টুকরো খবর
চিকিৎসক, নার্সদের বয়ান নিল কমিটি
লালবাগ হাসপাতালে রাজ্য স্বাস্থ্য দফতরের তদন্তকারী দল। নিজস্ব চিত্র।
প্রসূতির শরীর ‘অ্যাসিডে পুড়ে’ যাওয়া নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের লিখিত বয়ান নিল রাজ্য স্বাস্থ্য দফতর গঠিত তদন্তকারী কমিটি। কথা বলল ওই প্রসূতি শিখা বিবির সঙ্গেও। রবিবার দুপুরে ওই তদন্ত কমিটির দুই সদস্য--উপ-সহ অধিকর্তা (স্বাস্থ্য প্রশাসন) অনিরুদ্ধ মুখোপাধ্যায় ও কলকাতা মেডিক্যাল কলেজের প্রফেসর (চর্মরোগ বিভাগ) নিলয় দাস লালবাগ মহকুমা হাসপাতালে যান। শিখা বিবিকে পরীক্ষার পরে, তাঁর অনুমতি নিয়ে শরীরের পোড়া অংশের ছবিও তোলেন তাঁরা। তবে প্রাথমিক তদন্তে কী পাওয়া গিয়েছে, সেই সম্বন্ধে কেউই মুখ খুলতে চাননি। অনিরুদ্ধবাবু বলেন, “তদন্তের ব্যাপারে কিছু বলব না। যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্ট জমা দেওয়া হবে।” গত সোমবার এই হাসপাতালের কর্মীদের গাফিলতিতে শিখাবিবির শরীরের কিছু অংশ ‘অ্যাসিডে’ পুড়ে যায় বলে অভিযোগ। এ দিন প্রসূতি বিভাগ, বিশেষ করে শিখা বিবি যে ঘরে রয়েছেন, তা ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন। শিখা বিবির বিছানায় পড়েছে নতুন চাদর। মশারিও টাঙানো হয়েছে। ঘরের কোণে পড়ে থাকা মরচে পড়া তিনটে ‘বেবি-কট’ও সরিয়ে ফেলা হয়েছে। ঘরের মেঝেও ঝকঝকে। শিখাবিবি বলেন, “আমি ওঁদের সব বলেছি। এখানে ঠিকমতো চিকিৎসা পাচ্ছি কি না, ওঁরা জানতে চেয়েছিলেন। অন্য কোনও হাসপাতালে যেতে চাই কি না, তা-ও জিজ্ঞাসা করেন। কিন্তু আমি গরিব মানুষ। বাড়ির কাছাকাছি হাসপাতালে থাকলেই আমার সুবিধা হবে।”

হাসপাতালে জেলাশাসক
রোগীর আত্মীদের চিকিৎসকদের সঙ্গে কথা বলতে হাসপাতাল চত্বরে পৃথক জায়গা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক স্মারকী মহাপাত্র। রবিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। প্রসূতি বিভাগে এক শয্যায় একাধিক রোগীকে শুয়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। বিভাগের আয়তন বাড়িয়ে বেশি শয্যার ব্যবস্থা করার নির্দেশ দেন। হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়স্বজনদের সঙ্গে চিকিৎসকরা সব সময় কথা বলেন না বলে জেলাশাসকের কাছে অভিযোগ আসে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। জেলা শাসক বলেন, “বিভিন্ন নির্দেশ দিয়েছি। চিকিৎসক সমস্যার বিষয়ে রাজ্য স্বাস্থ্য দফতরে জানিয়েছি।”

রেল হাসপাতাল নিয়ে কর্মশালা
রেলের হাসপাতালগুলির পরিষেবা আরও উন্নত করতে ‘সারা ভারত রেলওয়ে মেডিক্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর দু’দিনের বৈজ্ঞানিক কর্মশালার আয়োজন হয়েছে শিয়ালদহের বিআর সিংহ হাসপাতালে। দেশের ১৯টি রেলওয়ে জোনের ৩০০ বিশেষজ্ঞ চিকিৎসক এতে অংশ নিয়েছেন। চিকিৎসা সংক্রান্ত তথ্য আদানপ্রদান, গবেষণাপত্র পাঠ, আধুনিক চিকিৎসা নিয়ে আলোচনার পাশাপাশি শনিবার এখানে হাতেকলমে পাঁচটি ল্যাপারোস্কোপি সার্জারি করে দেখান চিকিৎসকেরা। উল্লেখ্য, এ বছরের সেরা জোনাল হাসপাতালের শিল্ড দেওয়া হয়েছে বিআর সিংহ হাসপাতালকে। সারা ভারত রেলওয়ে হেলথ সার্ভিসের অধিকর্তা ভি কে রামটেক এবং পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বরুণ ভরথুয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যকেন্দ্রে সরঞ্জাম দান
ছেলের ইচ্ছে পূরণে এগিয়ে এলেন বাবা-মা। এক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে হাড়োয়া স্বাস্থ্যকেন্দ্রে রক্তচাপ মাপার যন্ত্র, বেবি সকার-সহ নানা চিকিৎসা সরঞ্জাম তুলে দিলেন তাঁরা। বিএমওএইচ শশাঙ্ক পোদ্দারের হাতে ওই সরঞ্জাম তুলে দেওয়া হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে শিশু-কিশোরদের নিয়ে আঁকা, প্রশ্ন-উত্তর প্রতিযোগিতা করা হয়। ক্যানসারে আক্রান্ত ৩ জনকে অর্থ সাহায্য করা হয়। সংস্থার পক্ষে আব্দুল রেজ্জাক মোল্লা জানান, অজিত সরকার এবং কল্যাণীদেবীর ছেলে শিবাজী ক্যানসারে মারা যান। তাঁর অর্জিত অর্থ গরিব মানুষের সেবায় লাগানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। ছেলের সেই ইচ্ছে পূরণে এগিয়ে আসেন অজিতবাবু-কল্যাণীদেবী।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.