টুকরো খবর
মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ
কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত এক কর্মীর পরিবারের হাতে রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পতালুকের একটি বেসরকারি ইস্পাত কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবার ৯ লক্ষ টাকার ক্ষতিপূরণ তুলে দিলেন। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “কারখানা কর্তৃপক্ষের ভূমিকায় আমরা খুশি।” কারখানা সূত্রে জানা গিয়েছে, ২৩ জুলাই কারখানার পাওয়ার প্ল্যান্টে বয়লারের পাইপ ফেটে মৃত্যু হয় অনুপ লায়েক (৩৮) নামে এক কর্মীর। হিরন্ময় মণ্ডল নামে অপর এক কর্মী জখম হন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার হয় তাঁর। আইএনটিটিইউসি-র জেলা সভাপতি প্রভাতবাবু জানান, মৃতের বাড়িতে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও আট বছরের ছেলে রয়েছে। মৃতের পরিবারের ভরণপোষণের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে আর্থিক ক্ষতিপূরণের দাবি জানানো হয়। বেশ কয়েক বার বৈঠকের পরে কারখানা কর্তৃপক্ষ জানান, মৃতের পরিবারকে নয় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। মঙ্গলবার দেড় লক্ষ টাকার মোট ছ’টি চেক কারখানা কর্তৃপক্ষ তুলে দেন মৃত শ্রমিকের স্ত্রী ভারতী লায়েকের হাতে। ভারতীদেবী বলেন, “আর্থিক অনটনে ছেলের পড়াশোনা প্রায় বন্ধ হতে বসেছিল। সে সমস্যা মিটল।” উপস্থিত ছিলেন আইএনটিইউসি ও আইএনটিটিইউসি নেতৃত্ব। কারখানার আধিকারিক সতপল বনশল বলেন, “কর্মরত অবস্থায় মৃত ওই শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়েছে।”

শান্তিমিছিল
সিপিএম-তৃণমূল সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তৃণমূলের পক্ষ থেকে এলাকায় শান্তি মিছিল বের করা হয় বলে জানান দলের নেতা দেবদাস বক্সি। সোমবার কাঁকসায় সিপিএম-তৃণমূল সংঘর্ষে জখম হন দু’পক্ষের ৬ জন। তৃণমূলের দাবি, ভোটার তালিকায় নাম তোলার শুনানি নিয়ে সিপিএমের লোকজন বিনা প্ররোচনায় তাদের তিন কর্মীকে মারধর করে। সিপিএমের অভিযোগ, তাদের দলীয় কর্মী সমর্থকদের নাম তোলায় বাধা দেওয়ার প্রতিবাদ করায় তাদের তিন কর্মীকে মারধর করা হয়। দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করে। সোমবার বিকেলে তৃণমূল পানাগড় বাজার থেকে শান্তিমিছিল বের করে। তা শেষ হয় কাঁকসা ডাকবাংলো মোড়ে।

কম্পিউটারের নকল কালি বিক্রি, ধৃত
নামী সংস্থার লেবেল লাগিয়ে কম্পিউটারের নকল কালি বিক্রির অভিযোগে মঙ্গলবার রাহা লেন থেকে এক জনকে ধরে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম অনুরাগ ছাপড়া। আসানসোল মহকুমা আদালতে তোলা হলে তাঁকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, যাদের লেবেল সেঁটে নকল কালি বিক্রি হচ্ছিল সেই সংস্থার তরফে থানায় অভিযোগ করা হয়েছিল। অন্য দিকে, নামী কোম্পানির লেবেল সেঁটে নকল ঘি বিক্রি করার অভিযোগে ধৃত ৯ জনকে মঙ্গলবার আসানসোল আদালতে তোলা হয়। তাদের মধ্যে দু’জন দুর্গাপ্রসাদ সাউ ও রাজমন্তী সাউকে তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দাবি, এই দুই ব্যক্তি স্বীকার করেছেন, তাঁরা নামী কোম্পানির লেবেল সাঁটা নকল ঘি বিক্রি করেন। প্রসঙ্গত, সোমবার আসানসোলের ইসমাইল এলাকা থেকে প্রায় পাঁচশো কেজি নকল ঘি বাজেয়াপ্ত করেছিল পুলিশ।

