প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর ৯৫তম জন্মদিন উপলক্ষে দেবশালা অঞ্চল তৃণমূল একটি এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়। দেবশালার আপনজন মাঠে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নারায়ণপুর কালী সঙ্ঘ। তারা ফাইনালে বীরভানপুর বিধান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে দেয়। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী মদন মিত্র, তৃণমূল নেতা দেবদাস বক্সি। আউশগ্রামের জঙ্গলমহলে এমন একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করার জন্য উদ্যোক্তাদের প্রশংসা করেন ক্রীড়ামন্ত্রী। উদ্যোক্তাদের পক্ষে রাজকুমার বক্সি জানান, প্রতিযোগিতায় মোট ৪টি দল যোগ দিয়েছিল।
|
পানুড়িয়া পঞ্চায়েত আয়োজিত আন্তঃগ্রামীণ ফুটবলে জয়ী হল জামগ্রাম সিসি। গৌরাণ্ডি মাঠে তারা শ্যামাপুর বুলেট ক্লাবকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজিত দলের সুনীল হাসদা।
|
আন্তঃ অ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতা চলছে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। |
সারা ভারত আমন্ত্রণী আন্তঃঅ্যাকাডেমি ফুটবল প্রতিযোগিতার সোমবারের প্রথম খেলায় টাটা ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হারায় সম্বলপুর ফুটবল অ্যাকাডেমিকে। দ্বিতীয় খেলায় মোহনবাগান সেল ফুটবল অ্যাকাডেমি ২-০ গোলে হারায় এসইএসএ গোয়া ফুটবল অ্যাকাডেমিকে।
|
চিত্তরঞ্জন জোনাল স্পোর্টস আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল ক্রিসেন্ড ক্লাব। চিত্তরঞ্জন ওভাল মাঠে তারা সিধো-কানহু ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়।
|
গোপালপুর ২ নম্বর চক্রের প্রাথমিক স্কুলগুলির পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বৃন্দাবনপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক কল্যাণীপ্রসাদ চট্টোপাধ্যায় জানান, এ বার প্রতিযোগিতার ৩১ম বর্ষ।
|
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
নেতাজি-সুকান্ত ক্লাব আয়োজিত ফুটবল প্রতিযোগিতার সোমবারের খেলায় জয়ী হল বেলডাঙা বীণাপাণি ক্লাব। তারা ২-১ গোলে মণিডাঙা আদিবাসী ক্লাবকে হারায়। |