|
|
|
|
ভোটার তালিকা-ভুক্তির জন্য লক্ষাধিক আবেদন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যে ভোটার তালিকার সাম্প্রতিক সংশোধন-পর্বে পশ্চিম মেদিনীপুর জেলায় নতুন করে নাম অন্তর্ভুক্তির আবেদন জমা পড়েছে এক লক্ষেরও বেশি। তার মধ্যে সব থেকে বেশি আবেদনপত্র জমা পড়েছে কেশপুর বিধানসভা এলাকায়। সেটা পালাবদলের পরিণাম কি না, সে জল্পনাও শুরু হয়েছে।
১২ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের আবেদনপত্র জমা নেওয়া, সংশোধন, নাম বাতিলের পর্ব চলেছে। তাতেই দেখা যাচ্ছে ভোটার তালিকায় নতুন করে নাম তোলার জন্য জেলায় আবেদন করেছেন ১ লক্ষ ৩৮ হাজার ৫৩৫ জন। নির্বাচক তালিকা তৈরির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পার্থ চক্রবর্তীর বক্তব্য, “আবেদনপত্রগুলি খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যেক উপযুক্ত ব্যক্তিরই নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।”
এ জেলায় বিধানসভা কেন্দ্র বর্তমানে ১৯টি। তার মধ্যে নতুন ভোটার হিসাবে নাম-ভুক্তির সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়েছে কেশপুরে। এখানে ১০ হাজার ৩ জন তালিকায় নাম তোলার আবেদন করেছেন। সব থেকে কম আবেদনপত্র জমা পড়েছে নারায়ণগড়ে। সেখানে ৫ হাজার ১৪১ জন আবেদন করেছেন। খড়্গপুর সদরেও ৯ হাজার ৫৫২ জন আবেদন করেছেন। এর বাইরে কোথাও সাড়ে আট হাজার, কোথাও আবার সাড়ে ৭ হাজার, সাড়ে ৫ হাজার বা ৬ হাজার মানুষ আবেদন করেছেন।
নাম বাদ দেওয়ারও আবেদনপত্র জমা পড়েছে। এ রকম আবেদন জমা পড়েছে ৩ হাজার ১২৮টি। কোনও ব্যক্তি মারা গেলে, দু’জায়গায় নাম থাকলে নাম বাতিল করা হয়। বাসস্থানের পরিবর্তন হেতুও কেন্দ্র-ভিত্তিক নাম বাতিল হয়। এ রকম আবেদনের সংখ্যা ৫ হাজার ২৬৮টি। নাম সংশোধনের আবেদনপত্র জমা ১৯ হাজার ২৩৪টি। ভোটার তালিকায় নানা সময়ে ভুল থাকে। কারও ছবি ভুল, কারও নামের বানান ভুল, কারও নিজের নামের জায়গায় বাবার নাম থেকে গিয়েছে--এ সব সংশোধনের জন্যও আবেদন করতে বলা হয়েছিল। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রত্যেক উপযুক্ত ভোটার যাতে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে জন্য সব ধরনের পদক্ষেপ করা হচ্ছে। সেই লক্ষ্যেই নিরন্তর চলে ভোটার তালিকায় সংশোধন। |
|
|
|
|
|