টুকরো খবর
কার্তিক পুজোয় মাতল শহর
বিবিগঞ্জে কার্তিক পুজো। ছবি তুলেছেন সৌমেশ্বর মণ্ডল।
সর্বজনীন কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে উঠল মেদিনীপুর শহর ও শহরতলি।আগে অবশ্য কার্তিক পুজোর এতো চল ছিল না। হাতে গোনা কয়েকটি জায়গাতেই পুজো হত। গত দু’-তিন বছর হল শহরে সর্বজনীন কার্তিক পুজো বেড়েছে। এখন মেদিনীপুর শহরের বিবিগঞ্জ, মল্লিকচক, কোতবাজার সহ কয়েকটি এলাকায় পুজো হয়। কারও নতুন বিয়ে হলে তাঁর বাড়িতে কার্তিকের প্রতিমা রেখে আসার চলও যেন বাড়ছে। এর ফলে অনেকেই বিড়ম্বনায় পড়েন। বাড়িতে প্রতিমা রেখে গেলে পুজো করতে হবে। কিন্তু, এই পুজোর আয়োজনের জন্য সংশ্লিষ্ট কেউই প্রস্তুত থাকেন না। বিড়ম্বনা সেখানেই। এলাকার মানুষকে এমন পরিস্থিতি থেকে রেহাই দিতেই গত বছর থেকে সর্বজনীন কার্তিক পুজো শুরু হয়েছে বিবিগঞ্জে। এ বারও এখানে পুজো হয়। পুজোর অন্যতম উদ্যোক্তা তথা কাউন্সিলর শম্ভুনাথ চট্টোপাধ্যায়ের কথায়, “যাঁরা বাড়িতে পুজো করতে পারেন না, তাঁরাই এখানে প্রতিমা নিয়ে আসেন। আমরাই পুজোর বন্দোবস্ত করি।” এ বারই প্রথম সর্বজনীন পুজো হচ্ছে মল্লিকচকে। আমরা ক’জন ক্লাবের উদ্যোগেই এই পুজো। ক্লাবের অন্যতম এক সদস্যের কথায়, “স্থানীয় মানুষের সহযোগিতা নিয়েই এই পুজো।” পুজো উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

প্রধান শিক্ষকদের স্মারকলিপি
বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার জেলাশাসক ও জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দ্বারস্থ হল প্রধান শিক্ষকদের সংগঠন হেড মাস্টার্স ফোরাম। দুই আধিকারিকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়। সুষ্ঠু ভাবে স্কুল পরিচালনার স্বার্থে মিড-ডে মিলের অতিরিক্ত দায়িত্ব থেকে প্রধান শিক্ষকদের অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছে ফোরাম। সংগঠনের বক্তব্য, মিড-ডে মিলের জন্য প্রধান শিক্ষকদের উপর বাড়তি চাপ থাকে। তার ফলে সব সময় সুষ্ঠু ভাবে স্কুল পরিচালনা করা যায় না। এরই পাশাপাশি, জেলা বিদ্যালয় পরিদর্শক দফতরের সঙ্গে সমন্বয় বাড়ানোর জন্য প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা বিদ্যালয় পরিদর্শকের বছরে অন্তত দু’বার বৈঠক, স্কুলগুলিকে সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব বন্ধ করা, প্রধান শিক্ষকদের প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া-সহ বেশ কিছু দাবি জানানো হয়। বৃহস্পতিবারের কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফাদার জয় ডি সুজা, যুগ্ম সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ ভুঁইয়া, নির্মলেন্দু দে প্রমুখ। সংগঠনের অন্যতম সদস্য গৌতম চক্রবর্তী বলেন, “কর্তৃপক্ষ দাবি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থার নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

