|
|
|
|
কংগ্রেসের বিরুদ্ধে তোপ শুভেন্দুর |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
কেন্দ্র ও রাজ্যের জোট সরকারে শরিক কংগ্রেস-তৃণমূলে আকচা-আকচি ক্রমেই বাড়ছে। এলাকায় কার কর্তৃত্ব থাকবে, সে নিয়ে দ্বন্দ্ব চলছেই দুই শরিকে। এ ক্ষেত্রে কাজিয়ার কেন্দ্রে পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ ব্লকের সাবড়া অঞ্চল। অন্য দলের লোকজনকে কংগ্রেসে নেওয়া ঘিরে মাস তিনেক ধরেই চলছে বিবাদ-বিসংবাদ। গত ১৫ সেপ্টেম্বর সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদকে নিয়ে এসে প্রদীপ ভট্টাচার্য, মানস ভুঁইয়ারা তোপ দেগেছিলেন তৃণমূলের বিরুদ্ধে। ঠিক তার দু’মাস পর, মঙ্গলবার সাবড়া মক্তব প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা করে কংগ্রেসকে বিঁধলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি তথা সাংসদ শুভেন্দু অধিকারী।
এই যুবনেতার অভিযোগ, “রাজ্যে আমাদের হাত ধরে যারা ক্ষমতায় এসেছে তারাই এখন সিপিএমের সশস্ত্র দুষ্কৃতী ও উচ্ছিষ্টদের দলে নিয়ে এলাকায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। সিপিএমের লোককে নিয়ে সভা করা হচ্ছে কংগ্রেসের নামে। এলাকার সাধারণ মানুষ যখন ৩৪ বছরের সিপিএম জমানায় অত্যাচারিত হয়েছেন, তখন কিন্তু দিল্লি থেকে কাউকে এনে এখানে সভা করেনি কংগ্রেস।” সিপিএমের অত্যাচারে নন্দীগ্রাম-নেতাই মাথা নত করেনি মনে করিয়ে দিয়ে শুভেন্দু ফের জঙ্গলমহলের মাওবাদীদেরও হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর কথায়, “সুশান্ত ঘোষ জেলে আছে। লক্ষ্মণ শেঠ, দীপক সরকারদেরও সময় আসছে। এখন আবার হার্মাদ-মাওবাদী হাত মিলিয়েছে। আমরা সব ষড়যন্ত্র ব্যর্থ করবই।” দাঁতন এলাকায় সিপিএম-আমলে অত্যাচারিতরা এ বার বিচার পাবেনএই প্রতিশ্রুতিও দেন এই যুবনেতা। সভায় উপস্থিত ছিলেন শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতো, জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়, নির্মল ঘোষ প্রমুখ। বিজেপি, সিপিএম, সিপিআই ছেড়ে স্থানীয় কয়েক জন এ দিন তৃণমূলে যোগ দেন। |
|
|
|
|
|