|
|
|
|
বিরসার জন্মজয়ন্তী ঝাড়গ্রামে |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার বিরসা মুণ্ডার ১৩৭ তম জন্মবার্ষিকী পালিত হল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে।
স্বাধীনতা-যোদ্ধা তথা আদিবাসী-মুণ্ডা বিদ্রোহের অন্যতম এই ‘বীর শহিদের’ স্মরণে সরকারিস্তরে মূল অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম শহরের একলব্য আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিরসার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী এবং লোকশিল্প ও সংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায়। পরিবেশিত হয় ‘সহরায়’, ‘দাঁসায়’, ‘লাংড়ে’ ও ‘মুণ্ডারি’ নৃত্য।
বিরসার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডের কদমকানন বিবেকানন্দ লোধা কলোনিতে একটি জল সরবরাহ প্রকল্পের সূচনা হল। রাজ্য অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের টাকায় নির্মিত ওই জল প্রকল্পটির উদ্বোধন করেন লোধা-উপজাতি সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব তিতু ভক্তা। |
|
ছবি: দেবরাজ ঘোষ। |
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ পুলিনবিহারী বাস্কে, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার, উপ-পুরপ্রধান প্রদীপ মৈত্র, পুরসভার বিরোধী দলনেতা তৃণমূলের আনন্দমোহন পণ্ডা প্রমুখ।
বেলপাহাড়ির আমলাশোল গ্রামে স্থানীয় ‘আমলাশোল বিরসা মুণ্ডা স্মৃতি-রক্ষা কমিটি’র উদ্যোগে দরিদ্র শবর ও মুণ্ডাদের বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। পরিবেশিত হয় আদিবাসী লোকসংস্কৃতির অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কৈলাস মুড়া, বেলপাহাড়ির সমাজসেবী বংশী মাহাতো, গুরুদাস সেনগুপ্ত প্রমুখ। |
|
|
|
|
|