১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে বীরভূম জেলার নদীবাঁধ ও মজে যাওয়া সেচখালগুলি সংস্কার করা হবে। রবিবার সিউড়িতে এ কথা বলেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া।তবে এই প্রস্তাব দিয়েছিলেন জেলা সভাধিপতি অন্নপূর্ণা মুখোপাধ্যায়। জেলা সভাধিপতি বলেন, “আমার দেওয়া প্রস্তাব বাস্তবায়িত করতে তিনি রাজি হয়েছেন। সেই সঙ্গে বলেছেন, ১৫০ কোটি টাকার খসড়া প্রস্তাব পাঠাতে। আমি খুবই খুশি।” এ দিন সিউড়িতে জেলাশাসকের অফিসের সভাঘরে জেলাপ্রশাসন ও সেচ দফতরের বিভাগীয় আধিকারিকদের নিয়ে সেচ মন্ত্রী দীর্ঘ বৈঠক করেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী চন্দ্রনাথ সিংহ ও প্রাণিসম্পদ বিকাশ ও উন্নয়ন মন্ত্রী নুরে আলম চৌধুরী। বৈঠকে জেলাপ্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) অমিতাভ সেনগুপ্ত প্রস্তাব দেন, দীর্ঘদিন ধরে ‘কান্দি মাস্টার প্ল্যান’ আটকে রয়েছে। ওই প্ল্যানটি বাস্তবায়িত হলে এক দিকে যেমন বীরভূম, মুর্শিদাবাদ ও ঝাড়খণ্ডের কিছু অংশ সেচ সেবিত হত তেমনি ওই এলাকাগুলি বন্যার হাত থেকে রেহাই পেত। সেচমন্ত্রী বলেন, “কান্দি মাস্টার প্ল্যানের বিকল্প হিসেবে সিদ্ধেশ্বরী নুনবিল প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়িত হয় তা দেখা হবে।” তাঁর ওই প্রস্তাবকে সমর্থণ করেন জেলার দুই মন্ত্রীও। এ দিন সেচ প্রকল্প ছাড়াও জেলার ক্ষুদ্র শিল্প যেন ‘কাঁথাস্টিচ’, রাজনগরের ‘ফিসাল ফার্ম’ যাতে উজ্জিবীত হয় তার জন্য প্রশাসনের তরফে মন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। অতিরিক্ত জেলাশাসক অমিতাভবাবু বলেন, “জেলার প্রচুর জমিদারি বাঁধ রয়েছে সেগুলির অবস্থা খুব খারাপ। এ ব্যাপারেও মন্ত্রীকে জানানো হয়েছে। তিনি সংস্কারের আশ্বাসও দিয়েছেন।”
|
গ্রামের চারপাশে তিনটি পুকুুর। কিন্তু বর্ষাকাল পার হতে না হতেই মোরাম বা পাথুরে এলাকা দুবরাজপুরের রাধামাধবপুর গ্রামের পুকুরে জল কমে যায়। গ্রামবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে গত বছর দুবরাজপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে বাসুদেব হীর নামে একটি পুকুর সংস্কার করা হয়। এর ফলে কিছুটা হলেও উপকৃত ওই গ্রামের বাসিন্দারা। তবে বাসিন্দারা চান, বাকি দু’টি পুকুর সংস্কার করা হলে ওই পুকুরের জল সেচের কাজে লাগানো যাবে। কালীদিঘি ও নতুন পুকুর নামে দু’টি পুকুর সংস্কারের জন্য বাসিন্দারা যন্ত্র ব্যবহারের দাবি জানিয়েছেন। রাধামাধবপুর গ্রামটি চিনপাই পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামবাসী বাবুরাম ওরাং, কার্তিক ওরাং, কল্পনা ওরাংরা, উর্মিলা ওরাংরা বলেন, “১০০ দিনের কাজের মাধ্যমে পুকুরগুলি সংস্কার করার ব্যবস্থা করলে আমাদের গ্রামের বাসিন্দারা বেশ কয়েকদিন কাজ পাবেন ঠিকই কিন্তু পাথর ও মোরাম যুক্ত পুকুরগুলি ঠিক মতো সংস্কার করা যাবে না। ফলে ভবিষ্যতে আমাদের কাজে আসবে