খেলার টুকরো খবর
জয়ী চন্দনকেয়ারি
পাত্রসায়রের জামশোলা ইভনিং স্টার ক্লাব পরিচালিত ‘গ্লোকাল চ্যালেঞ্জার্স ট্রফি-২০১১’ নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হল চন্দনকেয়ারি আদিবাসী ক্লাব। রবিবার জামশোলা ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চন্দনকেয়ারি আদিবাসী ক্লাব ২-১ গোলে বালসি বিবেকানন্দ সঙ্ঘকে হারায়। আয়োজক ক্লাবের সভাপতি আতাউর রহমান জানান, প্রতিযোগিতায় ৮টি দল যোগ দিয়েছিল। ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন নিরঞ্জন টুডু। বালসি বিবেকানন্দ সঙ্ঘের লক্ষ্মী সোরেন ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন। ফাইনাল খেলায় গোল করেন চন্দনকেয়ারির নিরঞ্জন টুডু, নশিদ মাণ্ডি এবং বালসির তাপস মাঝি। খেলা দেখতে মাঠে হাজির ছিলেন মহকুমাশাসক (বিষ্ণুপুর) সুশান্ত চক্রবর্তী, ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে-সহ বিশিষ্টজনেরা।

চ্যাম্পিয়ন পানপুকুর
ইন্দাসের মির্জাপুর উদয়ন সঙ্ঘ পরিচালিত ‘অশ্বিনী বসু স্মৃতি কাপ নকআউট ফুটবল প্রতিযোগিতায়’ চ্যাম্পিয়ান হল পাত্রসায়রের পানপুকুর নজরুল সঙ্ঘ। রবিবার ইন্দাস হাইস্কুল মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের খেলায় পানপুকুর নজরুল সঙ্ঘ টাইব্রেকারে বর্ধমানের ওয়াড়ি মিলন সঙ্ঘকে হারিয়েছে। আয়োজক ক্লাবের সম্পাদক অমিত দলুই জানান, প্রতিযোগিতায় ১৬টি দল যোগ দিয়েছিল। ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়েছেন পানপুকুর নজরুল সঙ্ঘের শ্যামল মাঝি। ওয়াড়ি মিলন সঙ্ঘের রতন মাঝি ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন। খেলা শেষে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্দাস থানার ওসি তাপস দত্ত ও চিকিৎসক সুব্রত বসু প্রমুখ।

চ্যাম্পিয়ন হল বাঁধগোড়া, বোলপুর
বাঁধগোড়ার দল।
বীরভূম জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা পরিচালিত বার্ষিক স্কুল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছাত্র ও ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হল বোলপুর মহকুমার বাঁধগোড়া কালীকৃষ্ণ উচ্চ বিদ্যালয় ও বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়। ৯ নভেম্বর থেকে প্রতিযোগিতা শুরু হয়েছিল। ১০৮টি স্কুলের ৩৫০ জন প্রতিযোগী এতে যোগ দিয়েছিল। বয়স অনুযায়ী ৪টি বিভাগে ছাত্রীদের ২৭ ও ছাত্রদের ৩২টি ইভেন্ট ছিল। ছাত্রদের মধ্যে ৫৩ পয়েন্ট পেয়ে বাঁধগোড়া চ্যাম্পিয়ন হয় এবং ৫১ পয়েন্ট পেয়ে রানার্স হয় রামপুরহাট মহকুমার পাইকর উচ্চ বিদ্যালয়। ছাত্রীদের মধ্যে ৩৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় বোলপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং ২৫ পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে বোলপুর মহকুমারই সরডাঙা আব্দুল হালিম স্মৃতি শিক্ষা নিকেতন। বোলপুর মহকুমার স্কুল ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক অলোক কুণ্ডু জানান, এই প্রতিযোগিতা থেকে ১৬ জন প্রতিযোগী রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করবে।

স্মৃতি পুরস্কার
পাড়ুইয়ের নিমগড়িয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রয়াত আনন্দময় ঘোষের স্মৃতিতে চালু হল ‘স্মারক পুরস্কার’। ৯ নভেম্বর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তাপস হাজরার উদ্যোগে এ বছর অনূর্ধ্ব ১৭ বালিকা বিদ্যালয় বাস্কেটবল রাজ্য চ্যাম্পিয়ন দলের ১২ জন প্রতিযোগী-সহ, কোচ ও টিম ম্যানেজারকে স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়। চলতি বছরেই অকাল মৃত্যু হয় আনন্দবাবুর। তাপস হাজরা জানান, আনন্দবাবুর পরিশ্রমে জেলার ছেলে মেয়েরা রাজ্যস্তরে খো খো এবং ভলিবল প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। তাই তাঁর স্মৃতিতে প্রতিবছর ক্রীড়া ক্ষেত্রে কৃতীদের পুরস্কৃত করা হবে।

