মেলার মাঠে ছাতার ভিড়। বৃহস্পতিবার সকালে স্কুল-কলেজের পড়ুয়ারা তো বটেই, প্রত্যন্ত গ্রামের বহু মানুষও রাসমেলায় ভিড় জমান। বৃষ্টির মধ্যে তাদের সকলের মাথায় ছিল রঙ-বেরঙের ছাতা।
রাসমেলার এও এক অচেনা ছবি।
|
মাত্র ১০ টাকায় স্পাইডারম্যানকে ঘরে নিয়ে যেতে পারেন আপনিও। মেলা চত্বরে প্লাস্টিকের তৈরি ওই স্পাইডারম্যান দেদার বিকোচ্ছে। আলমারি, আয়নার মতো মসৃণ কিছুতে স্পাইডারম্যানকে রাখলেই হাত-পা ছুড়ে দিব্যি নেমে যাচ্ছে সে।
|
রাসমেলা চত্বরের বাজারে সোনালি বোয়াল মাছের দেখা নেই। ফলে ভোজন রসিক দর্শনার্থীদের অনেকেরই মুখ ভার। তাঁদের কয়েকজনের কথায়, ফি বছর রাসমেলার মাছ বাজারে তোর্সার প্রচুর বোয়াল মাছের আমদানি হয়। সোনালি রঙের ছাপ থাকায় বাসিন্দাদের কাছে স্থানীয় নদী থেকে তুলে আনা মাছ সোনালি বোয়াল নামে পরিচিত। সকালে তো বটেই, রাতে মেলা দেখে ফেরার পথে অনেকেই তা খুঁজছেন। বিক্রেতারা জানাচ্ছেন, গত বছরের তুলনায় মেলা এগিয়েছে। নদীতে সোনালি বোয়াল পেতে সমস্যা হচ্ছে।
|