হাসপাতাল গড়বে মিশন
ন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি শহরেও অত্যাধুনিক এবং ‘সুপার স্পেশালিটি’ হাসপাতাল গড়ার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্য পূরণে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য ও শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। অবশেষে মঙ্গলবার তিনটি সংস্থার দরপত্র যাচাইয়ের পরে শিলিগুড়িতে ওই বিশ্বমানের হাসপাতাল গড়ার জন্য দূর্গাপুরের মিশন হাসপাতালকে বরাত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পুরসভা সূত্রের খবর, দরপত্র পরীক্ষার জন্য পুরসভার তরফে বিশেষ কমিটি গঠন করে পুরসভা। তাতে ছিলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, দার্জিলিঙের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুবীর ভৌমিক ও সিআইআইয়ের উত্তরবঙ্গ শাখার কর্তা গুরুচরণ সিংহ হোরা। দরপত্র বিষয়ক বৈঠকে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র, ডেপুটি মেয়র-সহ মেয়র পারিষদের সদস্য ও পুর কমিশনার এবং অন্যান্য আধিকারিকেরাও। ওই বৈঠকের পরে বিধানসভার স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক বলেন, “শহরে অনেক আগেই এ ধরনের হাসপাতাল গড়ে তোলা দরকার ছিল। দেরিতে হলেও বিষয়টি চূড়ান্ত হওয়ায় এ বার দ্রুত সেই কাজ করা হবে। দুর্গাপুরের মিশন হাসপাতাল কর্তৃপক্ষকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে। এ দিন প্রাথমিক ভাবে তাদের সে কথা জানিয়েও দেওয়া হয়েছে। শীঘ্রই সংস্থার সঙ্গে পুর কর্তৃপক্ষের সমঝোতাপত্র সই হবে।” ওই হাসপাতাল গড়ার বরাত পাওয়ার অন্যতম শর্ত হল, সংস্থাটি ফি বছর পুরসভাকে ২ কোটি ৪০ লক্ষ টাকা দেবে এবং পুর এলাকার গরিব বাসিন্দাদের জন্য ৫ শতাংশ শয্যা বিনা খরচে দেবে। মিশন হাসপাতালের অন্যতম ডিরেক্টর হৃদ-শল্য চিকিৎসক সত্যজিৎ বসু বলেন, “আমরা বিশ্বমানের একটি হাসপাতাল শিলিগুড়িকে উপহার দিতে বদ্ধপরিকর। শিলিগুড়িরবাসীর হাতের কাছে সুলভে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেব।” সব কিছু ঠিক থাকলে আগামী ২ বছরের মধ্যে সেবক রোডে পুরসভার যে জমিতে একটি ভবন রয়েছে সেখানেই নতুন পরিকাঠামো তৈরির পরে চালু হবে ওই সুপার স্পেশালিটি হাসপাতাল। ২৫০ শয্যার ওই হাসপাতালে গরিব পরিবারের বাসিন্দারাও ন্যুনতম খরচে চিকিৎসা করাতে পারবেন। শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা থাকবে এমন হাসপাতাল গড়ার জন্য আমরা সচেষ্ট। পিপিপি মডেলে হাসপাতাল গড়ে তোলা হবে। দরপত্র প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরে ওই সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.