|
|
|
|
খোলা চত্বরেই চলছে হলদিয়ার বাস-ডিপো |
দেবমাল্য বাগচি • হলদিয়া |
বাইশ বছরেও হলদিয়ায় বাস-ডিপোর নিজস্ব পরিকাঠামো পেল না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এসবিএসটিসি)। হলদিয়া উন্নয়ন পর্ষদ (এইচডিএ) ভবন-চত্বরেই মহকুমাশাসকের কার্যালয়। সেই কার্যালয় প্রাঙ্গণের খোলা জায়গাতেই দাঁড়িয়ে থাকে বাস। রোদ-বৃষ্টিতে খোলা জায়গায় পড়ে বাসগুলি নষ্ট হচ্ছে। নেই নিরাপত্তারক্ষী। বাসের দরজা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। কর্মীদের বিশ্রামের জন্য স্থায়ী ছাউনি পর্যন্ত নেই। |
|
ছবি: আরিফ ইকবাল খান। |
সেই ১৯৮৯ সালে অস্থায়ী ভাবে মহকুমাশাসকের কার্যালয় চত্বরে ডিপো চালু হয়েছিল। স্থায়ী ডিপো আর হয়নি। এখান থেকেই বাস চলে হলদিয়া টাউনশিপ হয়ে কলকাতা, আসানসোল, চিত্তরঞ্জন, বরাকর, দিঘা, বার্নপুর, মেচেদা পর্যন্ত। টাউনশিপের যেখানে যাত্রী ওঠা-নামার ব্যবস্থা, সেখান থেকে মহকুমাশাসকের কার্যালয় চত্বরের অস্থায়ী ডিপোর দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। যাত্রীশূন্য ভাবে প্রতিদিন বাড়তি এই পথ পাড়ি দিতে হয় বাসগুলিকে। পরিবহণ-শিল্পের ভাষায় এই ‘ডেড কিলোমিটার’ যাতায়াতে জ্বালানি-খাতে জলে যাচ্ছে বছরে প্রায় ১২ লক্ষ টাকা।
মহকুমাশাসকের কার্যালয়ে বেসমেন্টের স্বল্প-পরিসর একটি ঘরেই চলছে এসবিএসটিসি-র অফিস। সেখানেই রাখা থাকে ডিজেল ও মোবিল। যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনারও আশঙ্কা রয়েছে। এহেন অবস্থাতেও সংশ্লিষ্ট সমস্ত কর্তৃপক্ষই উদাসীন বলে অভিযোগ। ন’টি মেয়াদ-উত্তীর্ণ-সহ ১৭টি জীর্ণ বাস, ২৩ জন চালক (যাঁদের অধিকাংশই বয়স্ক), ৩২ জন কন্ডাক্টর নিয়ে ধুঁকতে ধুঁকতে চলছে বাস-ডিপো! সংস্থার সিটু-সংগঠনভুক্ত কর্মীদের অভিযোগ, “আমরা বহু চেষ্টা করেছি নতুন ডিপোর জন্য। কিছুই হয়নি। এখন আমাদের একটা গুমটিঘরে থাকতে হয়। অস্বস্তিকর পরিবেশ। বয়স্ক কর্মী, ছাউনি-বিহীন বাস রাখার ব্যবস্থা নিয়েই চলতে হচ্ছে। কারও কোনও হুঁশ নেই।”
বছর তিনেক আগে, ২০০৮ সালে অবশ্য এক বার নতুন বাস-ডিপোর ব্যাপারে উদ্যোগী হয়েছিল রাজ্য পরিবহণ দফতর। টাউনশিপের অদূরে পীতাম্বরচকে ডিপো গড়ার জন্য আড়াই একর জায়গা নেওয়া হয়েছিল এইচডিএ-এর কাছ থেকে। তদানীন্তন পরিবহণমন্ত্রী প্রয়াত সুভাষ চক্রবর্তী শিলান্যাসও করেন ঘটা করে। ২০১০ সালে পরিকল্পনা বাস্তবায়নে ২ কোটি টাকার কাজের টেন্ডার ডাকাও হয়েছিল। কিন্তু তার পর থেকে আর কোনও অগ্রগতি নেই। এসবিএসটিসি-র হলদিয়া ডিপোর তৃণমূল শ্রমিক সংগঠনের সম্পাদক শেখ আবু মুসার বক্তব্য, “আগের পরিকল্পনায় কিছু ত্রুটি থাকায় সেটা বন্ধ হয়েছে। আমাদের দাবি, হলদিয়া টাউনশিপে যেখানে বাসস্ট্যান্ড হবে তার পাশাপাশিই ডিপোটি করা হোক। আমাদের নতুন সরকার সেটা নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে।”
এসবিএসটিসি-র হলদিয়া ও দিঘা ডিপো-র ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু গিরিও জনিয়েছেন, নতুন এক জায়গায় ডিপো নির্মাণের ব্যপারে ভাবা হচ্ছে। বিধানসভা নির্বাচনের কারণে কাজকর্ম স্থগিত ছিল। জমি নিয়েও কিছুটা সমস্যা ছিল। সমস্যা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু হচ্ছে। হলদিয়ার বিধায়ক শিউলি সাহারও দাবি, “আমাদের নতুন সরকার স্থায়ী বাস ডিপোর জন্য উদ্যোগী হয়েছে। সমস্যা সমাধানে চিন্তাভাবনা করছেন সাংসদ তথা এইচডিএ-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারীও। এত দিন কিছুই হয়নি, তবে কিছু দিনের মধ্যে একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।” মহকুমাশাসক শিল্পা গৌড়িসোরিয়ার বক্তব্য, “একই চত্বরে এইচডিএ, মহকুমা কার্যালয়, বাস ডিপো থাকায় অসুবিধা তো একটা আছেই। অন্যত্র স্থায়ী ডিপো তৈরি হলে সত্যিই ভাল হয়।” |
|
|
|
|
|