খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন মেটাতে ৪ কোটির বেশি টাকা বরাদ্দ পেল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিববহণ নিগম কর্তৃপক্ষ। ওই সংস্থা সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের অগস্ট থেকে এনবিএসটিসির প্রায় আড়াই হাজার অবসরপ্রাপ্ত কর্মীর পেনশন বকেয়া রয়েছে। আর্থিক সমস্যায় ওই বকেয়া মেটানো যাচ্ছিল না। পরিস্থিতির জেরে উদ্বিগ্ন অবসরপ্রাপ্ত কর্মীরা আন্দোলনেও নামেন। সোমবার রাতে নিগমের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সামগ্রিক পরিস্থিতির কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের দ্বারস্থ হন। টেলিফোনে মুখ্যমন্ত্রী নিগম চেয়ারম্যানের কাছে ওই সমস্যার কথা জেনে তড়িঘড়ি আর্থিক বরাদ্দ দেবার আশ্বাস দেন। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্য সরকারের তরফে ৪ কোটি ১০ লক্ষ ৩০ হাজার ১৮২ টাকা বরাদ্দ অনুমোদন করার বিষয়টি নিগম কর্তাদের জানিয়ে দেওয়া হয়। ফলে আজ, বুধবার থেকেই কর্মীদের দু’মাসের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করছেন তারা। এনবিএসটিসি’র চেয়ারম্যান বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। সোমবার রাতে ফোনে সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন মেটানোর ব্যাপারে তার সাহায্য চেয়েছিলাম। মঙ্গলবারেই ওই খাতে ৪ কোটিরও বেশি টাকা বরাদ্দ এসেছে। বুধবার থেকে অগস্ট-সেপ্টেম্বরের বকেয়া পেনশন অবসর কর্মীরা পেয়ে যাবেন।” এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, প্রায় আড়াই হাজার কর্মীকে ফি মাসে পেনশন দিতে ২ কোটির বেশি টাকা দরকার হয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর পেনশন ভোগীদের তালিকা খতিয়ে দেখতে নিগম কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। সেসময় মৃত্যুর পরেও কয়েকজনের নামে পেনশন তোলা হয়েছে বলে তাজ্জব বনে যান নিগম কর্তারা। তালিকা যাচাই করতে শেষ পর্যন্ত সমস্ত অবসরপ্রাপ্ত কর্মীদের লাইফ সার্টিফিকেট জমা দেবার নির্দেশ দেন কর্তৃপক্ষ। সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের সংগঠন এনবিএসটিসি রিটায়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশনের সম্পাদক গুণেন মিত্র বলেন, “দারণ খবর। তিন মাস ধরে পেনশন না মেলায় সকলেই সমস্যায় পড়েছি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দু’মাসের বকেয়া পেলে তা অনেকটাই কমবে। ফি মাসে যাতে নিয়মিত পেনশন দেওয়া হয়, সে ব্যাপারেও মুখ্যমন্ত্রী উদ্যোগী হলে নিশ্চিত হব।” নিগমের কর্মীদের অবশ্য এখনও অক্টেবর মাসের বেতন হয়নি। ওই ব্যাপারেও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন নিগম চেয়ারম্যান। মঙ্গলবার কলকাতা রওনা দেওয়ার আগে চেয়ারম্যান জানান, সমস্যা মিটবে। সে সব সাক্ষাতে মুখ্যমন্ত্রীকে বলব। |