|
|
|
|
সিএজি-প্রধানের সঙ্গে যোগ জোশীর, অস্ত্র কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
পিএসি চেয়্যারম্যান মুরলীমনোহর জোশী ও সিএজি প্রধান বিনোদ রাইয়ের ‘যোগযোগ’কে তুলে ধরে টু-জি কাণ্ডে দুর্নীতির অভিযোগ ঘাড় থেকে ঝেড়ে ফেলার চেষ্টায় নামল কংগ্রেস। সেই সঙ্গে ক্ষতির সম্ভাব্য পরিমাণও সিএজি-র অনুমানের চেয়ে অনেক কম করে দেখাতে উঠে পড়ে লেগেছে তারা।
মুরলীমনোহর জোশী ও বিনোদ রাইয়ের মধ্যে যোগাযোগের অভিযোগ কংগ্রেস এই প্রথম তুলছে না। কিন্তু এ বারে তাদের অভিযোগ আরও পোক্ত হয়েছে সিএজি-র এক কর্তার লেখা চিঠিতে। গত বছর জুলাইয়ে ডেপুটি সিএজি রেখা গুপ্তকে লেখা চিঠিতে সিএজি-র অফিসার আর বি সিংহ জানান, পিএসি-র চেয়ারম্যান তাঁকে ফোন করে স্পেকট্রাম বণ্টন তদন্তের কাজ দ্রুত শেষ করতে বলেন। শুধু তাই নয়, জোশী বলেছিলেন, তাঁর উপর সাংসদ ও সংবাদমাধ্যমের প্রবল চাপ রয়েছে। তদন্তে দেরি হলে সরকার তা ধামাচাপা দেওয়ার সুযোগ পেয়ে যাবে।
এই চিঠিকে এখন হাতিয়ার করে কংগ্রেস আদাজল খেয়ে নেমে পড়েছে। সিএজি-র যে কর্তা এই চিঠি লিখেছিলেন, তিনিই পরে প্রকাশ্যে জানান, টু-জি বণ্টনে সরকারি রাজকোষে ক্ষতির পরিমাণ আসলে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকার বদলে কেবল ২,৬৪০ কোটি টাকাও হতে পারে। যদিও পরে সেই অবস্থান থেকে সরে আসেন সেই অফিসার আর বি সিংহ। কিন্তু তাঁর লেখা চিঠি ফাঁস হওয়ার পরে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ বলেন, “টু-জি স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির যে অঙ্ক দেখানো হয়েছে, সেটি কী তা হলে পিএসি-র চেয়ারম্যানের চাপেই করা?”
বিনোদ রাইয়ের এই মন্তব্যের পর কংগ্রেসের হাতই আরও শক্ত হয়েছে। আজ বিনোদকে যৌথ সংসদীয় কমিটি ডেকে পাঠায়। তার আগে গত কালই আর বি সিংহকে জেরা করেন কমিটির সাংসদরা। সেই বৈঠকে সীতারাম ইয়েচুরি, গুরুদাস দাশগুপ্ত, সুরিন্দর সিংহ অহলুয়ালিয়া, যশবন্ত সিন্হার মতো বাম-বিজেপির সাংসদরা চেপে ধরেন তাঁকে। কিন্তু কমিটির বৈঠকে জোর গলায় দুর্নীতির পরিমাণ কম বলে দাবি করতে পারেননি আর বি সিংহ।
কিন্তু সিএজি-র এই অফিসারের বক্তব্যকেই প্রচারের হাতিয়ার করতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। কিন্তু বিজেপি কংগ্রেসের সেই কৌশল ভেস্তে দিতে চাইছে। দলের নেতা প্রকাশ জাভড়েকর বলেন, “টু-জি কাণ্ডে দুর্নীতির পরিমাণ যদি আড়াই হাজার কোটি টাকাও হয়, সেটাও কম কি? বফর্স কাণ্ডে মাত্র ৬৪ কোটি টাকার দুর্নীতিতে সরকার খোয়াতে হয়েছিল কংগ্রেসকে। এখন সেই পরিমাণ যদি আড়াই হাজার কোটি টাকা হয়, সেটা কি কম?” |
|
|
|
|
|