ফ্রন্টে ফাটল সমালোচনা প্রতিবেদনে
কোচবিহারে সিপিএমের লোকাল কমিটির সম্মেলনে শরিক ফরওয়ার্ড ব্লকের সমালোচনা চলছেই। বৃহস্পতিবার শেষ হওয়া দিনহাটার নিগমনগর লোকাল কমিটির সম্মেলনেও শরিক দলের কর্মীরা সিপিএম নেতৃত্বের তোপের মুখে পড়েন। নিগমনগর হাইস্কুলে অনুষ্ঠিত সম্মেলনে সম্পাদকীয় প্রতিবেদনে বিধানসভা নির্বাচনের ফলের প্রসঙ্গ টেনে কোচবিহার জেলায় সিপিএম কোনও না জেতায় ফরওয়ার্ড ব্লক কর্মীরা সীমাহীন উল্লাসেও মাতেন বলেও অভিযোগ তোলা হয়েছে। সম্প্রতি দলের ভেটাগুড়ি লোকাল সম্মেলনের প্রতিবেদনে আগামী পঞ্চায়েত নির্বাচনে দিনহাটায় কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে ফরওয়ার্ড ব্লক কর্মীরা হাত মেলাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করে কর্মীদের সতর্ক করে দেয় সিপিএম।
এই পরিস্থিতিতে দিনহাটায় দুই শরিক দলের নেতাদের চাপান উতোর বাড়ছেই। নিগমনগর লোকাল কমিটির প্রতিবেদনে অভিযোগ করে বলা হয়েছে, দলের প্রার্থীরা কেউ বিধানসভায় না জেতায় ফরওয়ার্ড কর্মীরা উল্লাসে মাতেন। সিপিএমের দিনহাটা জোনাল কমিটির সম্পাদক তারাপদ বর্মন বলেন, “বিধানসভা ভোটে জেলায় দলের প্রার্থী না জিততে পারায় কোচবিহার জুড়ে ফরওয়ার্ড ব্লক কর্মীরা উল্লাসে মেতেছেন এমন বক্তব্য প্রতিবেদনে নেই। স্থানীয় স্তরে একাংশ ফরওয়ার্ড কর্মীর উল্লাস নেতৃত্বের নজরে পড়ে, সেই জন্য বিষয়টি উঠে এসেছে।” ফরওয়ার্ড ব্লকের দিনহাটা (পূর্ব) জোনাল সম্পাদকমণ্ডলীর সদস্য সুব্রত নাহা বলেন, “স্থানীয় স্তরে এমন নজির নেই। সম্মেলনে নিজেদের মূল্যায়নের বদলে শরিকদের নিয়ে এমন মন্তব্য আখেরে বামঐক্যের ক্ষতি করবে।”
দলের লোকাল সম্মেলনগুলিতে সমালোচনায় ক্ষুব্ধ ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা নেতৃত্ব। জেলা সম্পাদক উদয়ন গুহ বলেন, “আমাদের কর্মীরা বিধানসভাতে সার্বিক বাম ঐক্য মেনে কাজ করেছেন। কোনও শরিক দলের প্রার্থীদের হারানোর অভিযোগ কেউ তুলতে পারেনি। উল্লসিত হওয়ার ব্যাপার নেই। এক শরিক আরেক শরিককে হারালে উল্লাস হতে পারে। আমরা এই ধরনের উল্লাস এর আগে দেখেছি।” একই সঙ্গে উদয়নবাবুর বক্তব্য, “আত্মসমালোচনা মানে শুধু ফরওয়ার্ড ব্লকের সমালোচনা নয়। যা যা প্রাপ্য সম্মান তা সঠিকভাবে না মেটানো হলে ঐক্যে সমস্যা হবেই।” সব মিলিয়ে দলের জেলা নেতৃত্বের অস্বস্তি আরও বাড়িয়েছে। জেলা কমিটির এক নেতা বলেন, “সম্মেলনে নানা মতামত, বক্তব্য উঠে আসতেই পারে। তা দলের বক্তব্য তা ভাবাটা ঠিক নয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.