টুকরো খবর
ট্রেনে কাটা পড়ে ছাত্রীর মৃত্যু, অবরোধ গৌরদহে
ট্রেনে কাটা পড়ে এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার সকালে জনতা প্রায় আধ ঘণ্টা রেল অবরোধ করে শিয়ালদহ (দক্ষিণ)-ক্যানিং শাখার গৌরদহ স্টেশনে। ফলে, ক্যানিং ও ঘুটিয়ারিশরিফের মধ্যে বিঘ্নিত হয় ট্রেন চলাচল। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯টা নাগাদ। মৃতের নাম শেফালি পুরকাইত (১৭)। সে জীবনতলা থানার গৌরদহের পুরকাইত পাড়ার বাসিন্দা। রেল লাইনের ধারেই বাড়ি। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তালদি সুরবালা গার্লস হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী শেফালি প্রতিদিনের মতো ঘুটিয়ারিশরিফে গৃহশিক্ষকের কাছে পড়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিল। ডাউন ক্যানিং লোকালের ধাক্কায় তার মৃত্যু হয়। রাতেই সোনারপুর রেল পুলিশ দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। সকালে দুর্ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয় লোকজন রেল লাইনের ধারের রাস্তা চওড়া করার দাবিতে পৌনে ৯টা থেকে অবরোধ করেন। শেফালির বাবা জগন্নাথবাবু বলেন, “প্রতিদিনই ও রেললাইন ধরে ফিরত। এমন যে হবে ভাবতে পারছি না।” তাঁর প্রতিবেশী শতদল মণ্ডল বলেন, “রেললাইনের ধারে সরু রাস্তাটি দীর্ঘদিন বেহাল। তাই অনেকেই রেললাইন ধরে হাঁটেন। মঙ্গলবার রাতে কাছেই একটি অনুষ্ঠানে মাইক বাজছিল। মনে হয়, মাইকের শব্দে শেফালি ট্রেন আসার ব্যাপারটা বুঝতে পারেনি।” প্রাথমিক তদন্তে রেল পুলিশেরও অনুমান, ছাত্রীটি অন্যমনস্ক ছিল। শিয়ালদহের ডিআরএম পুরুষোত্তম গুহ এ দিন বলেন, “সকালে ক্যানিং ও ঘুটিয়ারিশরিফের মধ্যে আধ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে কোনও ট্রেন বাতিল করা হয়নি। একটি আপ ও ডাউন ট্রেন দেরিতে চলে।”

শিক্ষকদের তালাবন্দি করে বিক্ষোভ স্কুলে
স্কুল-ম্যাগাজিনে প্রধান শিক্ষক তাঁদের সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন, এই অভিযোগে বুধবার দক্ষিণ ২৪ পরগনার রামনগর খোর্দনহলা বিপিনবিহারী শিক্ষাসদন হাইস্কুলে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তাঁরা প্রায় আড়াই ঘণ্টা শিক্ষকদের তালাবন্দি করে রাখেন। ফলে, ব্যাহত হয় পঠনপাঠন। শেষে পুলিশ গিয়ে পরিস্থিতি সামলায়। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল-ম্যাগাজিন ‘প্রেরণা’তে প্রধান শিক্ষক দেবকুমার বিশ্বাসের একটি লেখা রয়েছে। অভিযোগ, সেই লেখায় দেবকুমারবাবু স্কুলে চুরি, স্কুলের মাঠে ছাগল বাঁধা, নিকাশি ব্যবস্থায় বাধা দেওয়া-সহ নানা অভিযোগ তুলেছেন খোর্দনহলার বাসিন্দাদের বিরুদ্ধে। অভিভাবক এবং গ্রামবাসীদের বক্তব্য, ওই লেখার মাধ্যমে দেবকুমারবাবু তাঁদের অপমান করেছেন। এ ব্যাপারে তাঁরা প্রধান শিক্ষকের সঙ্গে দিন কয়েক আগে কথা বলতে যান। বুধবার আলোচনার দিন স্থির হয়। কিন্তু এ দিন দেবকুমারবাবু স্কুলে আসেননি। এতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাঁরা প্রথমে বিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখান। পরে শিক্ষকদের তালাবন্দি করে রাখেন। দেবকুমারবাবু বলেন, “ও ভাবে লিখতে চাইনি। গ্রামবাসীদের বলেছিলাম। আমি সকলের বিরুদ্ধে কিছু লিখতে চাইনি। কয়েক জন এমন কাজ করছেন, এটাই বোঝাতে চেয়েছিলাম। তবু আমাকে হেনস্থা করা হচ্ছে। বিষয়টি থানাতেও জানিয়েছি। নিরাপত্তার কারণেই স্কুলে যাইনি।”

