টুকরো খবর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারাল বাস, নৈহাটিতে জখম ৫
বেহাল রাস্তায় দ্রুতগতিতে চালানোর সময়ে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল দুই পথচারীকে। বাসের ঝাঁকুনিতে জখম হন তিন যাত্রীও। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে নৈহাটির গরিফার কাছে ঘোষপাড়া রোডে। ক্ষুব্ধ জনতা ধাওয়া করে বাসটিকে ধরে ফেলে। মারধর করা হয় চালককে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। আহত পথচারীদের নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে এবং চালক ও তিন যাত্রীকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বেহাল ঘোষপাড়া রোড। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ ৮৫ নম্বর রুটের একটি বেসরকারি বাস ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া যাচ্ছিল। গরিফার কাছে চাকা গর্তে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারায়। তার পরেই ওই দুর্ঘটনা। রাস্তাটি সঙ্কীর্ণ এবং ঘনবসতিপূর্ণ। স্থানীয় লোকজনের অভিযোগ, এই রুটের বাসগুলি প্রতিদিন বেপরোয়া গতিতে যাতায়াত করে। এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। কিন্তু সচেতন হননি বাস-চালকেরা। পুলিশ বাসটি আটক করেছে। ওই রাস্তায় শীঘ্রই যান নিয়ন্ত্রণ শুরু হবে বলে পুলিশ জানিয়েছে। নৈহাটির পুরপ্রধান ধীলন সরকার বলেন, “গুরুত্বপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের জন্য পূর্ত দফতরকে জানিয়েছি।”

প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির কুলপিতে
দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পরিচালনায় বৃহস্পতিবার এক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এসেছিলেন ১৪টি গ্রাম পঞ্চায়েতের প্রতিবন্ধীরা। কুলপি পঞ্চায়েত সমিতির সহযোগিতায় শিবিরে ২৩০ জন প্রতিবন্ধীকে শনাক্ত করা হয়। সমাজ কল্যাণ দফতরের আধিকারিক নির্ঝর মণ্ডল বলেন, “৫০ জন প্রতিবন্ধীকে শংসাপত্র দেওয়া হয়েছে। বাকিদের পরে দেওয়া হবে।” তিনি আরও জানান, বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রতিবন্ধী শংসাপত্র সংগ্রহ করার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় প্রতিবন্ধীদের। সেই কারণেই শিবিরের আয়োজন।

বোমায় জখম শিশু ও তরুণী
বল ভেবে খেলতে গিয়ে একটি বোমা ফেটে যাওয়ায় জখম হল বছর ছয়েকের একটি শিশু। তার সঙ্গে থাকা এক তরুণীও জখম হন। বৃহস্পতিবার বিকালে দুর্ঘটনাটি ঘটে জগদ্দলের সুকান্ত পল্লিতে। ওই এলাকারই বাসিন্দা, বিপ্রদীপ দাস নামে ওই শিশু এবং মৌ দাস নামে ওই তরুণীকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুতোয় মোড়া বোমাটি রাস্তার ধারে পড়েছিল। কৌতূহলে বিপ্রদীপ বোমাটি হাতে তুলে নিয় দেখার সময় আচমকাই সেটি মাটিতে পড়ে এবং ফেটে যায়। সেই সময় বিপ্রদীপের সঙ্গে ছিলেন মৌ। বোমায় বিপ্রদীপ হাত-পায়ে চোট পায়। মৌয়ের পায়ে ও চোট লাগে। পুলিশের অনুমান, দুষ্কৃতীরাই বোমাটি ফেলে গিয়েছিল।

পিএফ চেয়ে বিক্ষোভ চটকলকর্মীদের
বকেয়া পেনশন এবং পিএফের দাবিতে বৃহস্পতিবার দুপুরে টিটাগড়ে প্রভিডেন্ট ফান্ড অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গৌরীপুর ও নদিয়া চটকলের শ্রমিকেরা। বেঙ্গল চটকল মজদুর ফোরাম, এআইসিসিটিইউ এবং গৌরীপুর মজদুর বাঁচাও মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ দেখান বন্ধ দু’টি চটকলের প্রায় ৩০০ শ্রমিক। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন পেনশন, পিএফের দাবি জানিয়েও কোনও সুরাহা হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.