টুকরো খবর
বেলদার লজে প্রৌঢ়ের দেহ
বেলদার একটি লজ থেকে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম অপূর্ব হালদার (৫৭)। বাড়ি দার্জিলিংয়ের ঘরিবাড়ি এলাকার বিবেকানন্দপল্লিতে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ঋণভারে জর্জরিত ওই ব্যক্তি বিষ খেয়েই আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে খবর, গত ৫ নভেম্বর বেলদার ওই লজে আসেন অপূর্ববাবু। কথা ছিল, সোমবার সকাল ১০টার মধ্যেই তিনি ঘর ছেড়ে দেবেন। কিন্তু এ দিন বেলা ১১ টার পরও ঘর থেকে না বেরনোয় লজের কর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে লজ কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, দাঁতন ও আশপাশের এলাকায় অপূর্ববাবুর পরিজনেরা রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতেই এসেছিলেন তিনি। অপূর্ববাবুর কাছ থেকে কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়েছে। সেগুলিকে ‘সুইসাইড নোট’ হিসেবেই দেখছে পুলিশ। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার বলেন, “তদন্ত শুরু হয়েছে। কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

কর্মী সম্মেলন

‘বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন’-এর খড়্গপুর সার্কেলের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হল বোগদায়। গত শনিবার শহিদবেদিতে মাল্যদানের মাধ্যমে সম্মেলন শুরু হয়। বক্তব্য রাখেন সংগঠনের খড়্গপুর শাখা সম্পাদক শ্যামাপদ রাণা, পশ্চিম মেদিনীপুর জেলা শাখা সম্পাদক প্রণব মিত্র প্রমুখ। কর্মীদের নানা সমস্যা নিয়ে আলোচনা হয় সম্মেলনে। সংগঠনের জেলা সম্পাদক জানান, শূন্যপদে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ। স্বেচ্ছাবসরের মাধ্যমে বহু কর্মীকে বসিয়ে দেওয়ার চেষ্টা চলছে। প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন।

প্রতিবন্ধীদের জন্য

প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কুলব্যাগ দেওয়া হল গড়বেতা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির উদ্যোগে। সোমবার এক অনুষ্ঠানে ৫০ জন পড়ুয়াকে সাহায্য করা হয়। এ বছর পুজোর ২৫ তম বর্ষ। খরচ বাঁচিয়ে হাসপাতালের রোগীদের ফল বিতরণ, রক্তদান শিবির-সহ নানা আয়োজন ছিল বলে পুজো কমিটির সম্পাদক স্নেহাংশু রায় জানান।

ছাত্রের অপমৃত্যু

এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুর শহরের হবিবপুরে। মৃতের নাম সন্তোষ ভকত (১৮)। বাড়ি হবিবপুরের সূর্যনগরে। মেদিনীপুর কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন সন্তোষ। সোমবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের ধারণা, পরিবারের কারও সঙ্গে বচসার জেরেই এই ঘটনা।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.