দলবদলকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল ছাত্র পরিষদ ও তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। মঙ্গলবার ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কলেজে। সংঘর্ষের ঘটনায় ৯ জন সমর্থক জখম হয়েছেন। শুভময় সরকার নামে এক তৃণমূল সমর্থকের মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। তাঁকে কালিয়াগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। টিএমসিপির অভিযোগ, সম্প্রতি ছাত্র পরিষদের কিছু সদস্য টিএমসিপিতে যোগ দেন। সেই কারণেই ক্ষুব্ধ হয়ে ছাত্র পরিষদ সমর্থকরা লাঠি নিয়ে হামলা চালায়। ছাত্র পরিষদের পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে নানাভাবে হুমকি দিয়ে ছাত্র পরিষদ সমর্থকদের টিএমসিপিতে যোগ দিতে বাধ্য করা হচ্ছে। এদিন তার প্রতিবাদ করায় টিএমসিপি হামলা চালায়। কালিয়াগঞ্জ থানার আইসি অভিজিৎ দাস বলেন, “দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”
|
তৃণমূলের মোটর শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিল। সোমবার রাতে বালুরঘাটে বাসস্ট্যাণ্ডে ঘটনাটি ঘটে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, রাতের শিলিগুড়িগামী দূরপাল্লার বেসরকারি যাত্রী বাসের চালক নিযুক্তি নিয়ে গণ্ডগোলের শুরু। একপক্ষ ওই বাসের চালককে গাড়িতে তুলে দিলে অন্যপক্ষ আপত্তি জানিয়ে ক্ষোভে ফেটে পড়ে। ওই চালককে জোর করে বাস থেকে নামিয়ে দিলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে আইএনটিটিউসির আহ্বায়ক প্রকাশ দেবের হস্তক্ষেপে উত্তেজনা কমে।
|
রাস্তার ধার থেকে সদ্যোজাত শিশু কন্যাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ভোরে মালদহের চাঁচলে দুর্গাবাড়ি এলাকায় একটি গাছের তলায় ওই সদ্যোজাতকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় পড়ে। একটি সাদা কাপড়ে মুড়ে ওই শিশুটিকে ফেলে রাখা হয়েছিল। হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি বিষয়টি জানানো হয় পুলিশকেও। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সকালে গাছের তলায় পড়ে শিশুটিকে কাঁদতে দেখেন কয়েকজন মহিলা। এরপরই স্থানীয় বাসিন্দা দীপঙ্কর রাম উদ্যোগী হয়ে ওই সদ্যোজাতকে হাসপাতালে ভর্তি করান। কন্যা সন্তান হওয়ায় শিশুটিকে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক ভাবে সন্দেহ পুলিশের। চাঁচলের সহকারী মুখ্য স্বাস্থ্য আধিকারিক স্বপন বিশ্বাস বলেন, “শিশুটি সুস্থ রয়েছে।”
|
বিশ্ব শিশু দিবস উপলক্ষে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের তরফ থেক দুঃস্থ শিশুদের মধ্যে স্কুল ব্যাগ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে হলদিবাড়িতে। শহরের দুটি স্কুলের ৩৫ জনকে স্কুল ব্যাগ দেওয়া হয়। ব্যাঙ্কের হলদিবাড়ি শাখার ম্যানেজার সুবীর চক্রবর্তী বলেন, “প্রতি বছরই এই অনুষ্ঠান করার লক্ষ্য আমাদের রয়েছে।”
|
ভারতীয় জাল টাকা সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে ঘটনাটি ঘটে হিলি সীমান্তের ত্রিমোহিনীতে। ধৃতের নাম বিটন বর্মন। তার বাড়ি হিলির দক্ষিণপাড়ায়। তার কাছ থেকে ৮টি হাজার টাকার নোটের জাল উদ্ধার করা হয়। হিলি থেকে বালুরঘাটে যাওয়ার পথে পুলিশ তাকে ধরে। |