হাসপাতাল থেকে নিখোঁজ বৃদ্ধা |
মহকুমা হাসপাতাল নিখোঁজ হয়েছেন এক বৃদ্ধা। তাঁর বাড়ির লোকজন সোমবার সকালে হাসপাতালে গিয়ে এই খবর জানতে পারেন। পরিবারের তরফে হাসপাতাল সুপার ও আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। হাসপাতাল সুপার নিখিল দাস জানান, বিভাগীয় তদন্ত করা হবে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধার নাম কনকলতা চট্টোপাধ্যায়। তাঁর বয়স আনুমানিক ৭৯ বছর। বারাবনির গৌরান্ডি বাজার এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার মেজো ছেলে শিবদাস চট্টোপাধ্যায় সোমবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, এ দিন সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁরা হাসপাতালে গিয়ে ব্যক্তিগত অনুব্রতীর কাছ থেকে জানতে পারেন, কনকলতাদেবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পরেই পরিবারের তরফে হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হয়। সুপার নিখিল দাস জানিয়েছেন, ওই বৃদ্ধা ১৯ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। তাঁকে ২১ নম্বর বেড দেওয়া হয়েছিল। কী ভাবে এই নিখোঁজের ঘটনা ঘটল তা তিনি বিভাগীয় তদন্ত করে দেখবেন।
|
ভূগর্ভে জল ঢোকায় ২৩ অগস্ট থেকে কাজ বন্ধ ছিল জামুড়িয়ার নর্থ সিহারশোল কোলিয়ারিতে। সপ্তাহখানেক আগে আংশিক কাজ শুরু হয়েছে। এরই মধ্যে শনিবার কর্তৃপক্ষ ২১৭ জন শ্রমিককে অন্যত্র স্থানান্তরিত করার নিদের্শ জারি করেন। সোমবার সকাল থেকে কোলিয়ারির এজেন্ট ওমপ্রকাশ যাদব ও ম্যানেজার ডি কে শর্মাকে বিকেল পর্যন্ত আটকে রেখে সিটু, আইএনটিইউসি, আইএনটিটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখাল শ্রমিকেরা। তাদের দাবি, অবিলম্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প লাগিয়ে ভূগর্ভ জল তুলে ফেলে ফের কাজ শুরু করতে হবে। কাউকে স্থানান্তরিত করা যাবে না। এ দিন বিকেলে কর্তৃপক্ষ ওই নির্দেশ প্রত্যাহার করে নেন ও কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন।
|
বাড়ি থেকে টাকা, গয়না ও অন্যান্য সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ফরিদপুর (লাউদোহা) থানার ইছাপুরের কমলাপার্কে ঘটনাটি ঘটে। বাড়ির মালিক স্বপন স্বর্ণকারের অভিযোগ, দুষ্কৃতীদের বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
নিয়ন্ত্রণ হারিয়ে সোমবার দুপুরে একটি বাস রানিগঞ্জের পাঞ্জাবি মোড়ে জাতীয় সড়কের ডিভাইডারে উঠে পড়লে বাসের চার যাত্রী জখম হন। বাসটি আসানসোল থেকে গৌরবাজার যাচ্ছিল। হঠাৎ সামনে একটি লরি চলে আসায় সেটি নিয়ন্ত্রণ হারায়।
|
অসুস্থতার কারণ দেখিয়ে দু’দিন অনুপস্থিত থাকার পরে কাজে যোগ দিতে গেলে এক সিনিয়র ওভারম্যানকে কাজে যোগ দিতে দেননি কতৃপক্ষ। এই অভিযোগে শুক্রবার থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন কুনস্তরিয়ার পরাশিয়া কোলিয়ারির ওভারম্যানরা। ছুটির দিনে কাজ করানো নিয়ে পক্ষপাতের অভিযোগও করেন তাঁরা। সোমবার এরিয়ার এজিএমের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। |