টুকরো খবর
কুয়ো খুঁড়ে জল দেবে কুইন্স বিশ্ববিদ্যালয়
পশ্চিমবঙ্গে আর্সেনিকের মোকাবিলায় এ বার এগিয়ে এল বিদেশি বিশ্ববিদ্যালয়ও। বেলফাস্টের কুইন্স বিশ্ববিদ্যালয় আর্সেনিক-মুক্ত পানীয় জল সরবরাহের জন্য রাজ্যে ৫০টি কুয়ো খুঁড়বে। আর্সেনিক দূরীকরণের জন্য ইতিমধ্যেই উত্তরবঙ্গে ছ’টি কুয়ো খুঁড়েছে তারা। সুন্দরবনের আবহাওয়া পরিবর্তন বিষয়ে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বা বেসু-র সঙ্গে গবেষণাও করছে ওই বিশ্ববিদ্যালয়। কুইন্স বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল কমলেশ শর্মা এবং উপাচার্য পিটার গ্রেগসন মঙ্গলবার মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। পরে মমতা বলেন, “নদিয়া এবং ২৪ পরগনায় বিশুদ্ধ পানীয় জলের জন্য ৫০টি কুয়ো খুঁড়বে কুইন্স বিশ্ববিদ্যালয়। কমনওয়েলথের তরফে আগামী বছর কলকাতায় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করার ইচ্ছাও প্রকাশ করা হয়েছে। রাজ্য এ ব্যাপারে সাহায্য করবে।”কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি, বেসু ইত্যাদি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠ্যক্রম নিয়েও আলোচনা হয়েছে এ দিন। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে শিক্ষক আদানপ্রদান করতে চায় কুইন্স বিশ্ববিদ্যালয়। ওই প্রতিষ্ঠান বেসু-র সঙ্গে গবেষণা করছে। রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তাঁরা মিলিত ভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন কুইন্স বিশ্ববিদ্যালয়ের আচার্য। তিনি বলেন, “রবীন্দ্রনাথের সঙ্গে কবি ইয়েটসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে-কথা মাথায় রেখে কলকাতা ও আয়ারল্যান্ডের মানুষের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন ঘটানোর জন্য সব রকম সাহায্য করা হবে।”

হোমিওপ্যাথি চিকিৎসকদের দাবি
সরকারি ভাবে নিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসকদের অ্যালোপ্যাথি চিকিৎসকদের সমান বেতন ও আয়ুষ প্রকল্পে নিযুক্তির দাবি তুলল প্রোগ্রেসিভ হোমিওপ্যাথি সার্ভিস ডক্টর অ্যাসোসিয়েশন ও প্রোগ্রেসিভ হোমিওপ্যাথি ডক্টরস্ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার জেলা পরিষদের সভাঘরে এক কনভেনশনে যৌথ ভাবে এই দাবি তোলে দুই সংগঠন। কনভেনশনে ছিলেন জেলা সভাধিপতি গান্ধী হাজরা, সহ-সভাধিপতি মামুদ হোসেন, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রফিকুল হাসান প্রমুখ।

শিশু চিকিৎসায়
২০০ জন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ১৪ বছর বয়স পর্যন্ত ন্যূনতম টাকায় চিকিৎসা পরিষেবা ও রক্ত দেবে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতাল। সোমবার শিশুদিবসে এ কথা জানান হাসপাতালের এগ্জিকিউটিভ ডিরেক্টর দয়ানন্দ অগ্রবাল। ১ ডিসেম্বর ওই হাসপাতালে ‘কমপ্রিহেন্সিভ থ্যালাসেমিয়া কেয়ার ক্লিনিক’ চালু হচ্ছে। সেখানে আসা প্রথম ২০০ জন শিশুকে এই সুবিধা দেওয়া হবে। তাদের মধ্যে ১০০ জনের চিকিৎসা সম্পূর্ণ নিখরচায় হবে বলে হাসপাতাল সূত্রে খবর। ওই কেন্দ্রের জন্য আলাদা কমিটি তৈরি হচ্ছে হাসপাতালে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.