টুকরো খবর |
যুব কংগ্রেস নেতা খুনে ধৃত আরও ২
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া |
বাদুড়িয়ার যুব কংগ্রেস নেতা খুনের ঘটনায় জড়িত অভিযোগে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম সাবুর আলি সর্দার এবং স্বপন ঘোষ। শনিবার কেয়াফতকাটি গ্রামে বাড়ি থেকেই তাদের ধরা হয়। ওই ঘটনায় এই নিয়ে মোট ৪ জনকে গ্রেফতার করা হল। গত ২০ অক্টোবর বাড়ির কাছেই খুন হন কাটিয়াহাটের বাসিন্দা যুব কংগ্রেস নেতা দেবকুমার অধিকারী। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের গ্রেফতারের দাবিতে বসিরহাটের মহকুমাশাসকের দফতরের সামনে দু’দিন কংগ্রেসের তরফে অনশন কর্মসূচি পালন করা হয়। ঘটনার সিআইডি তদন্তের দাবিতে সই সংগ্রহ করা হয়। অভিযোগ, দলের একাংশও ওই ঘটনায় জড়িত। জেলা কংগ্রেস নেতা সম্রাট তফাদার বলেন, “রাজনৈতিক পরিচয় না দেখে অবিলম্বে মূল অপরাধীদের গ্রেফতার করতে হবে।”
|
বাইক চুরি, ধৃত ১
নিজস্ব সংবাদদাতা • দেগঙ্গা |
মোটরবাইক চুরি চক্রে জড়িত অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম মকবুল হোসেন। বাড়ি বারাসতের গোলাবাড়ি এলাকায়। শনিবার সন্ধ্যায় বেড়াচাঁপার কাউকেপাড়ার কাছ থেকে একটি চোরাই বাইক-সমেত তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই-সহ নানা অভিযোগ ছিল। বাইক চুরিরও অভিযোগ ছিল।
|
স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
বাংলাদেশিদের অবৈধ ভাবে যাতায়াত বন্ধ করা, যশোহর রোড যানজট মুক্ত করা, সীমান্ত এলাকার বাসিন্দাদের নিরাপত্তা সুনিশ্চিত করা-সহ সাত দফা দাবিতে ছয়ঘরিয়া পঞ্চায়েতের কয়েকশো বাসিন্দা স্মারকলিপি দেন মহকুমাশাসক সঞ্জয় মুখোপাধ্যায়কে। শুক্রবার স্মারকলিপি দেওয়ার আগে মহকুমাশাসকের দফতরের সামনে প্রতিবাদ সভাও করেন গ্রামবাসীরা। ছিলেন বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস।
|
ক্যানিংয়ে সমাবেশ
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় নেতা মোহন রাও ভাগবত। তিনি বলেন, “এটি কোনও রাজনৈতিক দল নয়, দেশে একটি সুশৃঙ্খল সমাজ গঠনই তাঁদের মূল লক্ষ্য।”
|
বিদ্যালয়ের সার্ধ শতবর্ষ পালন
নিজস্ব সংবাদদাতা • হাসনাবাদ |
সার্ধ শতবর্ষ উৎসব শুরু হয়েছে হাসনাবাদের টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়ে। শনিবার অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সৌগত রায়। ছিলেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী শ্যামল মণ্ডল, বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম, বসিরহাট দক্ষিণের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। বিদ্যালয়ের ইতিহাস নিয়ে সিডি প্রকাশিত হয়। কৃতি ছাত্রীদের পুরস্কার এবং প্রাক্তন ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। ছিল আবৃত্তি, নাচ, গান, নাটক এবং নৃত্যনাট্য। নানা বিষয়ের উপর প্রদর্শনী।
|
বারাসতে ডাকাতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারাসতে রবিবার রাতে গৃহকর্ত্রীকে মারধর করে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। টাকা, গয়নার সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসপত্রও লুঠ করে দুষ্কৃতীরা। পুলিশি সূত্রের খবর, প্রহৃত গৃহকর্ত্রীর নাম শান্তা মজুমদার। বারাসতের পাঁচ নম্বর পান্নাঝিল এলাকার বাড়িতে তিনি একাই ছিলেন। রাত ৯টা নাগাদ তিন সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হামলা চালায়। শান্তাদেবীর অভিযোগ, তাঁকে মারধর করে দুষ্কৃতীরা সাত ভরি সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য জিনিস নিয়ে চম্পট দেয়।
|
জখম দুই শিশু |
ঘরের চাল ভেঙে জখম হল দুই শিশু। রবিবার, আগরপাড়া চটকলের শ্রমিক কোয়ার্টার্সে। আহত আফরিন পারভিন ও ভাস্কর সাউ হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, এ দিন সকালে তিনটি ঘরের চালের একাংশ ভেঙে পড়ে। শ্রমিকদের অভিযোগ, জরাজীর্ণ ওই কোয়ার্টার্সগুলির দিকে নজর দেয় না মালিকপক্ষ। মালিকপক্ষের সঙ্গে অবশ্য যোগাযোগ করা যায়নি।
|
গ্রেফতার যুবক |
১৬ বছরের স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল এক তরুণ। রবিবার, আলমবাজার থেকে। ধৃতের নাম সোনু সাউ (১৯)। শনিবার সল্টলেকের এক ফ্ল্যাট থেকে ওই ছাত্রীর খোঁজ মেলে। পুলিশ জানায়, কাশীপুরের বাসিন্দা ওই কিশোরী ২৬ অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরেনি। পরদিন নিখোঁজ ডায়েরি হয়। তদন্তে নেমে পুলিশ সোনুর কথা জানতে পারে। পুলিশের দাবি, ওই ছাত্রী জানায়, সোনুই তাকে ফ্ল্যাটে নিয়ে যায়। আজ, সোমবার সোনুকে আদালতে তোলা হবে। |
|