গড়বেতায় হানা হাতির, জখম ২ |
হাতির হামলায় আহত হলেন দু’জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে, বনবিভাগের গড়বেতা রেঞ্জে। আহত দু’জনকেই গড়বেতা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দু’জনের এক জন ফুলমণি গ্রামের সেলিমা বিবি ও অন্য জন শানপুর গ্রামের শ্যামল ঘোড়ই। বন দফতর জানিয়েছে, রাতে একটি রেসিডেন্ট হাতি গ্রামে ঢুকে পড়েছিল। যাতায়াতের পথে একটি মাটির বাড়ির দেওয়াল ভাঙে হাতিটি। দেওয়াল চাপা পড়ে আহত হন সেলিমা বিবি। আর ভোররাতে বাইরে বেরিয়েছিলেন শ্যামলবাবু। আচমকা হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে আছাড় মারে। তাতেই গুরুতর জখম হন তিনি। তাঁদের চিকিৎসায় সব ধরনের সহায়তার এবং ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে বন দফতর।
|
রামনগর ২ ব্লকের মৈতনা পঞ্চায়েতের প্রাক্তন সিপিএম উপপ্রধান অসীম ভুঁইয়ার পুকুর থেকে বনসৃজনের ১৭টি ইউক্যালিপট্যাস গাছ উদ্ধার করল রামনগর থানার পুলিশ। বর্তমান উপপ্রধান তমালতরু দাসমহাপাত্র ও স্থানীয় পঞ্চায়েত সদস্য অলক নন্দের অভিযোগ,“মৈতনার চট্টাপদ্মপুকুর মৌজায় দিনকয়েক আগে অসীম ভুঁইয়ার নেতৃত্বে কিছু সিপিএম সমর্থক বনসৃজনের ৩০টি গাছ কেটে পুকুরে লুকিয়ে রাখে। বিষয়টি গ্রামবাসীরা জানতে পেরে শুক্রবার রাত থেকে অসীমবাবুর পুকুরে পাহারা দিতে থাকে। শনিবার রামনগর থানার পুলিশ এসে পুকুর থেকে ১৭টি কাটা গাছ উদ্ধার করে।” রামনগর থানার পুলিশ জানিয়েছে, বনসৃজনের গাছ চুরির অভিযোগে প্রাক্তন উপপ্রধান অসীম ভুঁইয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি পলাতক। তবে, রামনগর ২ জোনাল কমিটির সিপিএমের সম্পাদক রোহিনী দাস মহাপাত্র বলেন, “এখন রাজ্যে তো সব কিছুতেই সিপিএম নেতা-কর্মীদের অভিযুক্ত করা হচ্ছে। রাজনৈতিক উদ্দেশ্যেই ফাঁসানো হয়েছে অসীমবাবুকে।”
|
ছ’টি বস্তা ভর্তি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল পুলিশ। মোট ৯৪টি কচ্ছপ ছিল। সেগুলি বনকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, রবিবার ভোরে স্বরূপনগরের চারঘাট বাজার এলাকায় সন্দেহজনক একটি ম্যাটাডর তল্লাশি করে কচ্ছপগুলি উদ্ধার করা হয়।
|
এ গাছ ও গাছ লাফালাফি করতে গিয়ে রবিবার সকালে আরামবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয় এই হনুমানটি। কিন্তু পশু হাসপাতাল এ দিন বন্ধ ছিল। মূলত চার যুবকের উদ্যোগে হনুমানটিকে তখন নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। সেখানে কিন্তু হনুমানের চিকিৎসা করতে কেউ রাজি হননি। স্থানীয় মানুষই তখন প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন। পরে তারকেশ্বরের পশু চিকিৎসক এসে হনুমানটিকে ইঞ্জেকশন, স্যালাইন দেওয়ার ব্যবস্থা করেন। কয়েক ঘণ্টা পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে বন দফতরের কর্মীরা এসে অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যান অসুস্থ হনুমানটিকে।
|
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
ছবি: রাজা বন্দ্যোপাধ্যায়। |
দুর্গাপুজোর কাঠামো তুলে এনে তা ইচ্ছুক প্রতিমা নির্মাণকারীদের মধ্যে বিতরণের সিদ্ধান্ত নিল হলদিবাড়ি পুরসভা। এই প্রথম এই ব্যবস্থা হচ্ছে বলে পুরসভা জানিয়েছে। ইতিমধ্যে হলদিবাড়ি শহরের একটি খাল ও শহরের জলা জায়গা থেকে প্রতিমা কাঠামো তুলে এনে তা পুরসভা অফিস সংলগ্ন ফাঁকা জায়গায় রেখে দেওয়া হয়েছে। হলদিবাড়ি পুরসভার চেয়ানম্যান গৌরাঙ্গ নাগ বলেন, “যারা প্রতিমার কাঠামো নিতে চান, তারা নামমাত্র দাম দিয়ে তা নিয়ে যেতে পারবেন। এই ব্যবস্থার ফলে জলাশয়ের দূষণমুক্তির পাশাপাশি নির্মাণকারীও উপকৃত হবেন।”
|
শহর পরিচ্ছন্ন রাখার জন্য বার্তা দিতে পদযাত্রা হল বাঁকুড়ায়। বাঁকুড়া পুরসভা ও জেলা প্রশাসনের যৌথভাবে আয়োজিত এই পদযাত্রা শুক্রবার বাঁকুড়া শহর পরিক্রমা করে। বাঁকুড়া সদরের মহকুমাশাসক শ্যামল মণ্ডল ও পুরপ্রধান শম্পা দরিপা প্রমুখ উপস্থিত ছিলেন। |