টুকরো খবর
আমন্ত্রণপত্র ঘিরে বিতর্ক
স্কুলের আমন্ত্রণপত্রে সিপিএম নেতা অশোক ভট্টাচার্যকে এখন কেন পুরমন্ত্রী হিসাবে তুলে ধরা হচ্ছে তার তদন্তের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন শিলিগুড়ির বাসিন্দা নির্ণয় রায়। গত সেপ্টেম্বরে স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির বরদাকান্ত হাই স্কুলের একটি বিতর্ক সভার আমন্ত্রণ পত্রে অশোক ভট্টাচার্যকে পুরমন্ত্রী হিসাবে উল্লেখ করা হয় বলে অভিযোগ। গত বিধানসভা নির্বাচনে অশোক ভট্টাচার্য পরাজিত হওয়ার পরেও কী করে আমন্ত্রণ পত্রে তাঁকে পুরমন্ত্রী হিসাবে উল্লেখ করা হচ্ছে সেই প্রশ্ন তুলে সরব হয় বিভিন্ন মহল। এই ব্যাপারে নির্ণয়বাবু ইতিমধ্যেই শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করার পরে ভারতীয় দণ্ডবিধির ১৭০ ধারায় শিলিগুড়ি আদালতে মামলা চলছে। ওই মামলার জেরে বরদাকান্ত হাই স্কুলের প্রধান শিক্ষক তমাল চন্দকে আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হয়। বৃহস্পতিবারও ওই মামলার শুনানি হয়। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ৩ এপ্রিল। সেদিন পুলিশকে মামলার অগ্রগতি সম্পর্কেও রিপোর্ট দিতে বলা হয়েছে। নির্ণয়বাবুর বক্তব্য, “পুলিশ নিজেদের মতো করে তদন্ত করুক। কিন্তু যাঁরা অশোক ভট্টাচার্যকে এখনও পুরমন্ত্রী হিসাবে প্রচার করছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই জন্যই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ঘটনার তদন্তের জন্য আবেদন জানিয়েছি।” তমালবাবুর আইনজীবী অখিল বিশ্বাসের বক্তব্য, “যখন স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের কমিটি গঠন করে প্যাড ছাপানো হয় তখন অশোকবাবু পুরমন্ত্রী ছিলেন। বিতর্ক সভার আমন্ত্রণের জন্য ওই প্যাড ব্যবহার করা হলেও সেখানে পুরমন্ত্রী শব্দটির আগে প্রাক্তন শব্দটি লেখা হয়েছিল। কয়েকটি আমন্ত্রণপত্রে ভুলবশত তা বাদ যেতে পারে। কিন্তু এর পিছনে অসৎ উদ্দেশ্য ছিল না।” তমালবাবু অভিযোগ করেন, ‘‘একটি বা দুটি আমন্ত্রণ পত্রে এমন ভুল হয়ে থাকতে পারে। কিন্তু উদ্দেশ্য অসৎ ছিল না। তার পরেও উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমায় হেয় করার চেষ্টা হচ্ছে।”

পাচার রুখতে প্রচার
নেপাল থেকে চোরাপথে ভারতে রসুন ঢোকা বন্ধ করতে প্রচারে নেমেছে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি। বৃহস্পতিবার ওই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “চিন দেশের ওই রসুন স্বাস্থ্যের ক্ষতি করে। তবুও কিছু লোক বাড়তি লাভের জন্য নেপাল হয়ে চোরাপথে ভারতে তা আনছেন। এটা বন্ধ করতে ইতিমধ্যেই এলাকায় প্রচারে নামা হয়েছে। বাসিন্দাদের বলা হয়েছে, চোরাপথে রসুন আনার চেষ্টা হলেও তা আটকে দিয়ে পুলিশ এবং শুল্ক দফতরের কর্মীদের খবর দেওয়া জন্য।” গত মঙ্গলবার রাতে শুল্ক দফতরের বিধাননগর ইউনিটের কর্মীরা ঘোষপুকুরে একটি ট্রাক আটক করে ১৩ হাজার ৩০০ কেজি রসুন আটক করে। গ্রেফতার হয় ট্রাকের চালক সনাতন মণ্ডল এবং খালাসি উজ্বল দাস। তদন্তে শুল্ক দফতরের কর্মীরা ট্রাকের নম্বর প্লেটেও গরমিল ধরে ফেলেন। ট্রাকটি একই সঙ্গে যে দুটি নম্বর প্লেট ব্যবহার করছে তা হাতেনাতে ধরা হয়। বুধবার ধৃতদের শিলিগুড়ি আদালতে হাজির করা হলে বিচারক সুপ্রিয়া খান জেল হেফাজতে পাঠান। শুল্ক দফতরের আইনজীবী রতন বণিক বলেন, “কেন্দ্রীয় কৃষি দফতর থেকে ২০০৭ সালে ওই রসুন স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছে। তার পরেও কারা সেগুলি এ দেশে বিক্রির চেষ্টা করছিলেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।”

