টুকরো খবর
খড়্গপুরে শারদ সম্মান
এই প্রথম একক ভাবে ‘শারদ সম্মান’ দিল খড়্গপুর পুরসভা। সোমবার পুরসভা প্রাঙ্গণে শহরের ছোট, মাঝারি ও বড় মাপের পুজোকমিটিগুলিকে পৃথক ভাবে পুরস্কৃত করা হয়। ছোট বাজেটের পুজোয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ইন্দার আমরা ক’জনা, বিদ্যাসাগরপুর, আনন্দননগর পুজোকমিটি। মাঝারি বাজেটের পুজোগুলির মধ্যে বালাজি মন্দিরপল্লি উন্নয়ন সমিতি (মালঞ্চ), আইআইটি টেকনোলজি ক্লাব ও সবুজসঙ্ঘ (তালবাগিচা) যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে। বড় বাজেটের পুজোগুলির মধ্যে প্রেমবাজার দুর্গাৎসব কমিটি, অভিযাত্রী (সাউথ ডেভলপমেন্ট) ও আদিপুজো কমিটি (মালঞ্চ) যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের মহকুমাশাসক সুদত্ত চৌধুরী, পুরপ্রধান জহরলাল পাল, খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত, খড়্গপুর দমকলের ওসি শিবনারায়ণ চক্রবর্তী প্রমুখ। বিচারকমণ্ডলীতে ছিলেন অনুপম পালধি, অসীম নাথ, চপল দাস, ইন্দ্রনীল কুলাভি, পারমিতা দণ্ড, মালিনী চৌধুরী।

যাত্রীকে উত্যক্ত, ধৃত
ট্রেনের মহিলা যাত্রীকে উত্যক্ত করার অভিযোগে দুই সহযাত্রীকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে খড়্গপুর স্টেশনে। ধৃতদের নাম সরোজকুমার বেহেরা ও প্রতাপ বেহেরা। ভুবনেশ্বরের নয়াপল্লিতে বাড়ি। খড়্গপুরের রেল পুলিশ জানিয়েছে, রাজধানী এক্সপ্রেসে দিল্লি থেকে খড়্গপুর ফিরছিলেন এক মহিলা যাত্রী। তাঁর উল্টোদিকেই ছিলেন ওই দুই অভিযুক্ত। দীর্ঘক্ষণ নানা অঙ্গভঙ্গি করে উত্যক্ত করার পাশাপাশি মহিলার শ্লীলতাহানিরও চেষ্টা হয় বলে অভিযোগ। থানায় অভিযোগ করায় পুলিশ দু’জনকে গ্রেফতার করে।

শিশুদিবসে অনুষ্ঠান
শিশুদিবস উপলক্ষে সোমবার খড়্গপুরের হিজলি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনুষ্ঠান হয়ে। গান-নাচ-আবৃত্তি পরিবেশন করে স্কুলেরই পড়ুয়ারা। সবশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পেটে ও পিঠে’ এবং উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নাটক ‘দুষ্টের শাস্তি’ মঞ্চস্থ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিতা সেনগুপ্ত, রবিশঙ্কর চট্টোপাধ্যায় প্রমুখ।

স্কুলে জয় তৃণমূলের
খড়্গপুরের কেশিয়াড়ি হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টির মধ্যে সব ক’টি আসনেই জিতলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রবিবার ভোট হয়। দীর্ঘ ৩০ বছর পরে এই স্কুলে পরিচালন সমিতির ক্ষমতা হাতছাড়া হল বামেদের।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.