অনেক বারই তাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়েছে। এ বার নিজেই সাংবাদিক হিসেবে কাজ করবেন চেলসি ক্লিন্টন। এনবিসি নিউজে বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ও বিদেশসচিব হিলারি ক্লিন্টন এক সময়ে তাঁদের মেয়েকে সংবাদমাধ্যমের নাগাল থেকে দূরেই রাখতে চেয়েছিলেন। তার পরেও নিজে থেকেই খুব বেশি প্রচারের আলোয় আসেননি চেলসি। তবে ক্লিন্টন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, গত কয়েক বছরে নিজের কাজের পরিধি বাড়াচ্ছিলেন চেলসি।
উইলিয়াম জে ক্লিন্টন ফাউন্ডেশনের কাজের পাশাপাশি প্রেসিডেন্ট নির্বাচনের সময় মায়ের হয়ে প্রচারেও নেমেছিলেন তিনি। সেই সময়েই তিনি এমন বেশ কিছু মানুষের সংস্পর্শে আসেন, যাঁরা সে ভাবে প্রচারের আলো না পেলেও সমাজে কিছুটা পরিবর্তন আনার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। এমন কিছু মানুষের কথাই তুলে ধরতে সাংবাদিকের ভূমিকায় নামছেন চেলসি। অনুষ্ঠানটির নাম ‘মেকিং আ ডিফারেন্স’।
এনবিসি নিউজের প্রেসিডেন্ট স্টিভ ক্যাপুস জানিয়েছেন, চেলসি এমন একটা অনুষ্ঠানেই কাজ করতে চাইছিলেন।
আর চেলসির বক্তব্য, “ঠাকুমা বলতেন জীবনে কী পেয়েছ, সেটা বড় কথা নয়। যা পেয়েছ, তা কী কাজে লাগাচ্ছ সেটাই গুরুত্বপূর্ণ। ঠাকুমার ওই কথাগুলো মাথায় রেখেই আমি এ পর্যন্ত শিক্ষা ক্ষেত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনে কাজ করেছি। আশা করি ‘মেকিং আ ডিফারেন্স’ অনুষ্ঠানেও সেটাই করতে পারব।” চেলসির আগেও এনবিসি নিউজে কাজ করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের মেয়ে জেন্না।
|
বাণিজ্য নিয়ে বৈঠক ভারত-পাক সচিবের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
মলদ্বীপে ভারত-পাক শীর্ষ বৈঠকের এক সপ্তাহ পার না হতেই শুরু হয়ে গেল দু’দেশের বাণিজ্য-সম্পর্ক সংস্কারের কাজ। দিল্লিতে দু’দেশের বাণিজ্য সচিবদের বৈঠক শুরু হয়েছে আজ। যেখানে দিল্লির মূল বক্তব্য, ভারতকে বাণিজ্যের ক্ষেত্রে সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করুক ইসলামাবাদ। |