পঞ্চায়েতের প্রস্তুতি

আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঘর গোছাচ্ছে রাজগঞ্জ ব্লক কংগ্রেস। ১৫ নভেম্বর এই নিয়ে দলের তরফে রাজগঞ্জে একটি সভা হয়। হাজির ছিলেন দলের অবজারভার জেলা নেতা সুভাষ বক্সি ও ব্লক কার্যকরী কমিটির অন্যতম নেতা অজিত রায়। দলের ব্লক কমিটির সভাপতি দেবব্রত নাগ জানান, দলকে ঢেলে সাজতে দলে এবার নতুন মুখ আনা হবে। নতুন তরুণ প্রজন্মের নেতৃত্বকে সামনে তুলে ধরা হবে।

চেক বিলি
ইন্দিরা আবাসন ঘরের চেক বিলি করা হল ফাঁসিদেওয়াতে। বৃহস্পতিবার ফাঁসিদেওয়া ব্লক অফিসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ওই চেক বিলি করা হয়। ব্লক প্রশাসন সূত্রের খবর, এ দিন ফাঁসিদেওয়ার ৬ টি পঞ্চায়েত এলাকার ১২৯ জন উপভোক্তার মধ্যে তা বিলি করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন শিলিগুড়ি মহকুমার অতিরিক্ত নির্বাহী আধিকারিক সুবলচন্দ্র রায়, ফাঁসিদেওয়ার বিডিও বাদশা ঘোষাল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল প্রমুখ। অন্যদিকে মঙ্গলবার ফাঁসিদেওয়া হাসপাতালে একটি অতিরিক্ত ভবনের উদ্বোধন করা হয়।

গোখাদ্য বিলি
বিধায়ক শঙ্কর মালাকারের উপস্থিতিতে বাগডোগরার ভুজিয়াপানি এলাকায় গোখাদ্য ও মুরগির খাবার বিলি করল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতি। বাগডোগরার ওই গ্রামে প্রচুর দুঃস্থ মানুষ বাস করেন। অনেকেই গোপালন কিংবা মুরগি পালন করে সংসার চালান। পঞ্চায়েত সমিতির প্রাণি সম্পদ দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার তাঁদেরই হাতে গোখাদ্য ও মুরগির খাবার তুলে দেওয়া হয়।

অবরোধ
প্রস্তাবিত বালিকা বিদ্যালয়ের কাজ দ্রুত শুরু করার দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখলেন বাসিন্দারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে আলিপুর দুয়ার ২ ব্লকের সলসলাবাড়িতে। ওই ঘটনায় অসুবিধেয় পড়েন যাত্রীরা। ঘটনাস্থলে যান বিডিও সৌমেন মাইতি। তিনি সাত দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিডিও বলেন, “বালিকা বিদ্যালয় স্থাপন নিয়ে সলসলাবাড়ি এবং দক্ষিণ সলসলাবাড়ির মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। বিষয়টি আলোচনায় মিটিয়ে নেওয়া হবে।”

চালু মিড-ডে
বৃহস্পতিবার শিলিগুড়ির নেতাজি গার্লস হাই স্কুলে চালু হল মিড ডে মিল। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ৮০০ ছাত্রী এখন থেকে দুপুরে খাবার পাবে। পরিচালন সমিতির সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় এবং প্রধান শিক্ষিকা সুকৃতী দাস জানান, পরিকাঠামো নেই, তবুও ছাত্রীদের জন্যই এই ব্যবস্থা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.