সাফল্য বীরভূমের
রাজ্য বিদ্যালয় তীরন্দাজি প্রতিযোগিতায় ভাল ফল করল বীরভূম। ১৩ নভেম্বর কলকাতার হেরিটেজ স্কুল মাঠে ওই প্রতিযোগিতা হয়। রাজ্যের বিভিন্ন স্কুলের ১৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। এর মধ্যে বীরভূমের ৫টি স্কুলের অনূর্ধ্ব ১৯ বিভাগে ৪ এবং অনূর্ধ্ব ১৭ বিভাগে ৩ জন ছিল। অনূর্ধ্ব ১৯ বিভাগে লাভপুরের কুরুম্বা মুকুন্দলাল উচ্চ বিদ্যালয়ের রাজকুমার দাস দ্বিতীয় এবং অনূর্ধ্ব ১৭ বিভাগের মহম্মদবাজারের হেরুকা হাজি সুলেমান উচ্চ বিদ্যালয়ের লক্ষ্মণ হেমব্রম প্রথম হয়েছে। জেলা দলের কোচ তথা টিম ম্যানেজার তাপস হাজরা জানান, লক্ষ্মণ ও রাজকুমার বোলপুরের সাই স্যাজ-এর প্রশিক্ষণ নেয়। উপযুক্ত পরিকাঠামো এবং সরঞ্জাম পেলে জেলার ছেলে-মেয়েরা ক্রীড়া ক্ষেত্রে আরও ভাল ফল করবে।

জিতল মুরুগডি
সিন্দরিতে ফুটবল।
বরাবাজারের সিন্দরি আঞ্চলিক মাঠে ফুটবল প্রতিযোগিতা হয়। ভারততীর্থ ক্লাব প্রতিযোগিতার আয়োজন করেছিল। ক্লাবের সম্পাদক খুরশিদ আলম জানান, এ বার ১৪ তম প্রতিযোগিতা ছিল। মোট ১৬টি দল খেলায় অংশ গ্রহণ করেছিল। খেলায় উইনার্স হয়েছে ঝাড়খণ্ডের কমলপুর থানার মুরুগডি ক্লাব। রানার্স হয়েছে বরাবাজারের তসরবাঁকি ফুটবল দল। চূড়ান্ত খেলায় টাইব্রেকারেও ম্যাচ অমীমাংসিত থাকায় সাডেন ডেথের মাধ্যমে মুরুগডি ক্লাব ১-০ গোলে তসরবাঁকিকে পরাজিত করে। বরাবাজারের বিডিও দেবজিৎ বসু প্রমুখ উপস্থিত ছিলেন।

চ্যাম্পিয়ন কাটোয়া
তারাপীঠ মিলন সঙ্ঘ আয়োজিত জয়তারা উইনার্স ও জয়বাম রানার্স নক আউট ফুটবল প্রতিযোগিতায় বর্ধমানের পরাসিয়া আদিবাসী ডায়মন্ড ক্লাবকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল কাটোয়া কলটেক। সোমবার এই প্রতিযোগিতা হয়। ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন যথাক্রমে কাটোয়ার সুভাষ টুডু ও অরূপ দাস। উপস্থিত ছিলেন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, অসিত মাল, জেলা পরিষদের সহসভাধিপতি নিতাই মাল, স্থানীয় খরুণ পঞ্চায়েতের প্রধান গীতা লেট প্রমুখ।

সাঁইথিয়ায় ফুটবল
সাঁইথিয়ায় ফুটবল প্রতিযোগিতা।
জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় এবং সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ১৩ নভেম্বর সাঁইথিয়া কামদাকিঙ্কর স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা আন্তঃক্লাব লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রথম দিনের খেলায় রামপুরহাট শুভেচ্ছা স্পোটিং ক্লাবকে ২-০ গোলে হারিয়ে জয়ী হয় সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার মুখোমুখি হয়েছে কেন্দুয়া স্বামীজি সঙ্ঘ ও মাড়গ্রাম সোনালি স্পোটিং ক্লাব। ৬-১ গোলে মাড়গ্রাম জয়ী হয়। মহকুমাস্তরের প্রতিযোগিতায় উইনার্স ও রানার্স দলগুলি এই প্রতিযোগিতায় যোগ দিয়েছে।

