চলন্ত বাসে ডাকাতি, গ্রেফতার ৬
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
চলন্ত বাসে ডাকাতিতে জড়িত সন্দেহে ৬ জনকে কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা মুর্শিদাবাদের ধুলিয়ান ও সামসেরগঞ্জের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ভোজালি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাস তিনেক আগে দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার বহরমপুর-দুর্গাপুর চলন্ত বাসে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। আসানসোলের বাসিন্দা এক যাত্রীকে ভোজালির কোপও মারে তারা। পুলিশের দাবি, ওই ডাকাতিতে ধৃত ৬ জনই যুক্ত ছিল। কাঁকসা থানার ওসি পার্থ ঘোষ জানান, কোন বাসে কত যাত্রী, তাঁদের সঙ্গে কী মালপত্র রয়েছে, সেই খবর ডাকাত দলকে বাস ছাড়ার সময় জানিয়ে দেওয়ার লোকও রয়েছে। ডাকাতির দিন বহরমপুর থেকে এক ব্যক্তি বাস ছাড়ার সময়ে সিউড়িতে অপেক্ষারত ডাকাত দলকে খবর দেয়। তাকে সম্প্রতি গ্রেফতারও করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের সন্ধান মেলে। এর পরেই গ্রেফতার করা হয় ওই দুষ্কৃতীদের। |
ডিপিএলে গ্যাস পাইপে আগুন
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ডিপিএলের কোকওভেন প্ল্যান্টের ভিতরে গ্যাস প্ল্যান্টের গ্যাস পাইপে আগুন লাগে বুধবার সন্ধ্যায়। ডিপিএলের নিজস্ব একটি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে। খবর দেওয়া হয় রাজ্য দমকলেও। সেখান থেকেও একটি দমকলের ইঞ্জিন আসে। দু’টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। কী ভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিপিএল কর্তৃপক্ষ। |
চালু বাসস্ট্যান্ড
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
অবশেষে চালু হল আসানসোলের নিবেদিতা বাস টার্মিনাস। নিজস্ব চিত্র। |
আসানসোলের নিবেদিতা বাস টার্মিনাস আনুষ্ঠানিক ভাবে চালু হল বুধবার। এ দিন সকাল ৬টা থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস যাত্রা শুরু করে। বিভিন্ন রুটের দূর পাল্লার ১৫টি বাস প্রতি দিন এখান থেকে যাত্রা করবে। বাসকর্মীদের দাবি, আন্তঃজেলা ও আন্তঃরাজ্য বাস টার্মিনাসের যে সব সুযোগ সুবিধা থাকা উচিত, তার সবই এখানে মিলছে। প্রথম দিন অবশ্য এখানে যাত্রীদের ভিড় খুব একটা ছিল না। |
স্কুলে জয়ী জোট
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
স্কুল পরিচালন সমিতির নির্বাচনে ইছাপুর বালিকা বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল কংগ্রস, তৃণমূল, এসইউসি জোট। তৃণমূল নেতা বাণী ঘোষ জানান, বুধবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। জোট সমর্থিত প্রার্থীরা ছাড়া কেউ মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা নির্বাচনেই জয়ী হয় জোট। প্রসঙ্গত, এত দিন স্কুলের পরিচালন সমিতি বামফ্রন্টের দখলে ছিল। |