না।” তাঁদের দাবি, “যন্ত্রের সাহায্যে পুকুর সংস্কারের জন্য বহুবার পঞ্চায়েতে জানানো হয়েছে। কিন্তু কোনও সদুত্তর মেলেনি।” চিনপাই পঞ্চায়েতের প্রধান, সিপিএমের শ্যামসুন্দর মুখোপাধ্যায় বলেন, “ওই গ্রামে জলকষ্ট আছে। তবে সেটা অনেকটাই মিটে গিয়েছে গত বছর দুবরাজপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটি পুকুর সংস্কার হওয়ায়। কারণ যন্ত্র ছাড়া ওখানে পুকুর সংস্কারের কাজ করা সম্ভব নয়। এ ব্যাপারে আমার কিছু করার নেই। ১০০ দিন কাজের মাধ্যমে পুকুর সংস্কার করা গেলে আমি করিয়ে নিতাম। যেহেতু বাসিন্দারা যন্ত্র দিয়ে পুকুর সংস্কারের দাবি তুলেছেন এ ব্যাপারে বিডিও আমাকে অনুমতি দিতে পারেন।” দুবরাজপুরের বিডিও গোবিন্দ দত্ত বলেন, “সাধারণ ভাবে ১০০ দিনের কাজের বাইরে যন্ত্র দিয়ে পুকুর সংস্কার করতে হলে অন্য প্রকল্প করাতে হবে। প্রধান যদি লিখিত ভাবে এ ব্যাপারে জানান, তা হলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদের টাকায় এ ধরনের কাজ করানো সম্ভব।” বিডিও আরও বলেন, “পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্যদের টাকায় যন্ত্র দিয়ে বেশকিছু পুকুর সংস্কারের জন্য সম্প্রতি প্রস্তাব অতিরিক্ত জেলাশাসকের (উন্নয়ন) কাছে পাঠানো হয়েছে। দেখতে হবে সেখানে ওই দু’টি পুকুর ধরা আছে কি না। যদি থাকে সমস্যা শীঘ্রই মিটবে।”
|
গরুরহাট থেকে ৭৮টি জাল ৫০০ টাকা-সহ দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ইলামবাজার থানার শুকবাজার গরুরহাটের ঘটনা। শনিবার সেখান থেকে গ্রেফতার করা হয় স্থানীয় নবগ্রামের শেখ হোসেনকে। তার কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ইলামবাজার থেকে মহম্মদ সোহেমকে গ্রেফতার করা হয়। হাওড়ার ডোমজুড়ে তার বাড়ি। জেলা পুলিশ সুপার নিশাত পারভেজ বলেন, “ওই দু’জন জাল টাকার কারবারে যুক্ত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” রবিবার ধৃতদের বোলপুর আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
|
মৃত্যু হল অগ্নিগদ্ধ এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম গৌতম লেট (৩০)। বাড়ি রামপুরহাট থানার বালিয়ামৃত্যুঞ্জয়পুর গ্রামে। শনিবার সন্ধ্যায় ওই যুবককে হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি করানো হয়েছিল। পরে সেখানে তাঁর মৃত্যু হয়। অন্য দিকে, রবিবার রামপুরহাট হাসপাতালে কে বা কারা মৃত অবস্থায় এক অজ্ঞাতপরিচয় প্রৌঢ়কে নিয়ে আসেন। দুপুরে দেহটি ময়না তদন্ত হয়।
|
প্রধান শিক্ষকদের কাছ থেকে মিড-ডে মিলের দায়িত্ব সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। রবিবার রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনে জেলা তৃণমূল শিক্ষাসেলের সাধারণ সভায় শিক্ষকদের কাছে এই আবেদন করেন আশিসবাবু। শিক্ষাসেলের রাজ্য সম্পাদক গগণ সরকার, সংগঠনের জেলা সভাধিপতি গৌরীশঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। |