নারী পাচারকারী ধৃত বসিরহাটে
এক তরুণীকে অপহরণ করে মুম্বইয়ে নিয়ে গিয়ে বিক্রির অভিযোগে এক জনকে গ্রেফতার করল পুলিশ। ওই তরুণীকেও উদ্ধার করা হয়েছে। ঘোজাডাঙার পানিতর গ্রামের এক তরুণীকে অপহরণ করা হয়েছে বলে গত ২৪ অক্টোবর অভিযোগ দায়ের হয়েছিল থানায়। তদন্তে নেমে পুলিশ রাতেই তরুণীর প্রতিবেশী জাকারিয়া মোল্লাকে ঘোজাডাঙা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারে, মুম্বইয়ে বিক্রি করে দেওয়া হয়েছে মেয়েটিকে। জাকারিয়ার স্ত্রী সায়মা বিবিও এই ঘটনায় যুক্ত। তার খোঁজ চলছে বলে জানিয়েছেন বসিরহাটের আইসি হবিবুর রহমান। বসিরহাট থানার অফিসার পলাশচন্দ্র দে-র নেতৃত্বে পাঁচ জনের একটি দল রওনা দেয় মুম্বইয়ে। ওই রাজ্যের বান্দুপ থানার পুলিশের সহযোগিতায় সোনাপুর থেকে উদ্ধার করা হয় তরুণীকে।

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
অটো রিকশার ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার মুরারিশা চৌমাথার কাছে বসিরহাট-ন্যাজাট রোডে। পুলিশ জানায়, মৃত মহম্মদ আলি মণ্ডলের (৩১) বাড়ি মুরারিশা গ্রামে। সন্ধের দিকে সাইকেল নিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন আলি। স্থানীয় একটি পেট্রলপাম্পের কাছে একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান। ক্ষুব্ধ বাসিন্দারা অটো চালককে মারধরের পরে পুলিশের হাতে তুলে দেন। গ্রেফতার করা হয়েছে তাঁকে। অটো রিকশাটি আটক করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য।

বধূর মৃত্যু, দেহ উদ্ধারে লাঠি
এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ সামাল দিতে পুলিশকে লাঠি চালাতে হল। বুধবার ঘটনাটি ঘটে বারুইপুর থানার সুবুদ্ধিপুরের বেলতলা এলাকায়। এ দিন সকালে পম্পা নস্কর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত দেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এলে স্থানীয় বাসিন্দারা জানান, শম্পাদেবীর বাপের বাড়ির লোকজন না এলে দেহ নিতে দেওয়া হবে না। বেলা ১টা নাগাদ বজবজের সন্তোষপুর থেকে শম্পাদেবীর বাপের বাড়ির লোকজন আসেন। জনতা তখন দাবি তোলে, শম্পাদেবীর স্বামী, শ্বশুর, শাশুড়িকে তাদের হাতে ছেড়ে দিতে হবে। পুলিশ তা না-মানায় শুরু হয় বচসা। শেষে লাঠি চালিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায় পুলিশ।

গ্রামবাসীদের মারে জখম ২ পুলিশকর্মী
দক্ষিণ ২৪ পরগনার কুলপি ও জীবনতলার পরে এ বার মুর্শিদাবাদের ডোমকলের কুপিলা গ্রামে আক্রান্ত হল পুলিশ। বুধবার সকালে কুপিলার দাসপাড়ায় আলমগির শেখ নামে এক ব্যক্তির বাড়িতে গাঁজা রয়েছে সন্দেহে পুলিশ অভিযান চালায়। আলমগিরকে পাওয়া যায়নি। আলমগিরের মায়ের সঙ্গে পুলিশকর্মীদের কথা কাটাকাটির সময়ে পাশাপাশি বাড়ির কয়েকজন মহিলা-সহ গ্রামবাসীরা গিয়ে জড়ো হন ওই বাড়ির সামনে। তাঁরাই পুলিশকর্মীদের মারধর করেন। কুপিলা পুলিশ ক্যাম্পের এক এএসআই আলি রেজা ও কনস্টেবল তুষার রায় আহত হন।

