‘র্যাগিং’য়ের তদন্ত কমিটি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
গার্গী হস্টেলে ‘র্যাগিং’য়ের ঘটনায় তদন্ত কমিটি তৈরি করল বর্ধমান বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের ছাত্রী অলকা মিশ্র দ্বিতীয় বর্ষের তৃতীয় সেমেস্টারের কিছু ছাত্রী তাঁকে নিগ্রহ করছিল বলে অভিযোগ করেছিলেন। বিষয়টির তদন্তের জন্য এই কমিটি গঠিত হয়। কমিটিতে রয়েছেন চার জন। তাঁদের নেতৃত্ব দেবেন কলেজগুলির পরিদর্শক দেবকুমার পাঁজা।
সহ-উপাচার্য ষোড়শীমোহন দাঁ জানান, কমিটিতে রয়েছেন ডিন বিজ্ঞান বিষ্ণুচরণ সরকার, প্লেসমেন্ট অফিসার ভুবনেশ্বর গড়াই ও প্রবহমান শিক্ষা কেন্দ্রের আধিকারিক সাধনা মণ্ডল। কমিটিকে বর্ধমান ১০ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় কমিটিটি গঠিত হয়। মঙ্গলবার সকাল থেকেই তাঁরা কাজ শুরু করে দিয়েছেন। পাশাপাশি এই কমিটিই অলকার বিরুদ্ধে ওঠা সহপাঠীদের জিনিসপত্র চুরির অভিযোগও খতিয়ে দেখবে।
সোমবার সন্ধ্যায় বেশ কয়েক জন সহপাঠীকে নিয়ে সহ-উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁকে অন্য হস্টেলে স্থানান্তরিত করার আবেদন জানান অলকা। তাঁর অভিযোগ, নিগ্রহকারীরা তাঁকে ফোনে বার বার নানা রকম হুমকি দিতে শুরু করায় মানসিক উত্তেজনায় অজ্ঞান হয়ে যান। ঘরের চাবিও তিনি ফেরত পাননি। ফলে তাঁর পক্ষে গার্গী হস্টেলে ফেরা সম্ভব নয়। ষোড়শীবাবু বলেন, “আমরা কয়েক দিনের ভেতরেই ওঁকে অন্য হস্টেলে ঘর দেব। তিনি যাতে পুরনো হস্টেল থেকে নিজের জিনিসপত্র নিয়ে আসতে পারেন, তাও দেখবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”
|
উপ-সংশোধনাগারে বন্দিকে মারধর, অভিযুক্ত কারারক্ষী
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
জেলের ভিতরে এক বন্দিকে মারধরের অভিযোগ উঠল কাটোয়া উপ-সংশোধনাগারের অন্যতম মুখ্য কারারক্ষীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ওই ঘটনার পরেই অন্য বন্দিরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
খবর পেয়ে জেল সুপার তথা কাটোয়া মহকুমাশাসক দেবীপ্রসাদ করণম গেলে তাঁর কাছে মুখ্য কারারক্ষী ভাস্কর ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়। মহকুমাশাসক বলেন, “ভাস্করবাবুর বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল। এক বার তাঁকে শো-কজও করা হয়। আইজি (কারা)-র কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে।” উপ-সংশোধনাগার সূত্রে জানা যায়, দুপুরে আত্মীয়দের সঙ্গে দেখা করা নিয়ে ভাস্করবাবুর সঙ্গে গোলমাল বাধে বন্দিদের। তখনই তিনি লাঠি চালান বলে অভিযোগ। এক কংগ্রেস কর্মীকে খুন ও দেহ লোপাটে অভিযুক্ত, কাটোয়ার গোশুম্বা গ্রামের বাসিন্দা মিঠুন দাস তাতে গুরুতর আহত হন। উপ-সংশোধনাগারেই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিকেলে মহকুমাশাসকের কাছে বন্দিরা অভিযোগ করেন, ভাস্করবাবু বিভিন্ন সময়ে তাঁদের কাছে টাকা দাবি করেন। টাকা দিতে না চাইলে মারধর করেন। নাম প্রকাশ না করার শর্তে উপ-সংশোধনাগারের এক কর্মী জানান, ৭২ জন বন্দির মধ্যে এক মাত্র কেতুগ্রামের এক তৃণমূল পঞ্চায়েত সদস্য ছাড়া সকলেই ভাস্করবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযুক্ত কারারক্ষী অবশ্য মহকুমাশাসকের কাছে দাবি করেন, বন্দিরা আচমকা তাঁর উপরে চড়াও হয়েছিল। তাতে তিনিই আহত হয়েছেন। তবে কোনও বন্দিকে মারধর করেননি।
|
মার্কশিট জমা নিয়ে বিভ্রান্তি
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
খাতা দেখানোর দাবিতে মার্কশিট জমা দেওয়া নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে রাজ কলেজের কিছু পড়ুয়ার মধ্যে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশ মতো মার্কশিট জমা দিতে গেলে তা নেওয়া হয়নি বলে ক্ষোভ ওই পড়ুয়াদের। বিএসসি পার্ট ১ পরীক্ষায় নম্বর কম দেওয়ার অভিযোগ তুলে খাতা দেখানোর দাবিতে সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় সোমবারের মধ্যে তাঁদের মার্কশিট জমা দিতে বলেন। ওই পড়ুয়াদের অভিযোগ, তাঁরা তা জমা দিতে গেলেও দফতরের কর্মীরা নেননি। সুকুমারবাবু অবশ্য বলেন, “ওই ছাত্রেরা আলাদা ভাবে মার্কশিট জমা দিতে এসেছিলেন। তাই আমাদের কর্মীরা তা নেননি। কলেজের অধ্যক্ষকে দিয়ে সই করিয়ে আবেদনপত্র-সহ এক সঙ্গে সব মার্কশিট জমা দিতে হবে।” তাঁর দাবি, শুক্রবার ছাত্রদের এ কথা বলাও হয়েছিল। কিন্তু তাঁরা না বোঝার জন্যই এমন বিপত্তি।
|
গোষ্ঠী সংঘর্ষে ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বড় নীলপুরের দুর্গাপ্রসন্ন বিদ্যামন্দিরের শিক্ষানুরাগী নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় সোমবার রাতে তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তাঁদের মঙ্গলবার সিজেএম আদালতের হাজির করানো হলে বিচারক ২১ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এ দিকে গোষ্ঠী সংর্ঘের ঘটনার জেরে এলাকায় এখনও রয়েছে পুলিশের টহলদারি। কয়েক জন অভিযুক্ত পলাতক।
|