বিরসার জন্মজয়ন্তী ঝাড়গ্রামে
ঙ্গলবার বিরসা মুণ্ডার ১৩৭ তম জন্মবার্ষিকী পালিত হল পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে।
স্বাধীনতা-যোদ্ধা তথা আদিবাসী-মুণ্ডা বিদ্রোহের অন্যতম এই ‘বীর শহিদের’ স্মরণে সরকারিস্তরে মূল অনুষ্ঠানটি হয় ঝাড়গ্রাম শহরের একলব্য আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ঝাড়গ্রাম মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। বর্ণাঢ্য প্রভাতফেরির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। বিরসার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ঝাড়গ্রামের মহকুমাশাসক বাসব বন্দ্যোপাধ্যায়, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক কুশল চক্রবর্তী এবং লোকশিল্প ও সংস্কৃতি গবেষক সুব্রত মুখোপাধ্যায়। পরিবেশিত হয় ‘সহরায়’, ‘দাঁসায়’, ‘লাংড়ে’ ও ‘মুণ্ডারি’ নৃত্য।
বিরসার জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়গ্রাম পুরসভার উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ৭ নম্বর ওয়ার্ডের কদমকানন বিবেকানন্দ লোধা কলোনিতে একটি জল সরবরাহ প্রকল্পের সূচনা হল। রাজ্য অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের টাকায় নির্মিত ওই জল প্রকল্পটির উদ্বোধন করেন লোধা-উপজাতি সম্প্রদায়ের প্রবীণ ব্যক্তিত্ব তিতু ভক্তা।
ছবি: দেবরাজ ঘোষ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ পুলিনবিহারী বাস্কে, ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার, উপ-পুরপ্রধান প্রদীপ মৈত্র, পুরসভার বিরোধী দলনেতা তৃণমূলের আনন্দমোহন পণ্ডা প্রমুখ।
বেলপাহাড়ির আমলাশোল গ্রামে স্থানীয় ‘আমলাশোল বিরসা মুণ্ডা স্মৃতি-রক্ষা কমিটি’র উদ্যোগে দরিদ্র শবর ও মুণ্ডাদের বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। পরিবেশিত হয় আদিবাসী লোকসংস্কৃতির অনুষ্ঠান। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি কৈলাস মুড়া, বেলপাহাড়ির সমাজসেবী বংশী মাহাতো, গুরুদাস সেনগুপ্ত প্রমুখ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.