টুকরো খবর |
মাঠ পাহারা নিয়ে মারামারি, ধৃত ৮
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
|
তদন্তে পুলিশ। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |
মাঠ পাহারা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল বোলপুরের সিয়ানডিহিপাড়ায়। এই ঘটনায় চার জন জখম হয়েছেন। তাঁদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত অভিযোগে ১০ জনকে আটক করেছে। দু’জনকে ছেড়ে দেওয়া হলেও বাকি ৮ জনকে পুলিশ গ্রেফতার করে। বিচারক তাদের ১৪ দিন জেলহাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে কৃষক, খেতমজুর, ও মাঠ পাহারাদারদের মধ্যে বিবাদ শুরু হয়। পরে ওই বিবাদ সিপিএম-তৃণমূলের সংঘর্ষের রূপ নেয়। তৃণমূল সমর্থক অশোক সাঁতরার অভিযোগ, “সোমবার সন্ধ্যায় কয়েক জন ডিহিপাড়া মাঠের পাশে বসেছিল। ওই সময়ে সিপিএমের কর্মী-সমর্থকেরা তাঁদের উপরে চড়াও হয়। লাঠি, রড দিয়ে মারধর করে।” সিপিএম সমর্থক কৃষকদের অভিযোগ, “মাঠ পাহারাদারদের জোর করে উৎখাত করে নিজেদের দখলে মাঠ রাখতে চাইছে। প্রতিবাদ করায় আমাদের মেরেছে।”
|
মজুরির দাবিতে তালা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
১০০ দিনের প্রকল্পে কাজ করার পরে তিন মাস কেটে গেলেও মজুরি পাচ্ছেন না শ্রমিকেরা। তাই বকেয়া মজুরির দাবিতে মঙ্গলবার দুপুর থেকে পঞ্চায়েতে তালা দিয়ে দিলেন নলহাটি থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দাদের একাংশ। নলহাটি ১ পঞ্চায়েত সমিতির হরিদাসপুর পঞ্চায়েতের প্রধান-সহ কর্মীরা আটকে থাকেন। বিক্ষোভকারীদের দাবি, অগস্ট মাসে ১০০ দিনের প্রকল্পে গ্রামের অসমতল জমি সমান করার কাজ হয়। দীর্ঘ দিন ধরে প্রধানের কাছে মজুরির টাকা চাওয়া হলেও বার বার ঘোরাচ্ছেন। তাই বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা দিতে হয়েছে। পঞ্চায়েত প্রধান, নির্দলের সিউ মহম্মদ বলেন, “গ্রামবাসীদের অভিযোগ সত্য। আমরা টাকা না পেলে কী করে মজুরি দেব। বিডিওকে এ ব্যাপারে জানানো হয়েছে। গ্রামবাসীদের সে কথা বোঝানো হয়েছে। তবু তাঁরা তাঁদের দাবিতে অনড় থেকেছেন।”
|
ট্রাক্টর উল্টে মৃত দুই
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
বিদ্যুতের খুঁটি ভর্তি ট্রাক্টর উল্টে মৃত্যু হল দুই যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় দুঘর্টনাটি ঘটেছে রামপুরহাট থানার বাটাইল মোড়ের কাছে, পানাগড়-মোড়গ্রাম জাতীয় সড়কের উপরে। মৃতদের পরিচয় পাওয়া যায়নি। দমকল কময, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা একযোগে বিদ্যুতের খুঁটির নীচ থেকে দেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলহাটিমুখী ট্রাক্টরটিতে চালক-সহ পাঁচজন ছিলেন। উল্টো দিক থেকে রামপুরহাটমুখী একটি ট্রাক আসছিল। ট্রাকটি পাশে আসতেই বেসামাল হয়ে যায় ট্রাক্টরটি। রাস্তার উপরে উল্টে যায়। চালক ও তাঁর দুই সঙ্গী পালিয়ে যায়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • মুরারই |
দু’টি মোটরবাইকের মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম এজাকুল মোল্লা (২৪)। বাড়ি মুরারই থানার মুকলিসপুরে। দুর্ঘটনায় আরও চার জন যুবক জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিন জনকে রামপুরহাট হাসপাতাল থেকে বর্ধমান মেডিক্যালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় মুরারই-রঘুনাথগঞ্জ সড়কে মুরারই ঢোকার আগে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এজাকুল মোল্লার।
|
শিশু দিবস পালন
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
রামপুরহাট মহকুমা হাসপাতালের শিশু বিভাগের চিকিৎসকেরা এবং কর্তব্যরত নার্সরা সোমবার সন্ধ্যায় হাসপাতালে শিশুদিবস পালন করলেন। শিশুদের ফল, মিষ্টি দেওয়া হয়। হাসপাতালের শিশু চিকিৎসক আলি মোর্তাজা জানান, মূলত শিশুদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
|
মন্দিরে চুরি
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ফের রামপুরহাট মহকুমা হাসপাতাল সংলগ্ন কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। সোমবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। বছর দু’য়েক আগে ওই একই মূর্তি চুরি হয়েছিল। মাস খানেকের মধ্যে রামপুরহাট এলাকায় পর পর তিনটি মন্দির থেকে মূর্তি ও গয়না চুরি হয়েছে। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
|