব পাঠানো হয়েছিল, যে রাজনগরে প্রচুর জমি আছে যেখানে আমরা ইউনিট গড়ে তুলতে পারি। সেই জন্য এসেছিলাম।” জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা বলেন, “তাঁরা যদি এখানে ইউনিট গড়েন তা হলে এলাকার গুরুত্ব বেড়ে যাবে। মাও উপদ্রুত এলাকা বলে চিহ্নিত ঝাড়খণ্ড লাগোয়া রাজনগরে সিআরপিএফ-এর ইউনিট হলে স্বাভাবিক ভাবেই নিরাপত্তা বেড়ে যাবে।”

পঞ্চায়েতে ভাঙচুর, ধৃত
পঞ্চায়েতের কর্মীদের আটকে রাখা, মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুর করার অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে বোলপুর থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতে। আরও এক দল যুবক তাণ্ডব চালিয়ে গা ঢাকা দিয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান তৃণমূলের নিষ্কৃতি কোঁড়া। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেলে রাষ্ট্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পের কাজ চলছিল। অভিযোগ, আচমকা এক দল যুবক পঞ্চায়েতে ঢুকে বেআইনি ভাবে রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ টাকা পঞ্চায়েত নিচ্ছে দাবি করে। প্রধানের ঘরে ঢুকে হেনস্থা করে। কর্মী, উপপ্রধান বাধা দিতে গেলে তারা মারধর করে ভাঙচুর চালায়। প্রধানের দাবি, “সরকারি নির্দেশ অনুযায়ী ৩০ টাকা নেওয়া হয়। উন্মত্ত এক দল যুবক প্রতিবাদ করে পঞ্চায়েতে ভাঙচুর চালায়, মারধর করে। পুলিশ ও বিডিওকে জানিয়েছি।” বোলপুরের বিডিও অমল সাহা বলেন, “পঞ্চায়েতে ভাঙচুর, মারধরের খবর পেয়ে যাই। ওই সময় কিছু যুবক পালাচ্ছিল। এক জনকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

ধানের দর সার্বিক ভাবে প্রয়োগের দাবি
ধান্য ব্যবসায়ীদের স্বীকৃতি দেওয়া, সরকার ধানের যে দর নির্ধারিত করেছে তা সার্বিক ভাবে বাস্তবায়িত করা-সহ ৯ দফা দাবিতে সোমবার সিউড়িতে জেলাশাসক, সভাধিপতি, জেলা খাদ্যনিয়ামককে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ ধান্য ব্যবসায়ী সমিতির বীরভূম জেলা শাখা। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিতাভ সেনগুপ্ত বলেন, “জেলাশাসকের নির্দেশে ধান্য ব্যবসায়ীদের স্মারকলিপি নেওয়া হয়েছে। এ ব্যাপারে জেলাস্তরে তেমন কিছু করার নেই। দাবিগুলি রাজ্য স্তরে পাঠিয়ে দেওয়া হবে।” জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায় বলেন, “এ সব দাবি নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে। দাবিগুলি সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে।” অন্য দিকে, এ দিন সার্বিক ভাবে কুইন্টাল পিছু ১০৮০ টাকা দরে ধান কেনা, চালকল মালিদের কুইন্টাল পিছু ১০-১৫ কেজি ধান বাদ দেওয়ার প্রতিবাদে বোলপুর মহকুমাশাসকের কাছে স্মারকলিপি দিল গণতান্ত্রিক অধিকার সমিতি। বোলপুর মহকুমাশাসক প্রবালকান্তি মাইতি বলেন, “তাদের স্মারকলিপি পেয়েছি। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ডিটোনেটর-সহ গ্রেফতার দুই
ঝাড়খণ্ডের দেওঘর থেকে ডিটোনেটর পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই পাচারকারী। পুলিশ জানায়, ধৃত দু’জনের নাম রেজাউল শেখ। বাড়ি রামপুরহাট থানার আয়াস গ্রামে। অন্য জন নলহাটি থানার হরিওকা গ্রামের রকি শেখ। বীরভূম জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ জানান, রবিবার রাতে রামপুরহাট থানার মুরগাডাঙা এলাকা থেকে তাদের ধরা হয়েছে। উদ্ধার হয়েছে ৮০০ ডিটোনেটর। তদন্ত চলছে।

দেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সোমবার সাঁইথিয়ার সন্ধানী মোড়ের কাছ থেকে দেহটি উদ্ধার হয়েছে। আজ, মঙ্গলবার সিউড়ি সদর হাসপাতালে দেহটি ময়নাতদন্ত হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.