দীর্ঘদিন ধরেই বেহাল বারাসত থেকে হাসনাবাদ পর্যন্ত বিস্তৃত টাকি রোড। বৃহস্পতিবার সকালে বসিরহাটের পশ্চিম দণ্ডিরহাট এলাকায় ওই রাস্তায় লরির ধাক্কায় এক মহিলার মৃত্যুতে উত্তেজনা ছড়াল। স্থানীয় লোকজন দেহটি ফেলে রেখে রাস্তা মেরামতির দাবিতে প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখান। দ্রুত রাস্তা মেরামতির জন্য পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট দফতরে বলার প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ থামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। |
মৃতার নাম রোকেয়া বিবি (৩৭)। বাড়ি বসিরহাটের গোখনা গ্রামে। সোলাদানার একটি ইটভাটায় কাজ করতেন রোকেয়া। তাঁর স্বামী আব্দুল মণ্ডল রিকশাভ্যান চালান। দম্পতির দুই মেয়ে, এক ছেলে। গত কয়েক দিন ধরে ছেলের খোঁজ না মেলায় দুশ্চিন্তায় ছিল পরিবারটি। তা সত্ত্বেও, এ দিন কাজে বেরিয়েছিলেন রোকেয়া। ময়লাখোলা বাজার থেকে তিনি এক প্রতিবেশীর সাইকেলে উঠে সোলাদানা যাচ্ছিলেন। পশ্চিম দণ্ডিরহাট-সহ টাকি রোডের বেশ কিছু এলাকায় সকালের দিকে বহু লরি থেকে বালি-পাথর বিক্রি করা হয়। সকাল ৭টা নাগাদ তেমনই একটি লরির পাশ গিয়ে যেতে গিয়ে খানাখন্দে ভরা রাস্তায় নিয়ন্ত্রণ হারান সাইকেল চালক। তিনি এবং রোকেয়া রাস্তায় ছিটকে পড়েন। টাকির দিক থেকে আসা একটি লরি রোকেয়াকে পিষে দিয়ে পালায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই ঘটনার পরেই জনতা রাস্তায় নেমে পড়েন। রাস্তা সারানো এবং যত্রতত্র লরি দাঁড় করিয়ে রাখার প্রতিবাদে তাঁরা সরব হন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে শুরু হয় অবরোধ। দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশও বিক্ষোভের মধ্যে পড়ে। রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভকারীরা সই সংগ্রহ শুরু করেন। তাঁদের বক্তব্য, বর্ষার সময়ে রাস্তায় যে সব বড় গর্ত হয়েছিল, তা ইট দিয়ে তাপ্পি মারা হয়েছে। গাড়ির চাকায় সেই ইট গুঁড়ো হয়ে ধুলোর মতো ছড়িয়ে পড়ছে। তা ছাড়া, রাস্তায় ফের খান্দাখন্দ বেরিয়ে পড়ায় প্রায়ই দুর্ঘটনাও ঘটছে। এ দিনের দুর্ঘটনাও একই কারণে ঘটে।
স্থানীয় গোঠরা পঞ্চায়েতের সদস্য তথা ওই এলাকার বাসিন্দা সদরউদ্দিন আগা বলেন, “একটি গুরুত্বপূর্ণ রাস্তা যে বেহাল, সে কথা পূর্ত দফতরকে বারবার বলা হয়েছে। কিন্তু কোনও সুরাহা হচ্ছে না। রাস্তার পাশে যাতে লরি দাঁড়ানো বন্ধ করা হয়, সে ব্যাপারে পুলিশকেও বলা হয়েছে।”
পূর্ত দফতরের বসিরহাট ডিভিশনের সহকারী বাস্তুকার তপন নস্কর বলেন, “শীঘ্রই যাতে রাস্তা মেরামতির কাজ শুরু করা যায়, সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।” পুলিশ জানায়, ওই রাস্তায় ধারে বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকা লরি-ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। |