অস্ট্রেলিয়াগামী বিমানে উমেশ যাদব বা বরুণ অ্যারনদের ওঠা কি নিশ্চিত? রবিবারের ইডেনে অশোক দিন্দার আগুনে বোলিং কিন্তু সামান্য হলেও এই প্রশ্ন তুলে দিয়ে গেল। কোটলার উইকেটে যখন ইশান্ত-যাদবদের উইকেটের জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে, তখন ইডেনের নির্বিষ, পাটা উইকেটে স্রেফ গতিতে গুজরাত ব্যাটিংকে ঝলসে দিয়ে গেলেন দিন্দা। তার পরেও বাংলার পেসার নিজে বলছেন, উমেশ-বরুণদের সঙ্গে লড়াইয়ে এখনও তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন। “জাতীয় দলে ফিরতে গেলে একটা ম্যাচে নয়, প্রত্যেক ম্যাচেই এ ভাবেই পারফর্ম করে যেতে হবে আমাকে। বাংলাকে এ বার রঞ্জি ফাইনালে তোলার ইচ্ছে আছে আমার ” বলছিলেন দিন্দা।
এ দিন যখন বোলিং রান আপে যাচ্ছিলেন নানা চিন্তা ঘুরছিল মাথায় তাঁর। “আমরা অনেক রান করেছি ঠিকই, কিন্তু ওরাও তো প্রায় তুলে দিচ্ছিল। খানিকটা চাপ ছিল বলতে পারেন। গত বছরের অসম ম্যাচের কথা মাথায় ঘুরছিল। আমাদের প্রচুর রান ওরা টপকে গিয়েছিল।” চারটে উইকেটের মধ্যে তিনটে ক্ষেত্রে গুজরাত ব্যাটসম্যানের স্টাম্প ছিটকে দিয়েছেন। খুশি? “বলতে পারেন। অনেক সময় পাঁচ উইকেট নিয়েও খুশি হতে পারি না। কারণ নিজে তো বুঝি ভাল করছি, কি করছি না। এ দিন যদি দুটো উইকেটও পেতাম মন খারাপ হত না,” বলছিলেন দিন্দা। একটু থেমে লাজুক হাসি, “দাদি-ও বলল, অনেক দিন পর তোর ভাল বোলিং দেখলাম। এটা চালিয়ে যা।” ইডেনের উইকেট নিয়ে তেমন অভিযোগ নেই। ঘরের মাঠে এ বার চারটে ম্যাচ। উইকেট কি পেস-সহায়ক হলে ভাল হয়? দিন্দা কিন্তু অন্য যুক্তি দিচ্ছেন। বলে দিলেন, “এই পিচে উইকেট তোলার দুটো রাস্তা ছিল। বোল্ড আর এলবিডব্লিউ। খাটতে একটু বেশি হয়েছে কিন্তু গ্রিন টপ বানালে ব্যাটসম্যানদের সমস্যা হবে। কারণ ওরা তো সারা বছর পাটা উইকেটেই খেলে অভ্যস্ত।”
|
বাটদের ফাঁসিয়েছে এক পাক ক্রিকেটারই
সংবাদসংস্থা • করাচি |
পাকিস্তানকে ঘিরে স্পট ফিক্সিং নাটক যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। এ দিন আবার নতুন চাঞ্চল্য তৈরি করলেন সাজা পাওয়া বুকি মাজহার মজিদের ভাই আজহার। আজহারের বক্তব্য, সলমন বাটদের ফাঁসিয়েছেন পাকিস্তানেরই এক ক্রিকেটার। তবে সেই ক্রিকেটারের নাম তিনি করেননি। আজহার অভিযোগ করেছেন, “এই ক্রিকেটারও ইংল্যান্ড সফরে পাক দলের সদস্য ছিল। অধিনায়ক সলমন বাটের উপর তার রাগও ছিল। নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সাংবাদিককে এই ক্রিকেটারই প্রথমে স্পট ফিক্সিং নিয়ে খবর দেয়।” আজহার