গড়বেতার স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়নই জমা দিতে পারল না সিপিএম। শুক্রবার গড়বেতার রামসুন্দর বিদ্যায়তন স্কুলে পরিচালন সমিতির নির্বাচনের জন্য মনোনয়ন জমার শেষ দিন ছিল। তৃণমূল ৬টি আসনেই মনোনয়ন দিলেও সিপিএম একটি আসনেও মনোনয়ন জমা দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় পেয়ে পেলেন তৃণমূল-সমর্থিতরা।
|
মালঞ্চ উইলস্টার ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার হল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন এলাকার শিল্পীরা। অনুষ্ঠানের আগে ৫০ জন দুঃস্থকে মশারি দান করা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজ খালেদ, খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত-সহ বিশিষ্টরা।
|
সুদর্শন জয়ন্তী আয়োজিত হল খড়্গপুরের ট্রাফিক অম্বেডকর কলোনিতে। খড়্গপুর সুদর্শন সমাজের পক্ষ থেকে বৃহস্পতিবার নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের পুরপ্রধান জহরলাল পাল-সহ বিশিষ্টরা।
|
রাস-উৎসবে গরিবদের সাহায্যের জন্য এগিয়ে এল বেলদা-দাঁতন বাসস্ট্যান্ড রাস-উৎসব কমিটি। এক সংস্থার সাহায্যে ২৫০ জন গরিব মানুষের বিমা করে দেওয়া, ৪০০ গরিব মানুষকে কম্বল বিতরণ ও প্রায় দেড় হাজার মানুষকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় শুক্রবার। রাস-উৎসব কমিটির সম্পাদক রাজু চাণ্ডক বলেন, “এমন একটি উৎসবে গরিবদের সাহায্য করতে পারলে উৎসবের আনন্দই আরও বাড়ে। তাই আমাদের কমিটির এই উদ্যোগ।”
|
গড়বেতার স্কুলে নিরঙ্কুশ তৃণমূল |
একটা সময় গড়বেতা ছিল সিপিএমের ‘লাল-গড়’। পরিবর্তনের প্রবল ঝড়েও গত বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছেন সিপিএমের সুশান্ত ঘোষ। সেই গড়বেতাতেই একটি স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মনোনয়নই জমা দিতে পারল না সিপিএম।
শুক্রবার গড়বেতার রামসুন্দর বিদ্যায়তন স্কুলে পরিচালন সমিতির নির্বাচনের জন্য মনোনয়ন জমার শেষ দিন ছিল। তৃণমূল ৬টি আসনেই মনোনয়ন দিলেও সিপিএম একটি আসনেও মনোনয়ন জমা দিতে পারেনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জয় পেয়ে পেলেন তৃণমূল-সমর্থিতরা।
|
মালঞ্চ উইলস্টার ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার হল নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন এলাকার শিল্পীরা। অনুষ্ঠানের আগে ৫০ জন দুঃস্থকে মশারি দান করা হয়। উপস্থিত ছিলেন খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজ খালেদ, খড়্গপুর টাউন থানার আইসি স্বপন দত্ত-সহ বিশিষ্টরা।
|
সুদর্শন জয়ন্তী আয়োজিত হল খড়্গপুরের ট্রাফিক অম্বেডকর কলোনিতে। খড়্গপুর সুদর্শন সমাজ বৃহস্পতিবার নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে। ছিলেন পুরপ্রধান জহরলাল পাল। |