গুলি করে যুবক খুন খড়দহে
খড়দহের গোশালা মাঠের কাছে বুধবার সন্ধ্যায় গুলি করে এক যুবককে খুন করা হয়েছে। নিহতের নাম অনির্বাণ মজুমদার (২৬)। পুলিশ জানায়, অনির্বাণের মাথায় ও বুকে গুলি করা হয়। ঘটনাস্থলে ‘প্রেস’ স্টিকার লাগানো একটি মোটরবাইক পাওয়া গিয়েছে। নিমতার বাসিন্দা অনির্বাণ একটি টিভি চ্যানেল খুলতে উদ্যোগী হয়েছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। কেন এই খুন, তা স্পষ্ট হয়নি। তবে তদন্তকারীরা জানান, সম্প্রতি বেশ কিছু সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন অনির্বাণ। দুষ্কৃতীদের সঙ্গেও তাঁর যোগাযোগ তৈরি হয়েছিল। রাজা দত্ত নামে বারাসতের এক দুষ্কৃতীর সঙ্গে ইদানীং তাঁর শত্রুতার সম্পর্ক গড়ে উঠেছিল বলেও জানতে পেরেছে পুলিশ। তার জেরেই এই খুন কি না, তদন্ত করে দেখা হচ্ছে। ব্যারাকপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয় বিশ্বাস বলেন, “অনির্বাণ ঠিক কী ধরনের কাজকর্ম করতেন, সেই ব্যাপারে খোঁজখবর চলছে।”

চলন্ত বাসে যাত্রীদের মারধর করে ডাকাতি
চলন্ত বাসে যাত্রীদের মারধর করে লুঠপাট চালাল এক দল দুষ্কৃতী। বুধবার ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাড়োয়ার ঘুসিঘাটার কাছে বাসন্তী হাইওয়েতে। মালঞ্চ থেকে বাসটি যাচ্ছিল হাওড়ার দিকে। রাস্তাতেই যাত্রীদের মধ্যে মিশে থাকা দুষ্কৃতীরা রিভলভার বের করে চালককে বাস এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। যাত্রীদের থেকে টাকা-পয়সা, মোবাইল লুঠ করে দুষ্কৃতীরা। বাসের চালক, কন্ডাক্টরকেও পিটিয়ে টাকার ব্যাগ কেড়ে নেওয়া হয়। মিনিট ২০ তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা বেলতলা মোড়ের কাছে নেমে পড়ে।

৫ পুলিশ সাসপেন্ড
প্রিজন ভ্যান থেকে পাঁচ বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় বুধবার পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রের খবর, কর্তব্যে গাফিলতির অভিযোগেই এই ব্যবস্থা। মঙ্গলবার সন্ধ্যায় বারাসত আদালত থেকে দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়ার পথে বন্দি পলায়নের ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, ভ্যানটি এয়ারপোর্ট থানার আড়াই নম্বর গেটের কাছে যশোহর রোডে যানজটে আটকে ছিল। তখনই ভ্যানের পিছনের পাটাতন খুলে পাঁচ বন্দি পালিয়ে যায়। তাদের খোঁজ পাওয়া যায়নি।

স্মারকলিপি
বেলঘরিয়ার ভৈরব গাঙ্গুলি কলেজে মঙ্গলবারের হাঙ্গামার ঘটনায় বুধবার ব্যারাকপুরের মহকুমাশাসককে স্মারকলিপি দেন সাংবাদিকেরা। কলেজের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, টিএমসিপি এবং এসএফআইয়ের ঝামেলা চলাকালীন বৈদ্যুতিন মাধ্যমের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে এক যুবক কলেজে ঢুকে ছবি তুলছিলেন। তাঁকে জোর করে আটকে রাখা এবং পুলিশের ভূমিকার প্রতিবাদেই স্মারকলিপি দেন সাংবাদিকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.