কাজ সেরে সাইকেলে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক এনভিএফ কর্মী। রবিবার রাতে ঘটনাটি ঘটে পাণ্ডুয়ার নিয়াল মোড়ের কাছে। কানাই অধিকারী নামে হুগলি জেলা পুলিশের ওই এনভিএফ কর্মীর বাড়ি ঘটনাস্থলের কাছেই। চার দুষ্কৃতী পথ আটকে তাঁর কাছ থেকে টাকা, ঘড়ি এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তার পরে তাঁর হাত পিছমোড়া করে বেঁধে, গলায় ছুরি চালিয়ে চম্পট দেয়। সারা রাত তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। সোমবার প্রাতর্ভ্রমণকারীরা তাঁকে ওই অবস্থায় দেখে বাড়ির লোকজনকে খবর দেন। কানাইবাবুকে প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে স্থানান্তরিত করানো হয় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। |
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানাইবাবু এনভিএফ অ্যাসোসিয়েশনের হুগলি জেলা সম্পাদক। প্রতিদিন কাজ সেরে ট্রেন ধরে তিনি পাণ্ডুয়ায় নামেন। স্টেশন থেকে সাইকেলে বাড়ি ফেরেন। রবিবার রাত ১০টা নাগাদ তিনি যথারীতি পাণ্ডুয়া-জামনা রোড ধরে ফিরছিলেন। রাস্তার পাশেই ডিভিসি খাল। নিয়াল মোড়ের কাছে হামলার পরে দুষ্কৃতীরা তাঁকে ওই খালের ধারে ফেলে দেয়। তবে সাইকেলটি নেয়নি। তিনি না ফেরায় বাড়ির লোকজন খোঁজ শুরু করেন। সকালে তাঁর সন্ধান মেলে। কানাইবাবুর ভাইপো বিশ্বজিৎ এ ব্যাপারে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কানাইবাবুর গলার ক্ষত গভীর। ৬টি সেলাই হয়েছে। কানাইবাবু বলেন, “জায়গাটা অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকেই চিনতে পারিনি। ওদের পরনে লুঙ্গি ছিল। মুখ গামছায় ঢাকা ছিল। বাধা দিতে যেতেই হামলা চালাল। তার পরে আর কিছু জানি না।” পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। |