|
|
|
|
পতাকা খুলে দেওয়ার নালিশ |
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রস্তাবিত কারখানার সামনে পতাকা তোলাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হল খড়্গপুর গ্রামীণ এলাকার রূপনারায়ণপুরে। সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি’র (আইটাক) অভিযোগ, জমিহারা মানুষেরা মঙ্গলবার সকালে প্রস্তাবিত কারাখানার সামনে দলীয় পতাকা তুলেছিলেন। তাঁরা কারখানায় কাজ করার সুযোগ চান। পরে সেই পতাকা খুলে কে বা কারা কংগ্রেস ও তৃণমূলের পতাকা লাগিয়ে দেয়। পুলিশ-প্রশাসনের কাছেও এই অভিযোগ জানানো হয়েছে। খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরি বলেন, “অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”
আইটাক নেতা বিপ্লব ভট্ট বলেন, “শাসক দলের লোকেরাই এ কাজ করেছে। আমাদের সংগঠনের নেতৃত্বে জমিহারা মানুষেরা এ দিন প্রস্তাবিত কারখানার সামনে জড়ো হন। দলীয় পতাকা তোলেন। তাঁরা এলাকা থেকে চলে আসার পরই আমাদের সংগঠনের পতাকা খুলে কংগ্রেস-তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়।” তাঁর অভিযোগ, “ওরা মুখে গণতন্ত্রের কথা বললেও এখন সর্বত্রই দলতন্ত্র চলছে। এ ঘটনাই তার প্রমাণ।” তৃণমূল অবশ্য জানাচ্ছে, ঘটনার সঙ্গে দলের কেউই জড়িত নয়। দলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ বলেন, “ঘটনার কথা শুনিনি। খোঁজ নিচ্ছি।” পাশাপাশি, তাঁর বক্তব্য, “দলের বিরুদ্ধে অপপ্রচার করতেও এ কাজ করা হয়ে থাকতে পারে।”
খড়্গপুরের রূপনারায়ণপুর ও তার আশপাশের এলাকায় গড়ে উঠছে বিদ্যাসাগর শিল্পতালুক। এখানেই ট্রাক্টর ইন্ডিয়া লিমিটেডের কারখানা তৈরির কথা। আগামী ১৮ নভেম্বর শিল্যান্যাস। অনুষ্ঠানে উপস্থিত থাকার রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। শিল্যান্যাসের আগে স্রেফ পতাকা তোলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ানোয় উদ্বেগে রয়েছে পুলিশ- প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ, বুধবার থেকেই সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হবে। |
|
|
|
|
|