টুকরো খবর
উপপ্রধান গ্রেফতার, বিক্ষোভ
দলীয় উপ প্রধান গ্রেফতারের প্রতিবাদে রাত ভর থানায় বিক্ষোভ দেখালেন খড়গ্রাম ব্লক কংগ্রেসের নেতা কর্মীরা। কৃত্তিপুর পঞ্চায়েতের উপপ্রধান কংগ্রেসের ইনামউদ্দিন শেখকে এ দিন গ্রেফতার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন খড়গ্রামের মুরচা গ্রামের প্রাথমিক স্কুলে নিম্নমানের মিড ডে মিল দেওয়ার প্রতিবাদ করেন তিনি। তার জেরে স্কুলেরই এক পার্শ্ব শিক্ষকের সঙ্গে তাঁর সবচসা হয়। ওই শিক্ষকের বাড়ির লোকজনের তরফে থানায় ইনামুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই উপপ্রধানকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কংগ্রেস বিধায়ক আশিস মার্জিত বলেন, “ইনামউদ্দিন ওই ঘটনার সময়ে ওইখানে ছিলেনই না। পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেফতার করেছে। এর প্রতিবাদে আমরা শনিবার রাত ৯টা থেকে ভোর তিনটে পর্যন্ত খড়গ্রাম থানায় বিক্ষোভ দেখিয়েছি।”

পলিথিন চুরি, অভিযুক্ত প্রধান
গ্রামের দুঃস্থ মানুষের জন্য বরাদ্দ পলিথিন হাতিয়ে নিয়েছেন খোদ গ্রাম পঞ্চায়েত প্রধান। রানিগরের মালবাড়ি ১ নম্বর পঞ্চায়েতের সিপিএম প্রধান সাজেদা বিবির বিরুদ্ধে সম্প্রতি এমনই অভিযোগ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। পঞ্চায়েত ভবনে তাঁরা বিক্ষোভও দেখান। মজার ব্যাপার ওই বিক্ষোভে সামিল হন সিপিএমের স্থানীয় পঞ্চায়েত সদস্যও। সব অভিযোগ উড়িয়ে দিয়ে সাজেদা বিবি বলেন, “বিডিও অফিস থেকে পলিথিন তুলে সেখানেই তা দুঃস্থ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে। হয়তো তাই পঞ্চায়েত সদস্যরা তা জানতে পারেননি।” পঞ্চায়েতের সচিব অমরেন্দ্র সরকার জানান, পলিথিন বিতরণের ব্যাপারে তাঁর কিছু জানা নেই।

খড়গ্রামে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি
মুর্শিদাবাদের খড়গ্রামের সাদল থেকে উদ্ধার হল ২২টি আগ্নেয়াস্ত্র ও ১৯টি গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দিন সাদল অঞ্চলের শঙ্করপুর গ্রাম সংলগ্ন রাস্তায় একটি সাঁকোর পাশ থেকে পাওয়া গিয়েছে ১৪টি এক নলা বন্দুক, ৬টি পাইপগান, দু’টি পিস্তল-সহ ওই গুলি। সম্প্রতি ওই এলাকায় একটি সর্বদলীয় শান্তি কমিটি তৈরি করা হয়েছে। জেলা পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজের ভাণ্ডার রয়েছে। তবে এলাকার বাসিন্দারা যে ভাবে শান্তি রক্ষা করতে এগিয়ে এসেছেন, তা প্রশংসনীয়। তবে এখনও অনেক অস্ত্র রয়েছে ওই এলাকায়।”

নিরঞ্জন মিস্ত্রি ফের সিপিএমে
সিপিএম শিবিরেই ফিরে এলেন নদিয়ার তাহেরপুর নোটিফায়েড এলাকার প্রাক্তন চেয়ারম্যান নিরঞ্জন মিস্ত্রি। শনিবার সিপিএমের এক কর্মীসভায় তিনি এ কথা ঘোষণা করেন। নিরঞ্জনবাবু ১৯৯৫ থেকে ২০০৬ পর্যন্ত তাহেরপুরে সিপিএমের কাউন্সিলর ছিলেন, চেয়ারম্যানও নির্বাচিত হয়ন। দলবিরোধী কাজের জন্য ২০০৬ সালে তাঁকে বহিষ্কার করা হয়। ২০১০ সালের পুর নির্বাচনে তিনি নির্দলপ্রার্থী হিসাবে নির্বাচিত হন। পরে তিনি তৃণমূলে যোগ দিয়ে পুরপ্রধানের পদ পান। মাস দেড়েক আগে তৃণমূল সদস্যদের অভিযোগের ভিত্তিতে তিনি চেয়ারম্যানের পদ থেকে অপসারিত হন। সিপিএমের হাঁসখালি জোনাল কমিটির সম্পাদক অবনী বিশ্বাস বলেন, “নিজেকে সংশোধন করার প্রতিশ্রুতিতেই তাঁকে আবার সুযোগ দেওয়া হয়েছে।”

দুর্ঘটনায় মৃত্যু
পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। রবিবার সকালে ধানতলার শিমুলতলা গ্রামে একটি ভ্যান রিকশা ও মোটর বাইকের সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মামুন বিশ্বাস (১৪)। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এই ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। পুলিশ জানিয়েছে ভ্যান রিকশার চালক পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি চলছে। মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হয় সৌরভ কর্মকার (২২) নামে এক মোটরবাইক আরোহীর। বাড়ি কালীগঞ্জের হাটগাছায়। শুক্রবার রাতে পলাশির ফুলবাগান মোড়ে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন সৌরভ। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাস ও চালককে আটক করেছে পুলিশ। অন্য দিকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। রবিবার সকালে ধানতলার শিমুলতলা গ্রামে একটি ভ্যান রিকশা ও মোটর বাইকের সংঘর্ষ হয়। মৃতের নাম মামুন বিশ্বাস (১৪)। আহত হয়েছে আরও দু’জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.