মহকুমাশাসকের দ্বারস্থ গৃহবধূ
গ্রামেরই কয়েক জন তাঁদের জমি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই অভিযোগে বৃহস্পতিবার খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরীর দ্বারস্থ হলেন এক বধূ। তাঁর নাম কল্পনা মেট্যা। বাড়ি পিংলা থানার জলচকের তেল্লাগঞ্জ গ্রামে। প্রায় ১৭ বছর আগে এ গ্রামেরই বিজয় মেট্যার সঙ্গে তাঁর বিয়ে হয়। কল্পনাদেবীর এক মেয়ে, এক ছেলে। বিজয়বাবু বেসরকারি বাসের কর্মী। ক’বছর ধরে পারিবারিক সূত্রে পাওয়া জায়গায় ঘর করে রয়েছেন। কল্পনাদেবীর দাবি, গ্রামের কিছু লোক জোর করে তাঁদের সেই জমি-জায়গা দখল করার চেষ্টা করছেন। আগে পুলিশের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে। অথচ, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। প্রশাসন সূত্রে খবর, ওই বধূর এমন অভিযোগ শুনেই পিংলার ওসি হীরক বিশ্বাসের সঙ্গে কথা বলেন মহকুমাশাসক। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেন। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ওসি।

বাস উল্টে আহত ২১
নারায়ণগড়ে দুর্ঘটনা। নিজস্ব চিত্র।
নারায়ণগড় থানা এলাকার উকুনমারির কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে বাস উল্টে আহত হলেন ২১ জন। ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও বাকিদের খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তবে বেশিরভাগ যাত্রীরই আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দু’জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তাঁদের মাথায় ও হাতে চোট লেগেছে। পুলিশ জানিয়েছে, দুপুর দু’টো নাগাদ মেদিনীপুর-মাধাখালি রুটের একটি বাস মাধাখালি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়। দ্রুত গতিতে চলার জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের অনুমান।

সমবায় সপ্তাহ
সমবায় সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সবংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সবং থানা সমবায় সপ্তাহ উদ্যাপন কমিটির উদ্যোগেই এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন গুছাইত, কমিটির সভাপতি জয়ন্তপ্রকাশ ভৌমিক প্রমুখ। এদিন সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত মহিলারা এই শোভাযাত্রায় যোগ দেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সমবায়ের গুরুত্বের কথা তুলে ধরেন সকলে।

কংগ্রেসের মিছিল
পঞ্চায়েত রাজ সম্মেলনের সমর্থনে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করল কংগ্রেস। সম্মেলন সফল করার পাশাপাশি মিছিল থেকে জেলার গ্রাম পঞ্চায়েতগুলিকে সচল করার ডাক দেওয়া হয়। অবিলম্বে সহায়ক মূল্যে ধান কেনা শুরু করারও দাবি জানানো হয়। কংগ্রেস নেতা অনিল শিকারিয়া বলেন, “আগামী ২০ তারিখ কলকাতা পঞ্চায়েত রাজ সম্মেলন রয়েছে। তার সমর্থনেই এই মিছিল।”

মাদক পাচার, হাতেনাতে ধৃত
মাদক পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার খড়্গপুর স্টেশনের সামনে থেকে ওই মাদক পাচারকারীকে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শেখ সাজাহান (৪৮)। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, ধৃত সাজাহান লালগোলা থেকে এখানে এসেছে। তার সঙ্গে ৭৫ গ্রাম ব্রাউন সুগার ছিল। যার বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। ওই মাদকদ্রব্যও আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট সূত্রের খবরের ভিত্তিতেই এ দিন খড়্গপুর স্টেশনের সামনের এলাকায় তল্লাশি চালিয়ে এই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জেরা চলছে।

ইনটাক-এ যোগ
সম্প্রতি খড়্গপুরের ট্রাফিক এলাকার মালগুদামে জনা বিশেক সিটু সমর্থক সংগঠন ছেড়ে যোগ দিলেন ইনটাকে-এ। এই উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আইএনটিইউসি-র তরফে তারক ভট্টাচার্য, বরুণ সান্যাল, হেমা চৌবে প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.