কোটলা সেই ফাঁকা পড়ে থাকার আশঙ্কা
নশূন্য ফিরোজ শাহ কোটলায় আসন্ন ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট নিয়ে কোনও রকম উৎসাহ নেই। সচিন তেন্ডুলকরের শততম আন্তর্জাতিক সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও টিকিটের কোনও চাহিদা নেই।
কোটলায় এখন উৎসাহ দিল্লির কোচ মনোজ প্রভাকরকে হঠাৎ কোনও নোটিশ না দিয়ে গতকাল রাতে তাড়িয়ে দেওয়া নিয়ে। টেস্টের একটাও টিকিট এখনও বিক্রি হয়নি। কর্তাদের অনেকেরই ধারণা, প্রায় ফাঁকা মাঠেই সচিনদের খেলতে হবে কোটলায়। পাশাপাশি তাঁদের আশা, যেহেতু সচিনের লাকি গ্রাউন্ড কোটলা, তাই এ মাঠেই সচিন তাঁর শততম সেঞ্চুরিটা পাবেন। আর সে দিন ভরে যাবে গ্যালারি। প্রাক্তন টেস্ট ক্রিকেটার সুরিন্দর খন্না বললেন “পাঁচ দিনের টেস্ট ম্যাচের জন্য চেতন চৌহান আর বেঙ্কট সুন্দরমরা কোটলার ইতিহাস মেনেই উইকেটকে স্লো টার্নিং করেছে। যাতে ভারতীয় ব্যাটসম্যানরা ও স্পিনাররা ভাল সাহায্য পায়। সবাই চায় সচিন এখানেই তাঁর শততম সেঞ্চুরি করুন। সচিনের সেঞ্চুরি নিয়ে ইতিমধ্যেই বাজি ধরা হয়ে গেছে জামা মসজিদ ও আনসারি রোড এলাকায়। যত দিন যাবে বাজার আরও গরম হবে।”
সচিনের সেঞ্চুরি দেখতে ও দর্শক মাঠে টানতে তেরঙ্গা রংঙের কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছে কোটলার প্রধান গেটের চারপাশকে। তবে আয়োজক ডিডিসিএ এই টেস্টের জন্য এয়ারটেল ছাড়া কোনও বড় সংস্থার বিজ্ঞাপনও পায়নি। দর্শক আসুক বা না আসুক মাঠের নিরাপত্তা যথেষ্ট কঠোর রাখা হবে বলে জানালেন ডিডিসিএ কর্তা এস পি বনশল।
তাঁর ইশারাতে প্রভাকরকে তাড়ানো হয়েছে বলে মনে করছেন সংস্থার একাধিক সদস্য। সুরিন্দর খন্না যেমন বললেন “দিল্লি অধিনায়ক মিঠুন মানহাস ও কোচ প্রভাকরের মধ্যে মতাভেদ ছিল। কিন্তু কী ভাবে ডিডিসিএ ক্রিকেট উন্নয়ন কমিটির সঙ্গে আলোচনা না করে বা মনোজের বক্তব্য না জেনেই ওকে তাড়িয়ে দেওয়া হল?”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.