|
|
|
|
টুকরো খবর |
সিগন্যালে ত্রুটি, খড়্গপুর শাখায় ব্যাহত ট্রেন চলাচল
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দক্ষিণ পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখায় রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ নাগাদ ভোগপুর স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় ত্রুটির কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুই লাইনেই দাঁড়িয়ে পড়ে বেশ কিছু এক্সপ্রেস ও লোকাল ট্রেন। দাঁড়িয়ে পড়ে জগন্নাথ এক্সপ্রেস, রূপসী বাংলা, যশোবন্তপুর এক্সপ্রেস। এর ফলে চরম নাকাল হন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানানো হয়, ওই স্টেশনে সিগন্যাল কেবিনের প্যানেল বোর্ডে যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়। রেলের পরিভাষায় যাকে বলা হয় ‘প্যানেল নো লাইট’। এই অবস্থায় পরবর্তী সিগন্যাল পর্যন্ত আপ ও ডাউন লাইনের সমস্ত ট্রেনকে পাইলট করে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়। এর ফলে যে দূরত্ব পেরোতে ২ মিনিট সময় লাগত, সেক্ষেত্রে প্রায় ৪০ মিনিট সময় লাগে। রেল সূত্রের খবর, সিগন্যাল ব্যবস্থায় ব্যবহৃত ওই প্রযুক্তি বিদেশি হওয়ায় তা সারাতে সময় লাগবে। তবে রাত ১১টা পর্যন্ত রেলের কোনও ইঞ্জিনিয়ার ভোগপুর স্টেশনে পৌঁছননি।
|
নতুন কমিউনিটি হল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
গিরি ময়দান স্টেশনের কাছে রেলের তৈরির কমিউনিটি হলের উদ্বোধন হল। রবীন্দ্রজন্ম সার্ধশতবর্ষ উপলক্ষে হলের নাম রাখা হয়েছে গীতাঞ্জলি। যে কোনও অনুষ্ঠানে ভাড়ায় হলটি ব্যবহার করতে পারবেন রেলকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন ডিআরএম রাজীব কুমার কুলশ্রেষ্ঠ-সহ রেলের আধিকারিক ও শ্রমিক সংগঠনের নেতারা। |
|
|
|
|
|