ছ’মাসের জন্য বর্ধমানে নয়া উপাচার্য বাছাই |
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন দেবীদাস চট্টরাজ। তিনি প্রেসিডেন্সির অঙ্কের অধ্যাপক। এ ব্যাপারে রাজ্যপালের সম্মতি মিলেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উচ্চশিক্ষা দফতর সূত্রের খবর, ছ’মাসের জন্য দেবীদাসবাবুকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। ‘বিশ্ববিদ্যালয়ে কাজ করা ক্রমশ কঠিন হয়ে উঠছে’ বলে অভিযোগ জানিয়ে সেপ্টেম্বরে রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়ে ইস্তফা দেন আগের উপাচার্য সুব্রত পাল। অক্টোবরের মাঝামাঝি সুব্রতবাবু তাঁর আগের কর্মস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফিরে যান। এই পরিস্থিতিতে দেবীদাসবাবুকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে বাছাই করা হয়েছে। ব্রাত্যবাবু বৃহস্পতিবার বলেন, “উপাচার্য হিসেবে ওই অধ্যাপককে নিয়োগের নির্দেশে সই করেছেন রাজ্যপাল।” দেবীদাসবাবুর গবেষণা ফলিত গণিত বিষয়ে। সরকারি কলেজে শিক্ষকতা করেছেন তিনি। প্রেসিডেন্সিতে শিক্ষকতা করছেন অন্তত ১৫ বছর। এর আগে দুর্গাপুর, ঝাড়গ্রাম, হুগলি মহসিন ইত্যাদি সরকারি কলেজে পড়িয়েছেন। তিনি বলেন, “এখনও চিঠি পাইনি। তাই মন্তব্য করব না।”
|
গুসকরায় ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা |
ধর্ষণের অভিযোগ উঠল গুসকরার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নাসের আহমেদ চৌধুরী নামে ওই নেতার বিরুদ্ধে মহিলা কমিশন ও গুসকরা ফাঁড়িতে এ ব্যাপারে অভিযোগ করেছেন গুসকরার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমিত্রা রায়। সুমিত্রাদেবীর অভিযোগ, গত ১১ নভেম্বর তাঁর স্বামীর অনুপস্থিতির সুযোগে বাড়িতে ঢুকে ধর্ষণ করেন নাসের। এর পরে তাঁর স্বামী এসে পড়লে নাসের পালিয়ে যান। ১৫ নভেম্বর এ ব্যাপারে তিনি অভিযোগ দায়ের করেন। বুধবার ও বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষা করানোর জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক না থাকার কারণে তা করা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আউশগ্রাম থানার আইসি অমিতাভ চন্দ বলেন, “ওই মহিলাকে শুক্রবার ফের ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্ত পলাতক।” গুসকরা শহর তৃণমূলের সভাপতি নিত্যানন্দ চট্টোপাধ্যায় বলেন, “স্থানীয় ওই নেতা তৃণমূল থেকে বহিষ্কৃত গুসকরার পুরপ্রধান চঞ্চল গড়াইয়ের অনুগামী।” চঞ্চলবাবুর অবশ্য পাল্টা দাবি, “ধর্ষণের অভিযোগ মিথ্যা। এক শ্রেণির তৃণমূল নেতার মদতে এমন অভিযোগ করেছেন ওই মহিলা।”
|
দুর্ঘটনায় বধূর মৃত্যু, অবরোধ |
ট্রাক্টরের ধাক্কায় এক বধূর মৃত্যুকে কেন্দ্র করে অশান্তি ছড়াল মেমারির নদীপুরে। মঙ্গলবার রাতের ওই ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা পথ অবরোধ করেন। মেমারি-আঝাপুর রাস্তায় ওই অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা লাঠি চালায়। মেমারি থানা সূত্রে জানা গিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বুধবার বর্ধমানের সিজেএম আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত বিচারক ভাস্কর মজুমদার তাঁদের আগামী ২৬ তারিখ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। |