|
|
|
|
বৃত্তিমূলক শিক্ষায় ভাতা অমিল, বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জঙ্গলমহলের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে বৃত্তিমূলক শিক্ষার উপর জোর দিয়েছে সরকার। তার জন্য বিভিন্ন এলাকায় আইটিআই, আইটিসি খোলার পরিকল্পনাও রয়েছে। তা যত দিন না খুলছে, এখনকার আইটিআই-য়েই বিশেষ কোর্সের ব্যবস্থা করে পড়ুয়াদের মাসিক ভাতার কথা ঘোষণা করেছিল সরকার। কিন্তু ঘোষণার ৫ মাস পরেও কোনও ছাত্রছাত্রী সেই ভাতা পাননি। ভাতার দাবিতে রাঙামাটি আইটিআই-য়ে এ বার বিক্ষোভের ঘটনা ঘটল। আইটিআই কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন, এই টাকা দেওয়ার কথা সরকারের। সরকার টাকা না দেওয়ায় ছাত্রছাত্রীদের দেওয়া যায়নি। প্রশাসন জানিয়েছে, এটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পেই ছাত্র ভর্তি করা হয়েছিল। ভাতার কথাও জানানো হয়েছিল। |
|
রাঙামাটিতে বিক্ষোভ। নিজস্ব চিত্র |
কিন্তু ভাতার অর্থ এখনও এসে পৌঁছয়নি। জেলা উন্নয়ন ও পরিকল্পনা আধিকারিক প্রণব ঘোষ বলেন, “কেন্দ্রীয় সরকার টাকা পাঠালেই ছাত্রছাত্রীদের দিয়ে দেওয়া হবে।”
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার। প্রতি ধাপে পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহলের ১৬০ জন যুবক-যুবতীকে এই সুযোগ দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। আইটিআই (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইন্সটিটিউট) ও আইটিসি-তে (ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সেন্টার) এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যেখানে ফিটার, মেশিনিস্ট, মোটর মেকানিজম-সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা। প্রশিক্ষণের জন্য যাতে তাঁদের কোনও খরচ না হয় সে জন্য বিভিন্ন ট্রেডের জন্য মাসিক ভাতাও ঠিক করা হয়। যে ভাতার পরিমাণ ৩ হাজার টাকা থেকে ৫ হাজার পর্যন্ত। প্রথম ব্যাচের ছাত্র সুমন সাউ, শশধর মাহাতোরা বলেন, “আমাদের ৫ মাস শেষ হয়ে গেল। ৬ মাসের কোর্স। তার পরই তো প্রতিষ্ঠান ছেড়ে চলে যেতে হবে। এখনও এক মাসেরও ভাতা পাইনি। প্রতিষ্ঠান ছেড়ে চলে গেলে কি আদৌ আর ভাতা দেবে!” তাই ভাতার দাবিতে বৃহস্পতিবার তাঁরা বিক্ষোভ দেখান। |
|
|
|
|
|