লাউদোহায় সংস্কৃতি কেন্দ্র গড়ল ডিএসপি
দুর্গাপুর শহর থেকে অন্তত ২০ কিলোমিটার দূরে ফরিদপুর (লাউদোহা) থানার শ্রীকৃষ্ণপুর গ্রাম। সেখানে দীর্ঘ দিন ৩০ জনের একটি ব্রতচারী দল সাংস্কৃতিক কাজকর্ম করে। ঘরের অভাবে ফাঁকা মাঠেই চলে অনুশীলন। তা ছাড়া এলাকায় কোনও মুক্তমঞ্চ না থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে গিয়েও বিপাকে পড়েন বাসিন্দারা। সে কারণে তাঁরা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি) কর্তৃপক্ষের কাছে একটি সাংস্কৃতিক কেন্দ্র গড়ে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তাতে সাড়া দিয়ে কাজে নামে ডিএসপি। সোমবার নবনির্মিত সেই সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করতে শ্রীকৃষ্ণপুরে যান ডিএসপি-র সিইও পঙ্কজকুমার বাজাজ। তিনি জানান, দুর্গাপুর ও সংলগ্ন এলাকার সার্বিক উন্নয়নে ডিএসপি তার সিএসআর তহবিল থেকে নানা প্রকল্প রূপায়ণ করে থাকে। এটিও সে রকমই একটি উদ্যোগ। এ দিন ব্রতচারী দলের হাতে পোশাক ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রও তুলে দেওয়া হয়।

চাকরির দাবিতে ঘেরাও
২৬ বছর পরেও চাকরি মেলেনি। অবিলম্বে নিয়োগের দাবিতে ইসিএলের কাজোড়া এরিয়ার কার্যালয়ে জিএমকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন জমিহারা পরিবারগুলির সদস্যেরা। বিক্ষোভকারী সংগঠন কোলফিল্ড ভিলেজার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি পল্টু মণ্ডল জানান, ১৯৭৮ সাল থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ৩৬ একর জমি নিয়েছে ইসিএল। ওই জমির কয়লা কেটে নিয়েছে পরাশকোল, মধুজোড়, খাস কাজোড়া ও মাধবপুর কোলিয়ারি। বিধি মেনে এখনও পর্যন্ত নিয়োগ হয়নি। ২০০৭ সালে হাইকোর্ট ইসিএলকে বিষয়টির নিষ্পত্তির নির্দেশ দেয়। ইসিএল কর্তৃপক্ষকে হাইকোর্ট বলেছিল, অবিলম্বে কী কারণে বিষয়টি আটকে গিয়েছে তা নিয়ে জমিহারা পরিবারগুলিকে লিখিতভাবে জানাতে হবে। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, নানা ত্রুটির কারণে এই কাজগুলি হয়নি।

ব্লক অফিসে বিক্ষোভ
দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, পিএইচই-র জল নিয়মিত সরবরাহ করা, হাঁসডিহা মেগা প্রজেক্ট ২-র নামে বাস্তুভিটে কেড়ে নেওয়া যাবে না প্রভৃতি দাবিতে মঙ্গলবার অন্ডাল ব্লক অফিসে বিক্ষোভ দেখাল সিপিএম। দলের নেতা তুফান মণ্ডল জানান, এই দাবিতে তাঁরা বৃহত্তর আন্দোলন করবেন। এ দিন তাঁরা বিডিও-র হাতে একটি দাবিপত্র তুলে দিয়েছেন।

বেসরকারিকরণ বন্ধের দাবিতে জাঠা
বেসরকারিকরণ বন্ধ-সহ ৫ দফা দাবিতে তিন দিনের জাঠার আয়োজন করে এআইটিইউসি। শনিবার পাণ্ডবেশ্বরের মাদারবনি থেকে শুরু হয়ে জাঠা সোমবার শেষ হয় রানিগঞ্জে। জাঠায় হাঁটেন রাজ্যসভার সাংসদ রামচন্দ্র সিংহ। তিনি জানান, পরবর্তিকালে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.