এখনও থমথমে দাসপুরের গ্রাম |
বৃহস্পতিবারও থমথমে দাসপুরের বাছরাকুণ্ডু গ্রাম। মঙ্গলবার সন্ধে থেকে রাত পর্যন্ত সিপিএম প্রভাবিত এই এলাকার নিয়ন্ত্রণ পেতে তৃণমূলের লোকজন তাণ্ডব চালায় বলে অভিযোগ। ১০ মহিলা-সহ ৩৫ জন আহত হন। শতাধিক বাড়ি ভাঙচুর হয়। গোলমালের দায়ে বুধবারের মধ্যেই ২৮ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁরা রয়েছেন জেল হেফাজতে। তবে এলাকায় উত্তেজনা, আতঙ্ক রয়েছে। চলছে পুলিশ ও র্যাফের টহল। সিপিএমের অভিযোগ, পুলিশ গ্রামে থাকলেও তৃণমূলের ‘লেঠেল বাহিনী’ আশপাশের এলাকায় ঘোরাফেরা করছে। ঘরছাড়া সিপিএমের কর্মী-সমর্থকরাও এখনও ফিরতে পারেননি। অনেক বাড়িতে রান্নার সরঞ্জামও মঙ্গলবারের হামলায় তছনছ হয়েছিল। ফলে কোনও রকমে দিন চলছে গ্রামে থেকে যাওয়া মানুষজনের। সিপিএমের দাসপুর জোনাল কমিটির সম্পাদক সুনীল অধিকারীর বক্তব্য, “এখন চাষের সময়। আলু-সহ সব্জি লাগানোর জন্য গ্রামের মানুষ প্রস্তুতি নিচ্ছিলেন। অনেকে চাষ শুরু করেও দিয়েছিলেন। কিন্তু তৃণমূলের অত্যাচারে এলাকার বেশিরভাগ পুরুষ সদস্য বাড়িছাড়া হওয়ায় চাষাবাদ বন্ধ। পুলিশকে সবই জানানো হয়েছে।” যদিও তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায় বলেন, “যদি তৃণমূলের অত্যাচারে কেউ গ্রাম ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়ে থাকেন, তাঁরা নির্ভয়ে বাড়ি ফিরে আসতে পারেন। দলের কেউ বাধা দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” ঘাটালের সিআই অসিত সামন্ত-র বক্তব্য, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই। তবে কিছু মানুষ ঘরছাড়া। তাঁদের কারও কারও নামে আবার মামলাও রয়েছে। যাঁরা অভিযুক্ত নন, তাঁদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করছি।”
|
চ্যাম্পিয়ন নছিপুর আদিবাসী |
আশালতা গোল্ড কাপ আন্তঃ বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল পশ্চিম মেদিনীপুরের নছিপুর আদিবাসী হাইস্কুল। বৃহস্পতিবার কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে পূর্ব মেদিনীপুরের ঈশ্বরপুর বি এম অ্যাকাডেমিকে হারিয়ে দেয় তারা। বি এম অ্যাকাডেমির ফারাদ মল্লিক দিনের সেরা খেলোয়াড় ও বিক্রম পয়ড়্যা টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসাবে মনোনীত হন। নছিপুরের রাজীব সিংহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং নছিপুর আদিবাসী হাইস্কুলের শারীরশিক্ষার শিক্ষক চীনাংশুক দাস সেরা কোচ হিসাবে মনোনীত হন। মাঠে উপস্থিত ছিলেন, বিধায়ক সমরেশ দাস, দিব্যেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি মামুদ হোসেন প্রমুখ।
|
এগরার ক্ষীরোদা ও শশাঙ্কশেখর স্মৃতি কাপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল এগরার নবরূপ ক্লাব। বৃহস্পতিবারে সেমিফাইনাল ও ফাইনাল স্তরের খেলা হয়। ফাইনালে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে যায় নবরূপ ক্লাব। |