|
|
|
|
টুকরো খবর |
অসংগঠিত কর্মীদের পিএফ জমা এ বার অনলাইনেও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড বা পিএফের টাকা এখন থেকে অনলাইনে জমা দেওয়া যাবে। শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু সম্প্রতি মহাকরণে জানান, এত দিন ওই টাকা নির্দিষ্ট শ্রম আধিকারিকের কাছে জমা দিতে হত। কিন্তু এ বার থেকে তা অনলাইনে জমা দেওয়া যাবে। এর ফলে শ্রমিকেরা সহজেই জানতে পারবেন, তাঁদের এবং রাজ্য সরকারের দেওয়া টাকা পিএফ অ্যাকাউন্টে জমা পড়েছে কিনা।
বর্তমানে অসংগঠিত ক্ষেত্রের ২৬ লক্ষ শ্রমিক এই সুবিধা পাবেন এবং বাকিদেরও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে বলে শ্রমমন্ত্রী জানিয়েছেন। শ্রমিকরা প্রতি মাসে ২০ টাকা করে জমা দিলেও রাজ্যের পূর্বতন বামফ্রন্ট সরকার অনেক ক্ষেত্রে টাকা জমা দেয়নি বলে অভিযোগ করেন শ্রমমন্ত্রী।
তিনি বলেন, “আগের সরকার অসংগঠিত শ্রমিকদের পিএফ বাবদ ৩৮ কোটি টাকা বকেয়া রেখে গিয়েছে। যা শ্রমিকরা জানতেও পারেননি।” এ দিন শ্রম সচিব দিলীপ রথ জানান, “শ্রম দফতরের সদর থেকে শুরু করে ব্লক স্তর পর্যন্ত পিএফ বাবদ টাকা জমা দেওয়ার বিষয়টি কম্পিউটারাইজ্ড করা হয়েছে। আমাদের ৪৮০টি শ্রমিক কল্যাণ কেন্দ্রের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা পিএফের টাকা জমা দিতে পারবেন।”
|
অনিলের সম্মান |
ব্রিটেনের ওয়ারউইক বিজনেস স্কুল পর্ষদের সদস্য হলেন অনিল ধীরুভাই অম্বানী গোষ্ঠীর কর্ণধার অনিল অম্বানী। সংশ্লিষ্ট সূত্রে খবর, তিনিই প্রথম ভারতীয়, যিনি এই সম্মান পেলেন। |
|
|
|
|
|