আরও জানিয়েছেন, পাকিস্তানের এই ক্রিকেটারটি ‘অল্প শিক্ষিত’। এই নাটকের মধ্যেই পাক ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটায় জড়িয়ে পড়া আটকাতে চিন্তা ভাবনা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথম পদক্ষেপ হিসাবে ঠিক হয়েছে, এর পর থেকে পাকিস্তান টিম বিদেশ সফরে গেলে ক্রিকেটারদের উপর নজর রাখার জন্য পাঠানো হবে বিশেষ নজরদারি দল। যাদের কাজ হবে, ক্রিকেটারদের সব সময় চোখে চোখে রাখা, যাতে তারা কোনও জুয়াড়ির সংস্পর্শে না আসেন। পাক বোর্ডের নতুন চেয়ারম্যান জাকা আসরাফ বলেছেন, “বিদেশ সফরে থাকার সময় ক্রিকেটার এবং অফিসিয়ালদের উপর নজর রাখার ব্যবস্থা করব। এক বছর ধরে এক নিরাপত্তা বিষয়ক অফিসারকে টিমের সঙ্গে পাঠাচ্ছি। কিন্তু নজরদারির ব্যবস্থা আরও বাড়াতে হবে।”
|
ফটোফিনিশে যুব দাবা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টাউন হলে চেস ফর ইউথ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত রাউন্ডের আগে চার জন এক বিন্দুতে দাঁড়িয়ে। যে কেউ সোমবার খেতাব জিততে পারেন। এ দিন ষষ্ঠ রাউন্ডের শেষে প্রাক্তন এশীয় অনূর্ধ্ব বারো চ্যাম্পিয়ন দীপ্তায়ন ঘোষ, ওড়িশার সোয়্যামস মিশ্র এবং জয়দীপ দত্ত ও শ্রেয়ান ভৌমিক চার জনই পাঁচ পয়েন্ট করে পেয়ে শীর্ষে আছেন। সোমবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
|
পৈলানকে ৩ গোল ডেম্পোর
সংবাদসংস্থা • ভাস্কো |
রবিবার আই লিগের অন্য ম্যাচে পৈলান অ্যারোজকে ৩-০ গোলে হারিয়েছে ডেম্পো। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ডেম্পোর গোলগুলি দ্বিতীয়ার্ধের মাঝামাঝি ১১ মিনিটের মধ্যে করেন কোকো, র্যান্টি মার্টিন্স ও ডেঞ্জিল। চিরাগ কেরলও ১-২ হেরেছে এয়ার ইন্ডিয়া-র কাছে। বিমানকর্মীদের দুই গোলদাতা মননদীপ (পেনাল্টি) ও সন্দেশ। চিরাগের একমাত্র গোলটি ভিনিথের। চার্চিল ব্রাদার্স ম্যাচের সেরা হেনরি-র গোলে ১-০ হ্যাল-কে হারিয়ে লিগে দুই নম্বরে আছে।
|
বাস্কেটবল দলে বর্ধমানের ছ’জন
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
অনূর্ধ্ব ১৪ রাজ্য ছেলে ও মেয়েদের বাস্কেটবল দলে বর্ধমানের মোট ছ’জন সুযোগ পেয়েছে। মেয়েদের দলের অধিনায়িক হয়েছে বর্ধমানের দিয়া মুখোপাধ্যায়। এই দলে রয়েছে প্রিঙ্কাকা ওঁরাও, দেবস্মিতা রায়, অঞ্জলি পাণ্ডে ও জ্যোতি রাউত। ছেলেদের দলে সুযোগ পেয়েছে শুভদীপ হাজরা। আন্তঃরাজ্য প্রতিযোগিতায় যোগ দিতে পশ্চিমবঙ্গ দল রওনা হয়েছে শনিবার। ৭-১০ নভেম্বর খেলা হবে ছত্তিসগড়ে। |