চ্যালেঞ্জ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বিইউসি আয়োজিত ইস্কো চ্যালেঞ্জ ফুটবল প্রতিযোগিতায় মঙ্গলবার বার্নপুর স্টেডিয়ামের খেলায় বিজয়ী হল আইএফএ ফুটবল অ্যাকাডেমি। তারা আয়োজক সংস্থাকে ১-০ গোলে হারায়। গোলটি করেন সুরজিৎ দাস।
|
দ্বিতীয় ডিভিশন লিগ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল বিবেকানন্দ স্পোর্টস অ্যাকাডেমি। রাধাননগর এসসি-কে তারা ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলায় কোনও গোল হয়নি।
|
অনূর্ধ্ব ১৭ ফুটবল
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল সুপার ডিভিশনের সুপার লিগের খেলায় মঙ্গলবারের খেলায় জয়ী হল ভলিবল ক্লাব। এ দিন ভগৎ সিংহ ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ম্যাচে তারা সুভাষচন্দ্র বয়েজ ক্লাবকে ৪-০ গোলে হারায়।
|
স্কুল অ্যাথলেটিক্স
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃমহকুমা স্কুল অ্যাথলেটিক্স মিটে ২৭০ পয়েন্ট সংগ্রহ করে খেতাব জিতল বর্ধমান সদর মহকুমা। ২০৮ পাওয়া কালনা হয়েছে রানার্স। ১৩৪ পয়েন্ট পেয়ে হয়েছে তৃতীয় দুর্গাপুর। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা কাটোয়া ও আসানসোলের প্রাপ্ত পয়েন্ট যথাক্রমে ৪৯ ও ৪১। বর্ধমানের পুলিশ লাইন মাঠে মোট ৪৪২ জন এই প্রতিযোগিতায় যোগ দেয়।
|
অনূর্ধ্ব ১৬ ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
আন্তঃজেলা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে রানার্স হয়েছে বর্ধমান। তারা ডায়মন্ডহারবার স্টেডিয়ামে ফাইনালে মুর্শিদাবাদের কাছে ১৬ রানে হেরে যায়। প্রথমে ব্যাট করে মুর্শিদাবাদ করে ২০ ওভারে ১৫৬। বর্ধমান করে ১৪০। সেমিফাইনালে বর্ধমান ৩৬ রানে দক্ষিণ কলকাতাকে হারিয়েছিল।
|
নবারুণ সঙ্ঘের হার
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া |
রসুই তরুণ সঙ্ঘের পরিচালিত ফুটবলের ফাইনালে উঠল কাটোয়া ন’নগর স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার সেমি ফাইনালে তারা ৪-১ গোলে হুগলির ভদ্রেশ্বর নবারুণ সঙ্ঘকে হারায়। এর আগে এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে ভাতার একাদশ। |