ক্যারম প্রতিযোগিতা
মাড়গ্রাম কুদরত-এ খোদা স্পোটিং ক্লাব আয়োজিত দু’দিন ব্যাপী সারাবাংলা ক্যারম প্রতিযোগিতা হয়েছে ১২ ও ১৩ নভেম্বর। মোট ৬৪টি দল প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। চ্যাম্পিয়ন হয় মুর্শিদাবাদের ধুলিয়ানের অমিত-বিল্টু গ্রুপ। বর্ধমানের কালু-টুবাই গ্রুপ রানার্স হয়। বর্ধমানের জামুড়িয়ার আফজল খান ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মাল, আয়োজক সংস্থার সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

জয়ী বীরভূম
বর্ধমানের রেওড়া গ্রামোন্নয়ন সমিতি পরিচালিত ১৬ দলের নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উইনার্স ও রানার্স হল বীরভূমের দু’টি দল। পারুলডাঙা পল্লি উন্নয়ন সমিতি এবং নুরপুর আমবাগান পল্লি উন্নয়ন সমিতি। ১২ নভেম্বর এই খেলায় নুরপুরকে ৪-০ গোলে হারায় পারুলডাঙা। বেস্ট স্কোরার এবং ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পারুলডাঙার বাপ্পাদিত্য হাজরা ও সূর্য লোহার।

কাজল-অয়ন কাপ
পুরন্দরপুর ‘আমরা সবাই’ পরিচালিত ‘কাজয়-অয়ন স্মৃতি’ নক আউট ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠল পান্ডবেশ্বর একাদশ ও পুরন্দরপুর বান্ধব সমিতি। ১১ নভেম্বর বোলপুর ইয়ং টাউন ক্লাবকে ২-০ গোলে হারিয়ে প্রথম সেমিফাইনালে জয়ী হয় পান্ডবেশ্বর এবং ১৩ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মাড়গ্রাম সোনালি স্পোটিং ক্লাবকে ৩-০ গোলে হারায় পুরন্দরপুর। ২০ নভেম্বর স্থানীয় ব্লক অফিস সংলগ্ন মাঠে ফাইনাল খেলা হবে।

সংক্ষেপে
রোড রেস।
• ১০ নভেম্বর অনুষ্ঠিত হল বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ পরিচালিত রাজ্য ক্রস কান্ট্রি রোড রেস। রাজ্যের ১৯৭ জন মহিলা ও পুরুষ যোগ দিয়েছেন।

• সম্প্রতি পুরন্দরপুর হাইস্কুল মাঠে বীরভূম জেলা আন্তঃস্কুল কবাডি প্রতিযোগিতা হয়েছে। অনূর্ধ্ব ১৯ বিভাগে বোলপুরের বেড়গ্রাম পল্লিসেবা নিকেতন উচ্চ বিদ্যালয় ২৮\২৬ পয়েন্টে সিউড়ির ভোলাগড়িয়া আহমেদিয়া হাইমাদ্রাসাকে হারায়। এই নিয়ে ১০ বার চ্যাম্পিয়ন হল বেড়গ্রাম।

• ১০ নভেম্বর অনুষ্ঠিত হল বেঙ্গল রোড রেস অ্যাসোসিয়েশন আয়োজিত এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশ পরিচালিত রাজ্য ক্রস কান্ট্রি রোড রেস। রাজ্যের ১৯৭ জন মহিলা ও পুরুষ যোগ দিয়েছেন।

• সম্প্রতি পুরন্দরপুর হাইস্কুল মাঠে জেলা আন্তঃস্কুল কবাডি প্রতিযোগিতা হয়েছে। সেখানে অনূর্ধ্ব ১৯ বিভাগে বোলপুর মহকুমার বেড়গ্রাম পল্লিসেবা নিকেতন উচ্চ বিদ্যালয় ২৮\২৬ পয়েন্টে সিউড়ি মহকুমার ভোলাগড়িয়া আহমেদিয়া হাইমাদ্রাসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই নিয়ে ১০ বার চ্যাম্পিয়ন ও ৩ বার রানার্স হল বেড়গ্রাম।

• সাঁইথিয়া কামদাকিঙ্কর স্টেডিয়ামে সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বালক বালিকা বিভাগের জেলে স্কুল ফুটবল চ্যাম্পিয়ানশিপে বোলপুরের নিচুপট্টি নীরদবরনি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে নলহাটি হরিপ্রসাদ উচ্চ বিদ্যালয়কে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.