টুকরো খবর
দুর্নীতির অভিযোগে ভণ্ডুল সভা
দুর্নীতির অভিযোগের মুখে পড়ে ভণ্ডুল হয়ে গেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমবায় ভাণ্ডার লিমিটেডের সভা। সোমবার সভায় সম্পাদকের প্রতিবেদন পাঠের পরেই সমবায়ের বিরোধী সদস্যেরা দুর্নীতির অভিযোগ করতে থাকেন। তাঁদের দাবি, সাত দিনের ভিতরে সমস্ত হিসেব তাঁদের বুঝিয়ে দিতে হবে। পেশ করতে হবে অডিট রিপোর্টও। এমনকী দুর্নীতির দায় নিয়ে বর্তমান সম্পাদক শম্ভু চট্টোপাধ্যায়-সহ গোটা বোর্ডকেই পদত্যাগ করতে হবে। সভাপতি অপূর্বরতন ঘোষ বলেন, “বিরোধীরা যে দাবি পেশ করেছেন, সে সম্পর্কে আমি কিছু বলব না। বর্তমান বোর্ডের বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়ার তা সদস্যদেরই নিতে হবে।” বিশ্ববিদ্যালয়ের বিরোধী কর্মচারী সমিতির সম্পাদক সীতারাম মুখোপাধ্যায়ের অভিযোগ, “দীর্ঘ ৩৪ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের পুকুরের মাছ চাষ থেকে কী আয় হয়, তার কোনও হিসাব নেই। টেন্ডার না ডেকে মূল্যবান গাছ বিক্রি করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পুরনো কড়ি-বর্গাও বিক্রি হয়েছে সমবায়ের মাধ্যমে। সেই টাকারও কোনও হদিস নেই।” তেল পাচারের অভিযোগও তোলেন তাঁরা। সম্পাদক শম্ভুবাবুর দাবি, “সমস্ত হিসাবপত্র ঠিক আছে। বিরোধীরা তা এত দিন চাননি বলে জানতে পারেননি। প্রতি বছরই হিসাব সংক্রান্ত প্রতিবেদন পেশ করা হয়। আমরা ওঁদের কথায় পদত্যাগও করব না। বিরোধীদের দাবির কথা এ আর সি এস-কে জানাব।”

চাষির মৃত্যু নিয়ে মন্তব্য, দুঃখপ্রকাশ করলেন খাদ্যমন্ত্রী
ভাতারের কালিটিকুরি গ্রামে আত্মঘাতী চাষি সফর আলির বাড়িতে কোনও পুরনো ধান মজুত ছিল না এবং সম্প্রতি কোনও সরকারি কেন্দ্রে তাঁরা ধান বিক্রির চেষ্টাও করেননি বলে মত প্রশাসনের। রবিবারই মৃতের বাড়িতে ঘুরে এসে ভাতারের বিডিও বর্ধমান (উত্তর) মহকুমাশাসককে এই রিপোর্ট দিয়েছিলেন। সে ব্যাপারে সহমত পোষণ করেও সোমবার রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেন, তাঁর মন্তব্য হিসেবে কিছু সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ‘নিতান্তই ভুল বোঝাবুঝির ফল’। শনিবার মন্ত্রী জানিয়েছিলেন, মদ খেয়ে মায়ের সঙ্গে ঝামেলার জেরেই সফর আত্মহত্যা করেন বলে তিনি শুনেছেন। ‘ভুল বার্তা’র জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

নেতার স্মরণে সভা বড়নীলপুরে
নিহত কংগ্রেস নেতার মৃত্যু দিবসে বর্ধমানের বড়নীলপুরে সভা করল কংগ্রেস ও তৃণমূল। সোমবার ছিল ১৯৭১ সালে নিহত স্থানীয় কংগ্রেস নেতা নিবাস দাসের ৪০তম মৃত্যুদিন। জেলা কংগ্রেস নেতা কাশীনাথ গঙ্গোপাধ্যায়ের দাবি, “নিবাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে সিপিএমের দুষ্কৃতীরা। এই ঘটনায় জড়িতদের সাজা হয়নি। আমরা চাই এই ঘটনার নতুন করে তদন্ত হোক।” অন্য দিকে, বড়লীলপুরে গত কয়েক দিন ধরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। উপস্থিত কংগ্রেস নেতারা শান্তি বজায় রাখার আবেদন জানান। সভাপতিত্ব করেন কংগ্রেসের গণেশ দাস। উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতা তথা শহর তৃণমূলের কার্যকরী সভাপতি পরিতোষ চক্রবর্তী প্রমুখ।

ধারালো অস্ত্রে যুবক জখম পূর্বস্থলীতে
ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন এক যুবক। পুলিশ জানিয়েছে, আহত যুবকের নাম সন্টু ঘোষ। সোমবার সকালে পূর্বস্থলী স্টেশন চত্বরে রক্তাক্ত অবস্থায় ছোটাছুটি করতে দেখেন যাত্রীরা। প্রথমে তাঁকে পূর্বস্থলী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে এ দিন দুপুরে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার নান্দাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা ওই যুবকের একটি গয়নার দোকান রয়েছে। পূর্বস্থলী থানা সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

সিপিএমের জোনাল সম্মেলন কালনায়
সিপিএমের কালনা জোনাল কমিটির সম্মেলন হল রবিবার শহরের পুরশ্রী মঞ্চে। এক জন আমন্ত্রিত সদস্য-সহ মোট ১৯ জনকে নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। কমিটি থেকে বাদ পড়েছেন সন্ধ্যা রায়, সাধন কর্মকার ও উৎপলা গোস্বামী। কমিটিতে নতুন মুখ চারটি। তাঁরা হলেন শ্যামল পাল, অঞ্জলি মণ্ডল, মহম্মদ শাহ ও অজিত পাল। তবে জোনাল সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন করুণা ভট্টাচার্য। উল্লেখ্য, উৎপলাদেবীকে মূল কমিটি থেকে বাদ দেওয়া হলেও তাঁকে আমন্ত্রিত সদস্য হিসেবে কমিটিতে রাখা হয়েছে।

পথ দুর্ঘটনায় মৃত ২
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই যুবকের। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শক্তিগড়ের কাছে আমড়াতে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শঙ্কর পাল (২৫) ও সুশীল পাল (৩০)। বাড়ি উত্তর ২৪ পরগনার বারাসাত নবপল্লিতে। মোটরবাইকে চেপে রাস্তা পার হওয়ার সময়ে বর্ধমানমুখী একটি তেলের ট্যাঙ্কার তাঁদের ধাক্কা মারে। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁদের মৃত্যু হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.