নিয়মিত নির্বাচন হচ্ছে না, হিসাব পেশ করা হচ্ছে না, কথা দিয়েও হিসাব পেশ করার সময় সম্পাদক গরহাজির থাকছেনএমন নানা অভিযোগ তুলে হুড়া ব্লকের ফুফুন্দি কৃষি সমবায় সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল তৃণমূল। বুধবারের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফুফুন্দি গ্রামের এই কৃষি সমবায় সমিতিটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত। ফুফুন্দি, চাকলতা, ভাগাবাঁধ-সহ আশপাশের গ্রামগুলিতে কমবেশি সাড়ে এগারোশো সদস্য রয়েছেন এই সমিতির। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই কৃষি সমবায়ের নির্বাচন নিয়মিত হচ্ছে না। হুড়া ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বনাথ পৈতণ্ডির অভিযোগ, “সদস্যেরা হিসাব পেশের দাবি তুললে নানা অছিলায় তা এড়িয়ে যাওয়া হচ্ছে। সদস্য কৃষকদের কৃষিঋণ দান নিয়েও বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এ সবের কারণ জানতে ও সমিতির হিসাব পেশের দাবি তুলে আমরা গত ৮ নভেম্বর সমবায়ের সম্পাদক নীলকমল হেমব্রমকে স্মারকলিপি দিই। ১৬ তারিখ সমস্ত হিসাবপত্র পেশ করবেন বলে তিনি জানিয়েছিলেন।” |
সেই মতো বিশ্বনাথবাবুরা বুধবার সমিতির কার্যালয়ে গেলেও সম্পাদকের দেখা পাননি। বিশ্বনাথবাবু জানান, তাঁরা গিয়ে শোনেন সম্পাদক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তখন তাঁরা বিডিও-কে সমস্ত ঘটনা জানিয়ে সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। দলের কর্মীরা জানিয়েছেন, চাবি পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে, যাতে কোনও ভাবেই হিসাবপত্রে ‘কারচুপি’ করার সুযোগ না থাকে। বিশ্বনাথবাবুর বক্তব্য, “সম্পাদক যে দিন হিসাব পেশ করবেন, তালাও সে দিনই খোলা হবে।” ফুফুন্দি কৃষি সমবায় সমিতির ম্যানেজার দয়াময় মণ্ডল বলেন, “বুধবার সকালে হঠাৎ সম্পাদক আমার বাড়িতে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। কারণ কিছু জানাননি।” এখন সমিতির প্রধান দরজায় দু’টি তালা ঝুলছে। দয়াময়বাবুর কথায়, “বর্তমানে কার্যালয় অচল।” সমিতির সম্পাদক তথা হুড়া পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য নীলকমলবাবুর দাবি, “৮ তারিখ স্মারকলিপি জমা দেওয়ার সময় বিশ্বনাথবাবুরা যে রকম আচরণ করেছিলেন, তাতে শঙ্কিত হয়েই আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।” তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে তাঁর দাবি, হিসাবপত্র সব ঠিক আছে। পরীক্ষা করলেই তা বোঝা যাবে। হুড়ার বিডিও বিশ্বনাথ রক্ষিত বলেন, “আমি ঘটনার কথা শুনেছি। এক সপ্তাহের মধ্যে ওই কৃষি সমবায় সমিতি খুলে হিসাবপত্রের বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সম্পাদককে।” পুলিশ জানিয়েছে, বিবিও-র নির্দেশ মোতাবেক তারা পদক্ষেপ করবে। বিশ্বনাথবাবু বলেছেন, “আমরা সমিতি পরিচালনায় স্বচ্ছতা চাই। সে জন্যই তো চাবি পুলিশের কাছে জমা দিয়েছি।” |